Rashifal Remedies 2025: প্রতিকারে বদলায় দুর্ভাগ্য? জানুন রাশিফলের আজকের টিপস!

Rashifal Remedies 2025: প্রতিটি রাশির আলাদা শুভ সংখ্যা, শুভ রং আর সৌভাগ্যের সহজ উপায় আছে, বিস্তারিত জেনে নিন। প্রেম, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রে কীভাবে উন্নতির দিশা পাবেন, জানুন।

Rashifal Remedies 2025: প্রতিটি রাশির আলাদা শুভ সংখ্যা, শুভ রং আর সৌভাগ্যের সহজ উপায় আছে, বিস্তারিত জেনে নিন। প্রেম, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রে কীভাবে উন্নতির দিশা পাবেন, জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope: রাশিচক্র

Horoscope: রাশিচক্র।

Rashifal Remedies 2025: রাশিফল জীবনে নানা দিক নির্দেশ করে থাকে। আবার, তার প্রতিকারও আছে। প্রেম, স্বাস্থ্য থেকে অর্থভাগ্য—প্রতিটি ক্ষেত্রেই রাশিফলের প্রতিকার আলাদা। জেনে নিন মেষ থেকে মীন, প্রতিটি রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং সৌভাগ্যের সহজ টিপস।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আপনার শুভ সংখ্যা ৩, শুভ রং কেশর (লাল-কমলা আভার মিশ্রণ) এবং হলুদ। ঝাড়ুদারদের আর্থিক ভাবে বা অন্য কোনও ভাবে সাহায্য করলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে।

আরও পড়ুন- প্রায় ৯০ শতাংশ ভক্ত বিশ্বকর্মার জন্মবৃত্তান্ত জানেন না, জানুন সেই রহস্য

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আপনার শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। আর্থিক ভাবে দুর্বল এমন কোনও কন্যাকে ক্ষীর বা পায়েস খাওয়ালে পরিবারের সুখ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- বিশ্বকর্মার সঙ্গে পুজো পেতেন এই কলকাতায়, তাঁর ছেলেরা ছিলেন রামায়ণেও!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আপনার শুভ সংখ্যা ৯, শুভ রং লাল এবং মেরুন। পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য ফুল গাছের টবে কালো বা সাদা মার্বেল পাথর অথবা নুড়ি রাখুন।

আরও পড়ুন- বাঙালি, অবাঙালি বিশ্বকর্মার চেহারা একদম আলাদা, কারণটা কী?

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আপনার শুভ সংখ্যা ৩, শুভ রং কেশর এবং হলুদ। কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন, হলুদ শস্য এই সব জিনিস অগ্রাধিকারের সঙ্গে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্য ভালো রাখবে।

আরও পড়ুন- বিশ্বকর্মা আর বেহুলার যোগাযোগ হয়েছিল কীভাবে? জানুন কাহিনি

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আপনার শুভ সংখ্যা ২, শুভ রং রুপোলি এবং সাদা। ধর্মীয় স্থানে কালো সাদা তিলের দানা ও সাত রকমের শস্য দান করলে তা আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত করবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আপনার শুভ সংখ্যা ৯, শুভ রং লাল এবং মেরুন। দাতব্য কাজ যেমন আর্ত এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে পানীয় জলের পাত্র রেখে জল দানের ব্যবস্থা করলে আপনার পরিবারিক জীবনে ভাগ্য এবং ইতিবাচকতা আসবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

শুভ সংখ্যা ৩, শুভ রং কেশর এবং হলুদ। ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেটে সবুজ রুমাল রাখুন বা নিজের সঙ্গে রাখুন ওই সবুজ রুমাল।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি এবং ধূসর। হাসপাতালে রোগীদের সাহায্য ও সেবা করলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

শুভ সংখ্যা ১, শুভ রং কমলা এবং সোনালি, ভালো স্বাস্থ্যের জন্য ছোলা-সহ বাদাম, গোটা চিনাবাদাম, ঘি এইসব খাবার খান এবং ধর্মীয় স্থলে হলুদ রঙের কাপড় দান করুন।

মকর/ Capricorn রাশিফল Rashifal

শুভ সংখ্যা ১, শুভ রং কমলা এবং সোনালি। রাহু মন্ত্র দিনে ১১ বার জপ করলে আপনার পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

শুভ সংখ্যা 8, শুভ রং কালো এবং নীল। কালো ও সাদা তিলের বীজ এটার সঙ্গে মিশিয়ে তা মাছেদের খাওয়ালে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে।

মীন/ Pisces রাশিফল Rashifal

শুভ সংখ্যা ৬, শুভ রং হালকা গোলাপি। সূর্যনারায়ণের মন্ত্র জপ করলে উপকার পাবেন।

rashifal remedies