Dakat Kali: বারাসতের ডাকাত কালী, অত্যন্ত জাগ্রত এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রঘু ডাকাতের নাম

Dakat Kali: দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে মনস্কামনা পূরণের জন্য আসেন। তাঁদের দাবি, দেবী কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। এখানে এসে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হবেই।

Dakat Kali: দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে মনস্কামনা পূরণের জন্য আসেন। তাঁদের দাবি, দেবী কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। এখানে এসে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হবেই।

author-image
IE Bangla Web Desk
New Update
dakat kali 1

Dakat Kali West Bengal: পশ্চিমবঙ্গের অলিগলিতে ছড়িয়ে আছে কালীমন্দির। তার বেশিরভাগের খোঁজই ভক্তরা জানেন না। কিন্তু, এখানকার বহু কালীমন্দিরের সঙ্গেই জড়িয়ে আছে সুপ্রাচীন ঐতিহ্য। জড়িয়ে আছে অলৌকিক কাহিনি। এমন ধরনের কালীমন্দিরের অন্যতম বারাসতের বিখ্যাত ডাকাত কালী মন্দির।

Advertisment

বারাসতের চাঁপাডালি থেকে কাজিপাড়া পেরিয়ে নদীভাগ হয়ে প্রায় তিন কিলোমিটার গেলেই পড়বে ডাকাত কালীবাড়ি। বহু পুরোনো স্থাপত্য ও সময়ের ভারে জরাজীর্ণ এই মন্দিরের বয়স আনুমানিক ৫০০ বছর। কথিত আছে, এখানে উপাসনা করত রঘু ঘোষ ওরফে রঘু ডাকাত ও তার ভাই বিধুভূষণ ঘোষ ওরফে বিধু ডাকাত।

আরও পড়ুন- কেনার দরকার নেই! চাল ধোওয়া জলে বাড়িতেই বানান দুর্দান্ত এই ফেসওয়াশ, উজ্জ্বলতা ঠিকরে পড়বে

Advertisment

ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত। এখানে কোনও মূর্তি নেই। কথিত আছে, ডাকাতি করতে গিয়ে ব্যর্থ হয়েছিল রঘু। সেই রাগে সে অষ্টধাতুর দেবীমূর্তিটি তরোয়াল দিয়ে ভেঙে ফেলে। পরে নাকি সেই ভগ্ন মূর্তিকেই সে পুজো করত।

আরও পড়ুন- মাত্র ১০ মিনিটে বিশ্বের প্রথম হার্মিস বার্কিন ব্যাগ বিক্রি হল ৮৫ কোটি টাকায়! নিলামে, হুলুস্থুল কাণ্ড

স্বাধীনতার পর এখানে বাসুদেবের একটি মূর্তি দেখা যেত। কিন্তু, সেই মূর্তি চুরি হয়ে যাওয়ায় আর কেউ এখানে মূর্তি স্থাপনের সাহস দেখাননি। এখানকার ভক্তরা বহু অলৌকিক ঘটনা স্বচক্ষে দেখেছেন বলে দাবি করেন। অনেকে আবার দাবি করেন, তাঁদের স্বচক্ষে দেবীর দর্শন হয়েছে।

আরও পড়ুন- মনোবাঞ্ছা পূরণ করেন ‘পোড়া মা’, বহুদূর থেকেও তাঁর টানে ভক্তরা আসেন নবদ্বীপে

কথিত আছে আগে এখানে নরবলি হত। ডাকাতি করতে যাওয়ার আগে রঘু ডাকাত এখানে নরবলি দিয়ে পাশের পুকুরে ভাসিয়ে দিত দেহ। মন্দিরের পাশে সেই পুকুর আজও রয়েছে এখানে। বর্তমানে এখানে মন্দির গর্ভ থেকে বেরিয়ে আসা বট গাছকেই পুজো করেন ভক্তরা। মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকে বাঁ দিকে গাছের শিকড়়ে দেখা যায় হাতের ছাপের মত অবয়ব। এখানে গাছের যে অংশকে কালী রূপে পুজো করা হয়, তা দেখতে অনেকটা মানব দেহের নিম্নাংশের মত।

আরও পড়ুন- চরম সংকটে ভারত! এইডসের আর্থিক সাহায্য বন্ধ হলে ২০২৯ সালের মধ্যে মৃত্যু হতে পারে ৪০ লক্ষ মানুষের

অমাবস্যা এবং মঙ্গলবারে ভক্তদের ভিড়

প্রতি অমাবস্যা এবং মঙ্গলবারে এখানে হোমযজ্ঞের মাধ্যমে দেবীকে বন্দনা করেন ভক্তরা। বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে মনস্কামনা পূরণের জন্য আসেন। তাঁরা দাবি, দেবী কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। স্থানীয় বাসিন্দারাই বহু প্রাচীন এই মন্দিরের দেখভাল করেন।

West Bengal Dakat Kali