Rashifal Remedies, 04 October 2025: দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলাতে আজ কাজে লাগান এই টিপস

Rashifal Remedies 2025: আপনার জীবনের দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলে ফেলুন সহজেই। দেখে নিন কোন টিপসে করবেন বাজিমাত। এই ব্যাপারে জেনে নিন বিস্তারিত।

Rashifal Remedies 2025: আপনার জীবনের দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলে ফেলুন সহজেই। দেখে নিন কোন টিপসে করবেন বাজিমাত। এই ব্যাপারে জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Bengali Horoscope, Horoscope, New Year 2025

Horoscope: আজ কী করলে পাবেন উপকার।

Rashifal Remedies, 04 October 2025: আমাদের জীবনে গ্রহ-নক্ষত্রের এক বিরাট প্রভাব আছে। যার জেরে নানারকম দুর্ভোগ পোহাতে হয়। আবার গ্রহই কিন্তু আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে। তবে, এজন্য বেশ কিছু টিপস মানা জরুরি। এবার দেখে নেওয়া যাক, জ্যোতিষ সংক্রান্ত সেসব টিপস কী কী।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং হলুদ। সরস্বতীর আরাধনা করলে আপনার রাগের ওপর নিয়ন্ত্রণ থাকবে।

আরও পড়ুন- দুর্গাপূজা দেবী অপরাজিতার পূজা ছাড়া সম্পূর্ণ হয় না, শাস্ত্র কী বলছে?

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ২, শুভ রং সাদা। তামার বা সোনার চুড়ি পরলে প্রেমের সম্পর্ক ভালো হবে।

আরও পড়ুন- রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আজ আপনার শুভসংখ্যা ৯, শুভ রং লাল। রাতে শান্তিতে ঘুমোনোর জন্য কোনও কুকুরকে গমের রুটি খাওয়ানো উচিত।

আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন ঝান্ডি, মোহময়ী দৃশ্য আর কাঞ্চনজঙ্ঘা মন ভরাবেই

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ৪, শুভ রং বাদামি। অশ্বথ গাছের শিকড়ে তেল ঢাললে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে।

আরও পড়ুন- পুজোর মধ্যেই বাংলার ছেলের এশিয়া জয়, জোড়া সোনা জিতে দেশের গৌরব অঙ্কিত

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আজ আপনার শুভসংখ্যা ২, শুভ রং সাদা। পরিবারে শান্তি বজায় রাখার জন্য একটি সাপের আকৃতির বিশেষ আংটি ব্যবহার করুন।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আজ আপনার শুভসংখ্যা ৯, শুভ রং লাল। কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মূক ও বধির ব্যক্তির সেবা করুন, তাহলেই আপনার স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব দেখা দেবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ৩, শুভ রং হলুদ। মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক হবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ৫, শুভ রং সবুজ। কাঁচা হলুদ, চন্দন, হলুদ শস্য এই সব দ্রব্য অগ্রাধিকারের সঙ্গে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্য রক্ষা করবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ২, শুভ রং সাদা। প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে এবং তাঁদের সন্মান দেখালে তা আপনার পক্ষে লাভদায়ক হবে এবং আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ২, শুভ রং সাদা। প্রেম জীবনে সম্পূর্ণতার জন্য কোনও পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না। একইসঙ্গে আপনার নিরামিষ খাবার খাওয়া উচিত, এর ফলে আপনার জীবনে প্রেম বহুগুণে বৃদ্ধি পাবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

আজ আপনার শুভসংখ্যা ৪, শুভ রং নীল। গণেশ মন্ত্রটি রোজ ১১ বার পাঠ করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে।

মীন/ Pisces রাশিফল Rashifal

আজ আপনার শুভসংখ্যা ৬, শুভ রং গোলাপি। প্রেমজীবন সুখের করতে পুকুর, নদী বা গঙ্গার জলে গুড় বিসর্জন দিন।

remedies rashifal