/indian-express-bangla/media/media_files/2025/10/22/shantipur-bamakali-2025-10-22-12-08-59.jpg)
Shantipur Bamakali: শান্তিপুরের বামাকালী।
Shantipur Bamakali Viral Video: এক বিরাট কালীমূর্তিকে নাচানো হচ্ছে। সঙ্গে বাজছে দোহারের গান, 'একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা...।' টেলিভিশনের পরদায় বারবার এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়াতে ঝড়। ভাইরাল হয়েছে এই ভিডিও। স্বভাবতই দর্শকদের মনে প্রশ্ন জেগেছে, এই কালী কোথাকার? এভাবে নাচানো হচ্ছে, ব্যাপারটা কী!
ভক্তদের অত্যন্ত প্রিয়
এই প্রশ্ন আসাই স্বাভাবিক, আর আসছেও। ভিডিওতে দেখা যাচ্ছে ওই কালীমূর্তির সঙ্গে রয়েছে গিজগিজে লোক। এই ছবিটাই বলে দেয় শান্তিপুরের বামাকালী কতটা জনপ্রিয়। কথিত আছে, এই দেবীর কাছে ভক্ত মনস্কামনা করেছেন, আর তা পূরণ হয়নি, এমনটা নাকি হয় না। আর, সেই কারণেই কালীপুজোর রাতে অগণিত ভক্ত ভিড় জমান শান্তিপুরের বামাকালীর দরবারে।
আরও পড়ুন- ফোঁটায় পাতে রাখুন এই কাটলেট, মন ভরবে ভাইয়ের!
ব্রিটিশ জমানায় বাংলা যখন দাঙ্গা-বিধ্বস্ত, সেই সময় কিছু মারকাট্টা ছেলেদের হাত ধরে শান্তিপুরে উদ্ভব হয়েছিল ডাকাত কালীর। তারকেশ্বরের কাছে ডাকাত কালীর মূর্তি দেখে এসে সেই রূপের আদলে ঠিক হয় শান্তিপুরের ডাকাত কালীর রূপের আদল। এমনটাই কথিত আছে। এই কালীমূর্তির বাম পা শিবের বুকের ওপর থাকায়, দেবীর নাম রাখা হয় বামাকালী। তন্ত্রের বাম আবর্তে আরাধনা হয়ে থাকে এই দেবীর।
আরও পড়ুন- তারাপীঠে যেতে না পারলে দুঃখ করার কিছু নেই, তারাধাম রয়েছে এই শহরেই!
দেবী বামাকালীর রূপ এমনই যে দেখলে যে কেউ ভয়ে শিউড়ে উঠবেন! দেবীর দিকে একটানা যেন বেশিক্ষণ তাকিয়ে থাকাই যায় না। অনেক উঁচু খোলা কোঁকড়া চুল আর টানা বড় চোখ মিলিয়ে এই দেবীর রূপ যেন বড়ই অদ্ভুত। তবে, ভক্তদের দাবি যে এই দেবী অত্যন্ত জাগ্রত। পুজোর সময় তাই দেবীর মণ্ডপে তিল ধারণের জায়গাও থাকে না। দূর-দূরান্ত থেকে ভক্তরা কার্তিক অমাবস্যায় এখানে ছুটে আসেন।
আরও পড়ুন- কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প, ৭০ শতাংশ মানুষ যা জানেন না!
দেবীর কাছে নিজের দুঃখ-কষ্টের কথা জানালে নাকি সমস্যা সহজেই মেটে। দেবী কষ্ট-দুঃখ দূর করে দেন অনায়াসে। আবার কারও যদি অন্য মনস্কামনা থাকে, তা-ও নাকি দেবীর কাছে পুজোর সময় জানালে সহজেই পূরণ হয়। যদিও যুক্তিবাদীদের দাবি যে, এসব কথাবার্তা আসলে ভক্তি আর বিশ্বাসের ব্যাপার।
আরও পড়ুন- ঘুম থেকে উঠেই এই ৪ কাজ করলে নেমে আসবে দুর্ভাগ্য! জানুন শাস্ত্রের সতর্কবার্তা
সে যাই হোক, এগুলো তো যুক্তি-তর্কের ব্যাপার। কিন্তু, এই দেবীর পুজোর আচারও বড় অদ্ভুত। প্রতিমাকে বিসর্জনের সময় যেভাবে কাঁধে তুলে নাচানো হয়, সত্যিই দেখার মত। অত উঁচু এবং ভারী প্রতিমাকে কাঁধে তোলা চাট্টিখানি কথা নয়। আর, এই নাচ দেখে মনে হবে যে দেবী যেন নিজেই নাচছেন। সব মিলিয়ে গোটা দৃশ্য দর্শকদের রীতিমতো চমকে দেয়। মন বুঝে নেয়, বাহকদের এই বিরাট ক্ষমতা আসলে বিশ্বাস এবং ভক্তির মিশ্রিত ফল ছাড়া আর কিছুই নয়।
কিন্তু, কেন নাচানো হয় দেবী বামাকালীকে? কথিত আছে, দেবী স্বয়ং ভরের মাধ্যমে জানিয়েছিলেন, শান্তিপুরের দুই প্রাচীন এবং জনপ্রিয় কালী তথা দেবী সিদ্ধেশ্বরী এবং দেবী চাঁদুনী নাকি তাঁর সই। নগর পরিক্রমার সময়ে সইয়ের সঙ্গে দেখা না হলে হয়! আর, দেখা হওয়া মানেই আনন্দের আবহ। আর সেই আনন্দকেই প্রকাশ করা হয় নাচের মাধ্যমে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us