/indian-express-bangla/media/media_files/2025/10/18/diwali-decoration-ideas-2025-2025-10-18-23-39-08.jpg)
Diwali Decoration Ideas 2025: সাজানোয় ঐতিহ্যের সঙ্গে থাকুক অভিনবত্ব।
Top Diwali 2025 Decoration Ideas in Bengali: দীপাবলি মানেই আলো, রং এবং আনন্দের উৎসব। এই দিনটিতে ঘর, অফিস, বারান্দা, এমনকী উঠোনও নতুন রূপে সাজিয়ে তোলাই রীতি। এই বিশেষ তিথিতে আলো, আলপনা, বারুদ এবং ফুলের গন্ধে চারদিক ভরে ওঠে। চলুন দেখে নেওয়া যাক ২০২৫-এর দীপাবলিতে ঘর সাজানোর সেরা আইডিয়া (Diwali 2025 Decoration Ideas) কী হতে পারে! যা ঘরে এনে দেবে শান্তি, সৌন্দর্য এবং উৎসবের উজ্জ্বলতা।
সাজানোর সময় এই দিকগুলো বিশেষ করে নজর দেবেন
১. দরজার সাজ (Door Entrance Decoration)
দরজাই হলো অতিথি ও শুভ শক্তির প্রবেশদ্বার। ফুলের মালা, বেলপাতা বা টরন দিয়ে দরজার ফ্রেম সাজাতে পারেন। আজকাল বাজারে এলইডি ডোর হ্যাংগিংসও (LED Door Hangings) পাওয়া যায় — যা রাতে দরজাকে দারুণ আলোকিত করে দেখায়। চাইলে দরজার নীচে ছোট একটি আলপনাও দিতে পারেন, যাতে ‘Welcome’ লেখা থাকবে।
আরও পড়ুন- কালী যেখানে ধন্বন্তরী! 'রোগহারিণী কালী'র কাহিনি জানেন?
২. ঘরের ভিতরের সাজ (Indoor Home Decor)
ঘরের প্রতিটি কোণ উৎসবের আবহে ভরিয়ে তুলুন। কোণের টেবিলে ছোট ক্যান্ডেল, লণ্ঠন বা ডিআইওয়াই দিয়া রাখুন। পর্দা ও কুশন কভার পরিবর্তন করে উজ্জ্বল রঙের ব্যবহার করুন — যেমন কমলা, সোনালি বা লাল। দেয়ালে পেপার লণ্ঠন বা ফেয়ারি লাইটস (Fairy Lights) ঝুলিয়ে দিন।
আরও পড়ুন- অ্যান্টনিই কি কলকাতার ফিরিঙ্গি কালীবাড়ির প্রতিষ্ঠাতা?
৩. রঙোলি ডিজাইন আইডিয়া (Rangoli Designs 2025)
দীপাবলি আলপনা ছাড়া অসম্পূর্ণ। আলপনায় ব্যবহার করতে পারেন রঙিন পাউডার, ফুলের পাপড়ি, বা চালের গুঁড়া। পদ্ম, দীপ, শঙ্খ বা গণেশের প্রতিকৃতি এখন সবচেয়ে ট্রেন্ডিং। চাইলে ইউটিউব বা পিনটারেস্ট (Pinterest) থেকে দিওয়ালি ২০২৫ আলপনার নকশা (Diwali 2025 Rangoli Design) দেখে নিজের মত ডিজাইন বেছে নিতে পারেন।
আরও পড়ুন- জাগ্রত দেবী! মন্দির নির্মাণে জড়িয়ে এই বেদনাময় কাহিনি
৪. আলো দিয়ে সাজানো (Lighting Ideas)
দীপাবলির প্রাণ হল আলো। ছাদের ধারে এলইডি লাইট-সহ পরদা (LED Light Curtain) লাগাতে পারেন। জানলার পাশে ফেয়ারি লাইট (Fairy Light) ঝুলিয়ে রাখলে পুরো ঘর আলোকিত হয়ে উঠবে। যাঁরা পরিবেশবান্ধব সাজ চান, তাঁরা সোলার দিয়া বা মোমবাতি ব্যবহার করতে পারেন। রাতের বেলায় দিয়ার আলোয় ঘরের ছায়া একদম জাদুঘরের মত লাগবে।
আরও পড়ুন- হইচই হচ্ছে, কিন্তু এগুলো জানলে ধনতেরাস সম্পর্কে নতুন করে ভাববেন!
৫. ফুলের ব্যবহার (Floral Decoration)
ফুলের সুগন্ধ উৎসবের উজ্জ্বলতাকে দ্বিগুণ করে। জুঁই, গাঁদা, গোলাপ বা বেল ফুল দিয়ে দরজায় মালার মত করে টাঙিয়ে দিন। ফুলের পাপড়ি দিয়ে মেঝেতে ছোট ডিজাইন বানিয়ে তার মাঝখানে একটি দীপ রাখুন। ডাইনিং টেবিল (Dining Table)-এর মাঝখানে ফুলের বাটি রাখলে পুরো ঘরেই একটা উৎসবের গন্ধ ছড়িয়ে পড়বে।
৬. অফিস ডেকোরেশন আইডিয়া (Office Decoration Tips)
অফিসেও দীপাবলি উপলক্ষে সুন্দরভাবে সাজানো যায়। ডেস্কে ছোট ক্যান্ডেল বা বেল লাইট রাখুন। রিসেপশন বা ওয়ার্ক স্পেসে একটি ছোট আলপনা বানিয়ে তাতে সবাইকে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন। এতে পরিবেশ হবে আরও পজিটিভ আর পেশাদার।
৭. DIY Diwali Decoration Ideas (ঘরোয়া সাজসজ্জা)
ঘরে পুরোনো কাচের বোতল থাকলে সেটাকে রং করে ফেয়ারি লাইট (Fairy Light) ঢুকিয়ে ব্যবহার করুন। মাটির দিয়া বা ছোট পাত্রে গ্লিটার রং দিন। পুরোনো কাপড় দিয়ে ফ্যাব্রিক লণ্ঠন বানানো এখন ট্রেন্ড। এই আইডিয়া (DIY Diwali 2025 Decoration Ideas) শুধু সৃজনশীলই নয়, পরিবেশবান্ধবও।