Animal's Life: এই প্রাণীগুলো মিলনের শেষে সঙ্গীকে খায়, জানুন ৮ ভয়ংকর জীবের কথা

Animal's Life: প্রাণীজগতের ভয়ংকর এই দিকের কথা অনেকেই জানেন না! কিছু প্রাণী প্রেমের পর সঙ্গীকে খেয়ে ফেলে। শুনে অবাক লাগছে? পুরোটা জানলে তো শিউড়ে উঠবেন!

Animal's Life: প্রাণীজগতের ভয়ংকর এই দিকের কথা অনেকেই জানেন না! কিছু প্রাণী প্রেমের পর সঙ্গীকে খেয়ে ফেলে। শুনে অবাক লাগছে? পুরোটা জানলে তো শিউড়ে উঠবেন!

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Deadly After Love, Animals That Kill Their Mates

Deadly After Love, Animals That Kill Their Mates: এই ভয়ংকর প্রাণীরা তাদের নিজেদের সঙ্গীদের হত্যা করে এবং খায়।

Deadly Animal Life: প্রকৃতি যেমন প্রেমময়, তেমনই হিংস্র। কিছু প্রাণী প্রেমের পরে এমন আচরণ করে যা শুনলে গা শিউরে উঠবে। এই প্রতিবেদনে আমরা জানব এমন ৮টি প্রাণীর কথা, যারা মিলনের পর নিজেদের সঙ্গীকেই খেয়ে ফেলে। এই ভয়াবহ আচরণ দেখে বিজ্ঞানীরা রীতিমতো স্তম্ভিত।

Advertisment

জেনে নিন এই প্রাণীগুলো কারা

১. সবুজ অ্যানাকোন্ডা (Green Anaconda): দক্ষিণ আমেরিকার এই দৈত্যাকার সাপ মিলনের পর পুরুষ সাপকে খেয়ে ফেলে। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় প্রয়োজনীয় পুষ্টি অর্জনের জন্য স্ত্রী অ্যানাকোন্ডা এই কাজ করে।

আরও পড়ুন- বর্ষাকালে চুল পড়া কমাতে যা করবেন, ত্বকের মত চুলেরও যত্ন জরুরি!

Advertisment

২. সবুজ ও সোনালী পেটওয়ালা ব্যাঙ (Green and Golden Bell Frog): এই ব্যাঙের স্ত্রী প্রজাতি মিলনের পরে পুরুষ ব্যাঙকে খাওয়ার চেষ্টা করে। যদিও ঘটনাটি বিরল, তবে এটিও সঙ্গীভোজী আচরণেরই ইঙ্গিত।

আরও পড়ুন- ঘরে থাকা এই পোকা কিন্তু রাতে কানে ঢুকে যেতে পারে! সতর্ক না হলে চরম বিপদ

৩. নীল রেখাযুক্ত অক্টোপাস (Blue-ringed Octopus): এই বিপজ্জনক সামুদ্রিক প্রাণীর স্ত্রী প্রজাতি প্রজননের সময় পুরুষকে খেয়ে ফেলে। পুরুষ অক্টোপাস নিজেদের বাঁচাতে স্ত্রীদের পক্ষাঘাতগ্রস্ত করে রাখে টেট্রোডোটক্সিন ব্যবহার করে।

আরও পড়ুন- একচামচ হলুদ গুঁড়োতেই অকালপক্ব চুল ও দাড়ি হবে কালো, জানুন সহজ পদ্ধতি!

৪. রেডব্যাক মাকড়সা (Redback Spider): অস্ট্রেলিয়ার এই মাকড়সার স্ত্রী প্রজাতি প্রায়ই তার পুরুষসঙ্গীকে খেয়ে ফেলে। পুরুষ মাকড়সাও কখনও কখনও নিজেকে স্ত্রীর মুখের সামনে নিয়ে যায়, যেন নিজেই আত্মসমর্পণ করে।

আরও পড়ুন- কালো দাগ, বলিরেখা দূর করুন ৩ দিনে, এই ফেসপ্যাকে ত্বক হবে উজ্জ্বল আর টানটান!

৫. নার্সারি ওয়েব স্পাইডার (Nursery Web Spider): পুরুষরা স্ত্রীদের পা রেশম দিয়ে মুড়ে দেয়, যাতে মিলনের সময় স্ত্রী আক্রমণ করতে না পারে। এভাবেই তারা নিজেদের রক্ষা করে।

৬. কাঁকড়া মাকড়সা (Crab Spider): প্রজননের ঋতুতে স্ত্রী কাঁকড়া মাকড়সা অনেক আক্রমণাত্মক হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে মিলনের পর তারা পুরুষদের খেয়ে ফেলে।

৭. ব্ল্যাক উইডো মাকড়সা (Black Widow Spider): যদিও পরিবেশে এই মাকড়সা বিরল। তবে ল্যাবে ব্ল্যাক উইডো মাকড়সারা প্রায়ই মিলনের পর তাদের পুরুষ সঙ্গীদের খেয়ে ফেলে।

৮. প্রেয়িং ম্যান্টিস (Praying Mantis): এটি সবচেয়ে পরিচিত সঙ্গীভোজী প্রাণী। স্ত্রী প্রজাতি তাদের পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে। এতে স্ত্রীদের প্রজনন ক্ষমতা বাড়ে।

এসব শুনে চমকে উঠলেও, প্রকৃতির নিজস্ব নিয়ম এবং টিকে থাকার কৌশলের অংশ হিসেবে অনেক প্রাণী এই ধরনের আচরণ করে। এটি তাদের টিকে থাকার এবং সফলভাবে প্রজননের একটি উপায়। 

life animal Deadly