Dry clothes during rain: বৃষ্টিতে কাপড় শুকোচ্ছে না? এই ৫ ঘরোয়া টিপসেই ভেজা জামাকাপড় হবে একদম শুকনো!

Dry clothes during rain: বর্ষায় কাপড় শুকনো এক দুঃস্বপ্ন? রোদ নেই, বারান্দাও ভিজে যাচ্ছে? চিন্তা নেই, ঘরেই রয়েছে সমাধান! জেনে নিন ভেজা কাপড় দ্রুত শুকনোর ৫টি সহজ ও কার্যকর টিপস।

Dry clothes during rain: বর্ষায় কাপড় শুকনো এক দুঃস্বপ্ন? রোদ নেই, বারান্দাও ভিজে যাচ্ছে? চিন্তা নেই, ঘরেই রয়েছে সমাধান! জেনে নিন ভেজা কাপড় দ্রুত শুকনোর ৫টি সহজ ও কার্যকর টিপস।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Dry Clothes During Rain

Dry clothes during rain: বর্ষায় কাপড় শুকানোর টিপস।

Dry clothes during rain: বর্ষাকালে প্রতিদিনই যেন একই দৃশ্য—রোদ নেই, বারান্দা ভিজে, ঘরের মধ্যে ভেজা কাপড় ঝুলছে! শুধু তাই নয়, জামাকাপড় শুকোতে দেরি হলে দুর্গন্ধও হয়ে যায়।

Advertisment

এই সমস্যার সহজ সমাধান রয়েছে। কিছু ঘরোয়া কায়দা জানলেই আপনি বৃষ্টির দিনেও কাপড় ঝকঝকে ও শুকনো রাখতে পারবেন।

আরও পড়ুন- বৃষ্টিতে বাইরে জল জমেছে, ঘরে কেঁচো-শামুক ঢুকছে? সহজে করুন সমাধান!

১. ইনডোর ড্রায়িং স্ট্যান্ড ব্যবহার করুন

Advertisment

রেইন-ফ্রেন্ডলি কাপড় শুকনোর সবচেয়ে ভালো উপায় হল ইনডোর ফোল্ডেবল ড্রায়িং স্ট্যান্ড। জানালার পাশে বা ফ্যানের নীচে রাখুন। এতে হাওয়া চলাচল সহজ হবে।

টিপস:

  • প্রতিটি জামার মধ্যে ফাঁক রাখুন

  • ভেজা কাপড় একসঙ্গে না ঝুলিয়ে ভাগ করে নিন

আরও পড়ুন- চুল পেকে যাচ্ছে? রাসায়নিক ছাড়াই ঘরে তৈরি এই হেয়ার কালার লাগান, রং ফিরবে, ঘন হবে চুলও!

২. ফ্যান এবং এক্সস্ট ফ্যানের সহায়তা নিন

ফ্যান চালু করে দিন জামার পাশে। এক্সস্ট ফ্যান থাকলে তা চালু রাখলে ইনডোর আর্দ্রতা কমে এবং কাপড় দ্রুত শুকায়।

আরও পড়ুন- বৃষ্টির দিনে গরম মুখরোচক এই ৭টি রান্না ট্রাই করুন, প্রশংসায় ভরাবে পরিবার!

৩. হেয়ার ড্রায়ার বা আয়রন দিয়ে হালকা শুকনো

জরুরি প্রয়োজনে জামা পরে যাওয়ার দরকার হলে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। অথবা, জামা অর্ধেক শুকিয়ে আয়রন করলে দ্রুত শুকিয়ে যাবে।

সতর্কতা:
সিনথেটিক বা সিল্ক ফ্যাব্রিকে সরাসরি গরম বাতাস দিয়ে শুকনোর চেষ্টা করবেন না।

আরও পড়ুন- বর্ষাকালে ঘুরে নিন ভারতের এই ৫ জায়গা, মেঘ-বৃষ্টি আর চায়ের মজায় মনে হবে স্বর্গে আছেন

৪. বালতিতে লবণ বা ভিনেগার মিশিয়ে শেষবার কাচুন

বৃষ্টির দিনে কাপড় শুকতে দেরি হলে দুর্গন্ধ হয়। কাপড় ধোয়ার শেষ ধাপে এক চা চামচ লবণ বা ভিনেগার মেশান। এতে ব্যাকটেরিয়া তৈরি হবে না।

৫. ডিহিউমিডিফায়ার বা কয়লা ব্যবহার করুন (ঘরের আদ্রতা কমাতে)

আপনার এলাকায় বেশি আর্দ্রতা থাকলে ঘরের এককোণে কয়লার প্যাকেট রাখুন। অথবা একটি ছোট ডিহিউমিডিফায়ার ব্যবহার করুন—এটি আর্দ্রতা শুষে নেবে এবং জামা দ্রুত শুকাবে।

জামাকাপড় শুকনো রাখতে অতিরিক্ত টিপস:

  • রঙিন জামা বা জিনসগুলো উলটো করে শুকান

  • তুলো বা মোটা ফ্যাব্রিক আগে টেনে টেনে জল ঝরিয়ে নিন

  • রাত্রে ঘরের ফ্যান অন করে রাখুন, বাতাস চলাচলে তাড়াতাড়ি শুকায়

 যা করবেন না:

  • ভিজে জামা বিছানার ওপর ফেলে রাখবেন না

  • একসঙ্গে অনেক কাপড় গাদাগাদি করে ঝুলাবেন না

  • সরাসরি বৃষ্টির জল পড়া বারান্দায় কাপড় শুকাতে দেবেন না

Dry clothes during rain—এটা এখন আর অসম্ভব নয়! একটুখানি কায়দা আর ঘরোয়া বুদ্ধি প্রয়োগ করলেই বর্ষার দিনেও আপনার জামাকাপড় থাকবে পরিষ্কার এবং শুকনো।

রোদ না থাকলেও, এই পদ্ধতিগুলোর সাহায্যেই আপনি প্রতিদিন নিজের ও পরিবারের জামাকাপড় যত্ন সহকারে ব্যবহার করতে পারবেন।

rain Dry clothes