Diwali 2025 Broom Vastu Tips: ধনতেরসেই কেনা হয় কেন, শাস্ত্রমতে ঝাড়ু রাখার নিয়ম কী?

Diwali 2025 Broom Vastu Tips: জেনে নিন ঝাড়ু কখন ফেলে দেবেন, নতুন ঝাড়ু কেনার সঠিক সময় কখন, ঝাড়ু কোন দিকে রাখাটা শুভ? সব জানুন বাস্তুশাস্ত্র ও মৎস্য পুরাণ অনুযায়ী।

Diwali 2025 Broom Vastu Tips: জেনে নিন ঝাড়ু কখন ফেলে দেবেন, নতুন ঝাড়ু কেনার সঠিক সময় কখন, ঝাড়ু কোন দিকে রাখাটা শুভ? সব জানুন বাস্তুশাস্ত্র ও মৎস্য পুরাণ অনুযায়ী।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Diwali 2025 Broom Vastu Tips

Diwali 2025 Broom Vastu Tips: ধনতেরসে ঝাড়ু কেনার চল বেড়েছে।

Diwali 2025 Broom Vastu Tips: দীপাবলি ২০২৫ এগিয়ে আসছে। আলোর উৎসবের এই দিনকে ঘিরে প্রতিবছর যেমন হয়, তেমনই শুরু হয়ে গেছে ঘরদোর পরিষ্কার ও সাজানোর ধুম। বিশ্বাস করা হয়, দীপাবলির দিন দেবী লক্ষ্মী স্বয়ং পৃথিবীতে অবতরণ করেন এবং পরিচ্ছন্ন ঘরেই তিনি প্রবেশ করেন। তাই ঘর পরিষ্কারের প্রতীক হিসাবে ঝাড়ু-র গুরুত্ব বাস্তুশাস্ত্র ও পুরাণে অপরিসীম।

Advertisment

মৎস্য পুরাণ অনুসারে, ঝাড়ু দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত। ধনতেরাসের দিন নতুন ঝাড়ু বাড়িতে আনলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং ঘরে সুখ, সম্পদ ও সমৃদ্ধি প্রদান করেন। তাই দীপাবলির আগে পুরোনো বা ভাঙা ঝাড়ু সরিয়ে নতুন ঝাড়ু আনা শুভ বলে ধরা হয়।

আরও পড়ুন-দীপাবলি কবে, ২০ না ২১ অক্টোবর? পুজোর আগেই ঘরে আনুন এই ৫ মূর্তি!

Advertisment

পুরোনো ঝাড়ু কখন ফেলে দেওয়া উচিত?

বাস্তুশাস্ত্র বলছে, ভাঙা বা নষ্ট ঝাড়ু কখনও ঘরে রাখা উচিত নয়। কারণ, এতে ঘরে অশুভ শক্তি ও আর্থিক অস্থিরতা তৈরি হয়। পুরনো ঝাড়ু ফেলার সঠিক দিন হল শনিবার বা অমাবস্যার প্রথম দিনে, হোলিকা দহন শেষে, অথবা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের পর। এই সময়ে পুরনো ঝাড়ু ফেলে দিলে ঘরের নেতিবাচক শক্তিও তার সঙ্গে চলে যায় বলে মনে করা হয়। 

আরও পড়ুন- ধনত্রয়োদশীতে লক্ষ্মী ও ধন্বন্তরির পুজোয় কী উপকার, শুভ তিথি কখন?

নতুন ঝাড়ু কেনার শুভ সময়

শাস্ত্র মতে, ধনতেরাসের দিন দুপুরের পরে এবং সূর্যাস্তের আগে নতুন ঝাড়ু কেনা সবচেয়ে শুভ। রাতে কখনও ঝাড়ু কেনা উচিত নয় — এতে অর্থহানি বা অশুভ ফল দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ঝাড়ু সবসময় দক্ষিণ-পশ্চিম, পশ্চিম বা উত্তর-পশ্চিম কোণে রাখা শুভ। এতে আর্থিক স্থিতি বৃদ্ধি পায় এবং অপ্রয়োজনীয় খরচ কমে। ঝাড়ু কখনও পূজাঘর, রান্নাঘর বা শোবার ঘরে রাখা উচিত নয়। এটি উলটো করে বা চোখে পড়ার মত করে রাখাও নিষেধ। 

আরও পড়ুন- কালীপুজোর রাতে মহাসরস্বতীর পুজোয় মেতে ওঠে এই গ্রাম! জানেন কোথায়?

ঝাড়ু কোথায় ফেলবেন?

বাস্তুশাস্ত্র অনুসারে, ঝাড়ু কখনও পোড়ানো উচিত নয়। এটি অশুভ ফল দেয় বলেই ধরা হয়। এছাড়া ঝাড়ু এমন স্থানে ফেলবেন না যেখানে নিয়মিত মানুষের পায়ের স্পর্শ পড়ে। পরিষ্কার ও নিরিবিলি জায়গায় ফেলাই শ্রেয়। বিশেষজ্ঞদের ধারণা, পুরোনো ঝাড়ু ত্যাগ করে নতুন ঝাড়ু আনার এই প্রথা কেবল বিশ্বাস নয়, মানসিকভাবেও এক ইতিবাচক পরিবর্তন আনে। এটি ঘর পরিষ্কার রাখার প্রতীক এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখার প্রতীকী উপায়। ফলে, ঘরে আসে আর্থিক স্থিতি, শান্তি এবং ইতিবাচক শক্তি।

আরও পড়ুন- ১৫০ বছরের পুজো, মনস্কামনা হয় পূরণ, জাগ্রত কেওড়াতলা শ্মশানকালীর এই কাহিনি জানেন?

Disclaimer
এই নিবন্ধে দেওয়া তথ্য জ্যোতিষশাস্ত্র, পঞ্জিকা ও পুরাণনির্ভর। এর সঠিক কি না, তা নিশ্চিত নয়। এটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা। প্রয়োজনে আপনার ব্যক্তিগত পুরোহিত বা বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

2025 Diwali