Rashifal Remedies, 23 October 2025: আজকের দুর্ভাগ্য দূর করতে কাজে লাগান এই টিপস!

Rashifal Remedies 2025: দুর্ভাগ্য জীবনের অঙ্গ। নির্দিষ্ট টিপস ব্যবহার করে দুর্ভোগ কাটানো যায়। জেনে নিন আজকে আপনার কোন টিপস কাজে লাগানো উচিত।

Rashifal Remedies 2025: দুর্ভাগ্য জীবনের অঙ্গ। নির্দিষ্ট টিপস ব্যবহার করে দুর্ভোগ কাটানো যায়। জেনে নিন আজকে আপনার কোন টিপস কাজে লাগানো উচিত।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Horoscope: রাশিফল

Horoscope: রাশিফল।

Rashifal Remedies, 23 October 2025: প্রত্যেকের জীবনেই ওঠাপড়া থাকে। এর পিছনে রয়েছে গ্রহের এক বিরাট ভূমিকা। যাকে বলে গ্রহের ফের। তা থেকে বাঁচতে কাজে লাগান এই সমস্ত টিপস। বৃহস্পতিবার ২০২৫ সালের ২৩ অক্টোবর। এদিন জাতক বা জাতিকার জন্মদিন হলে পাশ্চাত্য মতে তাঁর  রাশি বৃশ্চিক। তাঁর ওপর প্রভাব বিস্তারকারী গ্রহ হল মঙ্গল এবং বুধ। তার মধ্যে ২৩ তারিখে জন্ম হবার কারণে জাতকের ওপর বুধের প্রবল প্রভাব থাকবে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

সাদা পোষা কুকুরকে খাবার খাওয়ানো অর্থনৈতিক উন্নতিতে সহায়ক হবে।

আরও পড়ুন- গোবর্ধন আর অন্নকূট পূজা! প্রিয়জনকে এই শুভেচ্ছাবার্তা জানালে মনে রাখবে চিরকাল

বৃষ/ Taurus রাশিফল Rashifal

বাড়ির আরাধনার স্থল স্থির রাখুন, এতে কর্ম জীবনে সাফল্য বজায় থাকবে।

আরও পড়ুন- শান্তিপুরের 'বামাকালী'র ভিডিওর রহস্য জানেন, কেন নাচানো হয় এই দেবীকে?

Advertisment

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

প্রেম জীবন মধুর করতে প্রতিদিন মধু খান।

আরও পড়ুন- ফোঁটায় পাতে রাখুন এই কাটলেট, মন ভরবে ভাইয়ের!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

পিতামহ ও পিতামহীর সেবা করলে প্রেম জীবনে উন্নতি হবে।

আরও পড়ুুন- তারাপীঠে যেতে না পারলে দুঃখ করার কিছু নেই, তারাধাম রয়েছে এই শহরেই!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতে বাবার কথা মেনে চলুন।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

সবুজ পোশাক বা ফ্যাব্রিক ব্যবহার করুন এবং কিন্নর/হিজড়েকে দান করুন।

তুলা/ Libra রাশিফল Rashifal

পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করে আনন্দময় সংসার উপভোগ করুন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

কোনও কাককে ভাজা খাদ্য, যেমন পকোড়া দান করুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

লালচে বাদামি গরুকে গুড় ও রুটি খাওয়ান, প্রেম জীবনে উন্নতি হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

রুপোর পাত্রে দই রেখে দিন, আর্থিক উন্নতি হবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করুন, সুখময় সংসার নিশ্চিত হবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

ক্রিম, সাদা বা প্যাস্টেল রঙের ব্যবহার বাড়ালে কর্ম জীবনে সহায়তা হবে।

জাতকের শুভ সংখ্যা ৫,১৪,২৩। শুভ গ্রহ বা বার হল, মঙ্গল এবং বুধ। শুভ রত্ন হল পান্না এবং রক্তপ্রবাল। শুভ বর্ণ হল লাল এবং সবুজ। শুভ মুহূর্ত ভোর ৬টা ১১ থেকে ৭টা ৪৮, দুপুর ১টা ৪০ থেকে ৩ টে ০৯, সন্ধ্যা ৬টা ১৩ থেকে রাত ৯টা ৪১। চন্দ্র এদিন তুলা রাশিতে অবস্থান করবে। দ্বিতীয়া তিথি থাকবে রাত ৮টা ৫০ পর্যন্ত। তারপর থেকে তৃতীয়া শুরু হয়ে যাবে।

remedies rashifal