Rashifal Remedies, 10 October 2025: সহজ টিপসে দূর করুন আজকের দুর্ভাগ্য, জানুন বিস্তারিত

Rashifal Remedies 2025: আজকের দিনে দুর্ভাগ্য থেকে বাঁচতে কাজে লাগান অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ। এই টিপসেই দিনের দুর্ভোগ দূর করে আপনি হতে পারবেন সফল।

Rashifal Remedies 2025: আজকের দিনে দুর্ভাগ্য থেকে বাঁচতে কাজে লাগান অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ। এই টিপসেই দিনের দুর্ভোগ দূর করে আপনি হতে পারবেন সফল।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Horoscope: রাশিচক্র

Horoscope: রাশিচক্র।

Rashifal Remedies, 10 October 2025: মোটের ওপর দিনটি বেশিরভাগ রাশির জন্য শুভ, তবে আর্থিক পরিকল্পনা ও সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকুন। রাশিফল আপনাকে মনে করিয়ে দিচ্ছে— ইতিবাচক মনোভাবই আজকের সেরা প্রতিকার।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো ছোলা, বেঙ্গল ছোলা, সরিষার তেল ও কালো কাপড় দান করুন।

বৃষ/ Taurus রাশিফল Rashifal

সন্ন্যাসীদের সাদা ও কালো বস্ত্র দান করলে তা আপনার স্বাস্থ্যের ও শরীরের জন্য ভালো হবে।

Advertisment

আরও পড়ুন- সতীপীঠ, ভক্তদের ভরসাস্থল 'মেলাইচণ্ডী মায়ের মন্দির'!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

 গণেশ চল্লিশা পাঠ করলে এবং এবং মন্ত্র উচ্চারণ করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

আরও পড়ুন- বাড়িতে এই ৭ প্রাণীকে পুষতে গেলেই মিলবে কঠোর সাজা, হতে পারেন গ্রেফতার!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আরও ভালো প্রেম জীবন পেতে ভগবান কৃষ্ণের সামনে কর্পূর দিয়ে আরতি করুন।

আরও পড়ুন- জলখাবারের জন্য সহজেই বানান সয়াবিন কাটলেট, স্বাদে খাসা, মন কাড়বেই!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আপনার জীবনে ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য ফুলের টবে সবুজ পাথর রাখুন, সবুজ বোতলে গাছ লাগান ও বাথরুমে সবুজ টালি লাগান। 

আরও পড়ুন- সকালে হলুদ, আমলকি ভেজানো জল খান, মিলবে ৫টি আশ্চর্য উপকার!

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

ঘরে গঙ্গাজল কোনও না কোনও ভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে। 

তুলা/ Libra রাশিফল Rashifal

বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন, এর ফলে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

নিজের ঘরে নিজের ইষ্টদেবের রুপার মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা করলে ধন বৃদ্ধি হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

গরুকে পালংশাক খাওয়ালে তা আপনার প্রেম জীবনের ওপর ভালো প্রভাব ফেলবে। 

মকর/ Capricorn রাশিফল Rashifal

ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদক দ্রব্য ও আমিষ খাবার থেকে বিরত থাকুন এবং এর ফলে বুধের খারাপ প্রভাবও কেটে যাবে। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। 

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

প্রেম জীবন স্মরণীয় করতে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাবার আগে মধু খেয়ে যাবেন।

মীন/ Pisces রাশিফল Rashifal

ভালো স্বাস্থ্যের জন্য ছোলা সেদ্ধ, বাদাম, গোটা পিনাট, ঘি এইসব খাবার খান এবং ধর্মীয় স্থলে হলুদ রঙের কাপড় দান করুন। 

remedies rashifal