/indian-express-bangla/media/media_files/2025/04/29/d6DwFB608mysWR3vXGAb.jpg)
Horoscope: রাশিচক্র।
Rashifal Remedies, 22 October 2025: আজ বুধবার ২২ অক্টোবর ২০২৫। আজ জন্ম হলে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাব সৃষ্টিকারী গ্রহ হল মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ৪, ১৩, ২২, ৩১। শুভ গ্রহ ও বার- মঙ্গল এবং রবি। শুভ রত্ন রক্তপ্রবাল এবং গার্নেট। আজ আপনি লাল ও গোলাপি বর্ণের পোশাক পরলে সৌভাগ্য লাভ করবেন।
মেষ/ Aries রাশিফল Rashifal
ক্রিম বা সাদা রঙের জুতো পরলে আপনার কর্ম জীবনে বহু উন্নতির সম্ভাবনা দেখা দেবে।
আরও পড়ুন- বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের কাছে শক্তিপীঠ, দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে যান কল্যাণেশ্বরীর আশ্রয়ে
বৃষ/ Taurus রাশিফল Rashifal
নিজের ইষ্টদেবতাকে লাল সিঁদুর দিয়ে পূজা স্বাস্থ্যের জন্য লাভদায়ক।
আরও পড়ুন- কীভাবে শুরু হয়েছিল নৈহাটির বড়মার পুজো, ইতিহাসটা জানেন?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
খাদ্যে সবুজ শস্যর পরিমাণ বাড়ান, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে।
আরও পড়ুন- ভাইফোঁটায় ভাইয়ের পাতে কী দেবেন? দেখুন কলকাতার এই বিশেষ খাবার
কর্কট/ Cancer রাশিফল Rashifal
খাঁটি রুপোর বালা পড়লে প্রেমের জীবনের উন্নতি হবে।
আরও পড়ুন- পঞ্জিকায় ২২ না ২৩ অক্টোবর, ভাইফোঁটা কবে? ফোঁটা দেওয়ার শুভ সময়ই বা কখন?
সিংহ/ Leo রাশিফল Rashifal
পরিবারের সুখ বৃদ্ধির জন্য পাঁচ জন কমবয়সি কন্যাকে দুধ এবং মিশ্রি দান করুন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রতিদিন সেই জল পান করলে শরীর ভালো থাকবে।
তুলা/ Libra রাশিফল Rashifal
লাল কাপড় পরিধান স্বাস্থ্যের জন্য উপকারী।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
সীসায় তৈরি আপনার গৃহদেবতার মূর্তি কে বাড়িতে রেখে আরাধনা করলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য কন্যা, পিসি, মাসি ও ভাইয়ের স্ত্রীকে বিভিন্ন ভাবে সাহায্য করুন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
কপালে সাদা চন্দনের টিকা লাগালে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
একটি কালো ঘোড়ার খুরের তৈরি আংটি পড়লে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে।
মীন/ Pisces রাশিফল Rashifal
প্রবাহমান জলে কাঁচা হলুদ ছুড়ে ফেললে আপনার জীবনে আর্থিক অবস্থার উন্নতি হবে।
আজকের শুভ মূহুর্ত- সকাল: ৬:১০-৮:৩৫, ১০:৪৫-১২:৫৭, দুপুর: ১:৪০-৩:৫১, রাত: ৬:১১-৭:০৩, ৮:৪৮-৩:৪৭ এর মধ্যে। আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। সন্ধ্যা ৬:৪৬ পর্যন্ত প্রতিপদ তিথি। ৬:৪৭ থেকে শুরু হবে ২য়া তিথি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us