Rajyog 2025 astrology: দেবশয়নী একাদশীতে ৪ বিরাট শুভ যোগ! রাজযোগেই খুলবে ধনু-কন্যা-কর্কট রাশিদের ভাগ্যের বন্ধ দরজা

Rajyog 2025 astrology: দেবশয়নী একাদশীতে ৬ জুলাই, গত ৫০ বছরে প্রথমবার তৈরি হতে চলেছে বিরল রাজযোগ, রবি যোগ, ত্রিপুষ্কর এবং সাধ্য যোগ। কয়েকটি রাশির ভাগ্য, কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে।

Rajyog 2025 astrology: দেবশয়নী একাদশীতে ৬ জুলাই, গত ৫০ বছরে প্রথমবার তৈরি হতে চলেছে বিরল রাজযোগ, রবি যোগ, ত্রিপুষ্কর এবং সাধ্য যোগ। কয়েকটি রাশির ভাগ্য, কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope: রাশিফল

Horoscope: রাশিফল।

Rajyog 2025 astrology: অর্ধশতাব্দী পর গ্রহের বিরাট যোগ তৈরি হতে চলেছে। আর, সেই যোগ তৈরি হবে দেবশয়নী একাদশীতে। গুরু এবং আদিত্য বা সূর্যদেব মিলে এই রাজযোগ তৈরি করবেন। যাতে বেশ কিছু রাশিচক্রের সোনালি সময় শুরু হবে। কেরিয়ার এবং ব্যবসার অগ্রগতি ঘটবে। মিথুন রাশিতে সাক্ষাৎ হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের। এই সাক্ষাতের ফলেই তৈরি হবে রাজযোগ। 

Advertisment

দেবশয়নী একাদশীতে কী যোগ তৈরি হবে?

রবিবার ৬ জুলাই। এই দিনই দেবশয়নী একাদশী। এখানেই তৈরি হতে চলেছে এই রাজযোগ। পাশাপাশি তৈরি হবে সাধ্য যোগ, ত্রিপুষ্কর যোগ এবং রবি যোগ। এই সব শুভ যোগে লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় মিথুন এবং সিংহের পাশাপাশি আরও কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে পারে। এই সব রাশির জাতক-জাতিকারা নানা ক্ষেত্রে লাভবান হবেন। কর্মক্ষেত্রে অগ্রগতি করবেন। আর্থিকভাবে লাভ করবেন।  

আরও পড়ুন- এই প্রাণীগুলো মিলনের পর তার সঙ্গীকে খায়, জেনে নিন এমন ৮টি ভয়ংকর জীবের কথা

Advertisment

দেখে নেওয়া যাক, এই সব যোগে কোন রাশিগুলোর ভাগ্যের অগ্রগতি ঘটবে:-
 
ধনুরাশি:- দেবশয়নী একাদশীতে গুরু-আদিত্য রাজযোগ রাশিচক্রের সপ্তম ঘরে তৈরি হতে চলেছে। এই যোগ তৈরির ফলে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হবে। একইসঙ্গে এই সময়ে জাতক-জাতিকাদের বিভিন্ন ইচ্ছা পূরণ হবে। ধনু রাশির জাতক এবং জাতিকারা আর্থিক সঞ্চয়ে সফল হবেন। কর্মজীবনে নতুন সূচনা ঘটবে। পদোন্নতি বা স্থান পরিবর্তনের ফলে বেতন বৃদ্ধি পাবে। জাতক-জাতিকারা নতুন যানবাহন, ইলেকট্রনিক পণ্য কিনতে পারেন।

আরও পড়ুন- একচামচ হলুদ গুঁড়োতেই চুল হবে অকালপক্ব, দাড়ি হবে কালো, জানুন সহজ পদ্ধতি!

এবং

আরও পড়ুন- বর্ষাকালে ঝপঝপ করে চুল পড়ছে? এই টিপসগুলো মানুন, চুলের গোড়া হবে শক্ত

কর্কট রাশি:- কর্কটরাশির জাতক-জাতিকাদের দেবশয়নী একাদশীতে বিশেষ লাভের যোগ আছে। তাঁরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। বিবাহিত জীবনে মধুরতা এবং সুখ আসতে পারে। স্ত্রীর সঙ্গে নতুন জায়গায় ভ্রমণ করতে পারেন। একে অপরের সঙ্গে ভালো একটা সময় কাটানোর সুযোগ পাবেন। চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পেতে পারেন। যাঁরা ব্যবসা করছেন তাঁদের জন্যও দিনটি লাভদায়ক হবে। গ্রাহক বাড়বে, বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাছেই বা সামান্য দূরে বেড়াতে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সঙ্গে, এই সময় বেশ কিছু ভালো খবরও পেতে পারেন জাতক-জাতিকারা।   

আরও পড়ুন- এই পোকা রাতে কানে ঢুকতে ওস্তাদ! সতর্ক না হলেই কিন্তু চরম বিপদ

কন্যা রাশি:- কন্যারাশির জাতক জাতিকাদের জন্য দেবশয়নী একাদশী শুভফল দেবে। তাঁদের রাশিচক্রে কর্মভাব অনুযায়ী আদিত্য রাজযোগ তৈরি হবে। কন্যারাশির জাতক এবং জাতিকারা কর্মক্ষেত্রে এবং ব্যবসায় বিশেষ অগ্রগতি করতে পারেন। তাঁদের জমি, যানবাহন, বা জায়গা কেনার পরিকল্পনা সফল হতে পারে। একইসঙ্গে তাঁরা সন্তান সম্পর্কে কিছু সুসংবাদও পেতে পারেন। চাকরিতে পদন্নোতি করতে পারেন। নতুন দায়িত্ব বা ব্যবসায় সাফল্য পেতে পারেন।

Astrology Rajyog 2025