Daytime Sleepiness: দিনের বেলায় প্রচণ্ড ঝিমুনি আসে? এই ৫ জিনিসই ভিলেন! বন্ধ করুন

Daytime Sleepiness: দিনে সবসময় ঘুম আসে? এর প্রধান কারণ হতে পারে আপনার খাবার এবং জীবনধারা। জানুন কোন ৫ খাবার খেলে অলসতা, দিনের বেলায় ঘুম থেকে মুক্তি পাবেন।

Daytime Sleepiness: দিনে সবসময় ঘুম আসে? এর প্রধান কারণ হতে পারে আপনার খাবার এবং জীবনধারা। জানুন কোন ৫ খাবার খেলে অলসতা, দিনের বেলায় ঘুম থেকে মুক্তি পাবেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Daytime Sleepiness

Daytime Sleepiness: দিনের বেলায় ঘুম।

Daytime Sleepiness: দিনের বেলায় অনেক সময়ই চোখ ভারী হয়ে আসে, হাই ওঠে এবং কাজের প্রতি মনোযোগ নষ্ট হয়। অনেকেই মনে করেন এটি রাতের পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে হচ্ছে। তবে গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র ঘুম নয়, আমাদের খাবার এবং জীবনধারা এই সমস্যার প্রধান কারণ।

দিনের বেলায় ঘুমের প্রধান কারণ

Advertisment

আরও পড়ুন- এই গণপতি মন্দির জাগ্রত বলে পরিচিত, গণেশ চতুর্থীতে অসংখ্য ভক্ত ভিড় করেন এখানে

দিনের বেলায় ঘুমের প্রধান কারণ- ক) খাবারের ধরন– অতিরিক্ত পরিমাণে ভাজা, মিষ্টি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়ার ফলে রক্তে শর্করার ওঠানামা হয়, যা শরীরকে ক্লান্ত করে তোলে। খ) অনিয়মিত ঘুম, কম শরীরচর্চা এবং দীর্ঘক্ষণ বসে কাজ করার অভ্যাস দিনের বেলায়  ঝিমুনি বাড়ায়। গ) ডিহাইড্রেশন– পর্যাপ্ত জল না খেলে শরীর ক্লান্ত হয় এবং চোখে ঘুম ঘুম লাগে।

আরও পড়ুন- প্রয়াণের এত বছর পরও, আনন্দময়ী মা অসংখ্য ভক্তের অনুপ্রেরণা

Advertisment

বিশেষজ্ঞদের মতে কিছু খাবার দিনের বেলায় অলসতা বাড়ায়। যেমন: পরিশোধিত কার্বোহাইড্রেট বা পাস্তা, পিৎজা, রুটি, ময়দার তৈরি খাবার। মিষ্টি ও সফট ড্রিংকস হঠাৎ এনার্জি দিলেও পরে রক্তে শর্করা কমিয়ে ক্লান্তি আনে। ভাজাপোড়া জাতীয় খাবার হজম হতে সময় নেয়, পেট ভারী করে তোলে এবং ঘুম আনে। আচার বা অতিরিক্ত নোনতা খাবার শরীরকে ডিহাইড্রেট করে ক্লান্তি বাড়ায়। ট্রিপটোফ্যানযুক্ত খাবার যেমন ওটস, বাদাম, টোফু, কলা, অ্যাভোকাডো রাতে ভালো হলেও দিনে খেলে ঘুম বাড়াতে পারে। 

আরও পড়ুন- বিশ্বের একমাত্র মন্দির, যেখানে গণেশের নরমুণ্ড দেখতে পাওয়া যায়!

অফিস, ক্লাস বা কাজের সময় ঘুমিয়ে পড়া শুধু উৎপাদনশীলতাই কমায় না, গবেষণায় দেখা গেছে এটি দীর্ঘমেয়াদে হৃদরোগ, স্থূলতা এমনকী অকাল মৃত্যুর ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত। তাই এসব থেকে মুক্তি পেতে সুষম খাদ্য গ্রহণ করুন। যেমন ভাজা, মিষ্টি ও পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়া কমান। পর্যাপ্ত জল পান করুন। দিনে অন্তত ৮–১০ গ্লাস জল পান করুন। শরীরচর্চা করুন, প্রতিদিন অল্প হাঁটা বা ব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায়। স্মার্ট স্ন্যাকস বেছে নিন। বাদাম, ফল বা দই দিনের ক্লান্তি কমাতে সহায়ক। রাতের ঘুম নিয়মিত করুন। প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমোন। 

আরও পড়ুন- বাল গণপতি থেকে সংকথার্থ, ৩২ রূপে গণেশ, প্রতিটি রূপেরই রহস্য অলৌকিক

দিনের বেলায় ঘুম ঘুম ভাব একটি সাধারণ সমস্যা হলেও এর পিছনে খাবার এবং জীবনধারার বড় ভূমিকা আছে। কিছু খাবার এড়িয়ে চলা, পর্যাপ্ত জল পান, ব্যায়াম ও নিয়মিত ঘুম আপনাকে দিনের সময় সতেজ রাখবে এবং দিনের বেলার ঝিমুনি থেকে মুক্তি দেবে।

Sleepiness Daytime