Rajyog 2025 astrology: অর্ধশতাব্দী পর গ্রহের বিরাট যোগ তৈরি হয়েছে। আর, সেই যোগ তৈরি হয়েছে দেবশয়নী একাদশীতে। গুরু এবং আদিত্য বা সূর্যদেব মিলে এই রাজযোগ তৈরি করেছে। যাতে বেশ কিছু রাশিচক্রের সোনালি সময় শুরু হয়েছে। কেরিয়ার এবং ব্যবসার অগ্রগতি ঘটেছে। মিথুন রাশিতে সাক্ষাৎ হয়েছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেবের। এই সাক্ষাতের ফলেই তৈরি হয়েছে রাজযোগ।
দেবশয়নী একাদশীতে কী যোগ তৈরি হয়েছে?
রবিবার ৬ জুলাই। এই দিনই দেবশয়নী একাদশী। এখানেই তৈরি হয়েছে এই রাজযোগ। পাশাপাশি তৈরি হয়েছে সাধ্য যোগ, ত্রিপুষ্কর যোগ এবং রবি যোগ। এই সব শুভ যোগে লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় মিথুন এবং সিংহের পাশাপাশি আরও কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হয়েছে। এই সব রাশির জাতক-জাতিকারা নানা ক্ষেত্রে লাভবান হতে শুরু করেছেন। কর্মক্ষেত্রে অগ্রগতি করবেন। আর্থিকভাবে লাভ করবেন।
আরও পড়ুন- এই প্রাণীগুলো মিলনের পর তার সঙ্গীকে খায়, জেনে নিন এমন ৮টি ভয়ংকর জীবের কথা
দেখে নেওয়া যাক, এই সব যোগে কোন রাশিগুলোর ভাগ্যের অগ্রগতি ঘটবে:-
ধনুরাশি:- দেবশয়নী একাদশীতে গুরু-আদিত্য রাজযোগ রাশিচক্রের সপ্তম ঘরে তৈরি হয়েছে। এই যোগ তৈরির ফলে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হবে। একইসঙ্গে এই সময়ে জাতক-জাতিকাদের বিভিন্ন ইচ্ছা পূরণ হবে। ধনু রাশির জাতক এবং জাতিকারা আর্থিক সঞ্চয়ে সফল হবেন। কর্মজীবনে নতুন সূচনা ঘটবে। পদোন্নতি বা স্থান পরিবর্তনের ফলে বেতন বৃদ্ধি পাবে। জাতক-জাতিকারা নতুন যানবাহন, ইলেকট্রনিক পণ্য কিনতে পারেন।
আরও পড়ুন- একচামচ হলুদ গুঁড়োতেই চুল হবে অকালপক্ব, দাড়ি হবে কালো, জানুন সহজ পদ্ধতি!
এবং
আরও পড়ুন- বর্ষাকালে ঝপঝপ করে চুল পড়ছে? এই টিপসগুলো মানুন, চুলের গোড়া হবে শক্ত
কর্কট রাশি:- কর্কটরাশির জাতক-জাতিকাদেরও বিশেষ লাভের যোগ আছে। তাঁরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। বিবাহিত জীবনে মধুরতা এবং সুখ আসতে পারে। স্ত্রীর সঙ্গে নতুন জায়গায় ভ্রমণ করতে পারেন। একে অপরের সঙ্গে ভালো একটা সময় কাটানোর সুযোগ পাবেন। চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পেতে পারেন। যাঁরা ব্যবসা করছেন তাঁদের জন্যও দিনটি লাভদায়ক হবে। গ্রাহক বাড়বে, বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাছেই বা সামান্য দূরে বেড়াতে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সঙ্গে, এই সময় বেশ কিছু ভালো খবরও পেতে পারেন জাতক-জাতিকারা।
আরও পড়ুন- এই পোকা রাতে কানে ঢুকতে ওস্তাদ! সতর্ক না হলেই কিন্তু চরম বিপদ
কন্যা রাশি:- কন্যারাশির জাতক জাতিকাদের জন্য শুভফল দেবে। তাঁদের রাশিচক্রে কর্মভাব অনুযায়ী আদিত্য রাজযোগ তৈরি হয়েছে। কন্যারাশির জাতক এবং জাতিকারা কর্মক্ষেত্রে এবং ব্যবসায় বিশেষ অগ্রগতি করতে পারেন। তাঁদের জমি, যানবাহন, বা জায়গা কেনার পরিকল্পনা সফল হতে পারে। একইসঙ্গে তাঁরা সন্তান সম্পর্কে কিছু সুসংবাদও পেতে পারেন। চাকরিতে পদন্নোতি করতে পারেন। নতুন দায়িত্ব বা ব্যবসায় সাফল্য পেতে পারেন।