/indian-express-bangla/media/media_files/2025/10/21/bhai-phonta-2025-2025-10-21-19-01-31.jpg)
Bhai Phonta 2025: জেনে নিন ভাইফোঁটার শুভ তিথি কখন!
Bhai Phota 2025: ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া, ভাই-বোনের সম্পর্কের সবচেয়ে ভালোবাসায় ভরা উৎসব। দীপাবলির পরের দিন এই উৎসব পালিত হয়। এই সময় বোনেরা ভাইয়ের কপালে স্নেহের ফোঁটা এঁকে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
কীভাবে চালু হল ভাইফোঁটা উৎসব
হিন্দুশাস্ত্র মতে, ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে ফেরার পর তাঁর বোন সুভদ্রার কাছে আসেন। সুভদ্রা তাঁর ভাইয়ের কপালে জয়টিকা পরিয়ে মিষ্টি খাওয়ান এই দ্বিতীয়া তিথিতে। সেখান থেকেই 'ভ্রাতৃদ্বিতীয়া' বা 'ভাইফোঁটা' উৎসবের প্রচলন।
আরও পড়ুন- আগম থেকে পাতালকালী, শ্যামাপুজোয় কালীময় শাক্ত-বৈষ্ণব ধারার মিলনপুরী শান্তিপুর!
ফোঁটা দেওয়ার সময় বোনেরা ভাইয়ের চিরজীবনের জন্য প্রার্থনা করে বলেন, 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।'
আরও পড়ুন- ভাইফোঁটায় ভাইয়ের পাতে কী দেবেন? দেখুন কলকাতার এই বিশেষ খাবার
ভাইফোঁটা ২০২৫: ২২ না ২৩ অক্টোবর?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী:
দ্বিতীয়া তিথি শুরু: ২২ অক্টোবর (বাংলা ৫ কার্তিক, বুধবার) রাত ৮টা ১৮ মিনিটে।
দ্বিতীয়া তিথি শেষ: ২৩ অক্টোবর (বাংলা ৬ কার্তিক, বৃহস্পতিবার) রাত ১০টা ৪৭ মিনিটে।
অর্থাৎ, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ভাইফোঁটার মূল পালন ২৩ অক্টোবর, বৃহস্পতিবার।
আরও পড়ুন- প্রিয়জনকে দিন এই সেরা উপহার, ভালোবাসা বেড়ে যাবে কয়েকগুণ
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী:
দ্বিতীয়া তিথি শুরু: ২২ অক্টোবর (বাংলা ৫ কার্তিক, বুধবার) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ৩ সেকেন্ডে।
দ্বিতীয়া তিথি শেষ: ২৩ অক্টোবর (বাংলা ৬ কার্তিক, বৃহস্পতিবার) রাত ৮টা ১৯ মিনিট ৪ সেকেন্ডে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ভাইফোঁটা পালন করা হবে ২২ অক্টোবর সন্ধ্যার পর বা ২৩ অক্টোবর সকালে।
আরও পড়ুন- জেনে নিন সম্পদের দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার ৭টি সহজ উপায়!
অর্থাৎ, উভয় মতেই ২২ অক্টোবর রাত থেকে ২৩ অক্টোবর দিনভর ভাইফোঁটা তিথি বিদ্যমান। অধিকাংশ ক্ষেত্রে ২৩ অক্টোবরকেই শুভ দিন হিসেবে ধরা হচ্ছে।
ভারতের উত্তর ও পশ্চিমে একই উৎসবকে, 'ভাই দুজ' (Bhai Dooj) নামে চেনে। মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, দিল্লি—সব জায়গায় এই দিনটি ভাই-বোনের স্নেহবন্ধনের উৎসব হিসেবে পালিত হয়। বাংলায় 'ভাইফোঁটা', ওড়িশায় 'ভাইজুন্তিয়া', দক্ষিণ ভারতে 'ইয়াম দ্বিতীয়া”—নামে ভিন্ন হলেও উদ্দেশ্য একই—ভাই-বোনের স্নেহের বন্ধন। বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করেন, আর ভাই প্রতিশ্রুতি দেয় বোনের সুরক্ষার। বোনেরা স্নান সেরে শুদ্ধভাবে ভাইয়ের কপালে স্নেহের ফোঁটা, ধান, দূর্বা, চন্দন ও জয়তিলক পরিয়ে দেয়। ভাইরাও বোনকে উপহার দেন— নতুন পোশাক, গয়না, প্রসাধনী বা অর্থ। সব মিলিয়ে, এটি শুধু একটি রীতি নয়, বরং বলা ভালো- পারিবারিক বন্ধনের প্রকাশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us