/indian-express-bangla/media/media_files/2025/07/07/monsoon-travel-in-india-2025-07-07-17-40-52.jpg)
Monsoon Travel in India: বর্ষাকালে ছবির মত বেড়ানোর জায়গা, এগুলোই।
Monsoon Travel in India: বর্ষাকাল মানেই প্রকৃতির এক নতুন রূপে ধরা দেওয়া। গ্রীষ্মের তপ্ত দিনের শেষে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে, তখন পাহাড়, নদী, জঙ্গল আর শহরও যেন ধুয়ে-মুছে নতুন প্রাণ পায়। এমন সময়ে যদি হাতে থাকে কয়েকটা ছুটির দিন, তাহলে ভারতের কিছু মনোরম বর্ষাকালীন গন্তব্য ঘুরে আসা যেন জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে দাঁড়াতে পারে।
এখানে রইল ভারতের ৫টি দুর্দান্ত বর্ষাকালীন ট্র্যাভেল ডেস্টিনেশন, যেখানে আপনি উপভোগ করতে পারবেন মেঘের স্পর্শ, ঝরনার সুর আর এক কাপ গরম চায়ের অসাধারণ স্বাদ।
আরও পড়ুন- রোগ দূরে রাখতে চান? বর্ষাকালে খালি পেটে খান এই মশলার রাজাকে
১. মেঘের ঘর — মেঘালয়
ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ রাজ্যগুলোর একটি মেঘালয় বর্ষাকালে এক অন্য জগতে পরিণত হয়। চেরাপুঞ্জি, মৌসিনরাম, শিলং – সব জায়গায় মেঘ, কুয়াশা ও গুমোট পাহাড়ের মধ্যে আপনি হারিয়ে যেতে চাইবেন।
প্রধান আকর্ষণ:
মোহালিকাই জলপ্রপাত
ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ
এলিফ্যান্ট ফলস
শিলং চেরাপুঞ্জির পথঘাট
আরও পড়ুন- ভিটামিন বি১২ এর ঘাটতি? প্রতিদিন এই ৩ পানীয় দূর করবে রক্তাল্পতা-দুর্বলতা
২. ঈশ্বরের দেশ — কেরালা
বর্ষাকালে কেরালার ব্যাকওয়াটার আর সবুজ অরণ্য পর্যটকদের মন কেড়ে নেয়। আলাপ্পি এবং কুমারাকমের হাউসবোটে বসে বাইরের ঝুম বৃষ্টি দেখা এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে।
আরও পড়ুন- এক চামচ হলুদ আর নিমপাতা দিয়ে দূর করুন ব্রণ, দাগ! ঘরেই বানান স্কিন কেয়ার প্যাক
কী করবেন এখানে:
ব্যাকওয়াটার ক্রুজ
কুমারাকম বার্ড স্যাঙ্কচুয়ারি
হাউসবোটে রাতযাপন
কেরালার ঐতিহ্যবাহী খাবার খাওয়া
আরও পড়ুন- ওষুধ যখন রসুনের গুঁড়ো, ঘরোয়া কায়দায় দূর করুন ব্ল্যাকহেডস, বলিরেখা!
৩. কম ভিড়, বেশি শান্তি — ভালপারাই, তামিলনাড়ু
আপনি যদি ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির কোলে শান্তভাবে বর্ষা উপভোগ করতে চান, তবে ভালপারাই হতে পারে আপনার সেরা পছন্দ। এখানে একদিকে রয়েছে বিশাল চা বাগান, আরেকদিকে উঁচু পাহাড়ি রাস্তা আর বন্যপ্রাণীর ডাকে ভরা নির্জনতা।
দর্শনীয় স্থান:
আলিয়ার ও নীরার বাঁধ
লোয়ার শোলায়ার বাঁধ
ইন্দ্রগান্ধী ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি
রাস্তার ধারে কুয়াশা মোড়া চা-বাগান
৪. মেঘ, চা আর ট্রয় ট্রেন — দার্জিলিং
পাহাড়, ট্রয় ট্রেন, চা-বাগান এবং এককাপ গরম দার্জিলিং চা — বর্ষায় এসব মিলেমিশে দার্জিলিং হয়ে ওঠে এক কবিতার শহর। বর্ষায় কুয়াশা ধরা রাস্তা, বৃষ্টিস্নাত পাইন গাছ, আর টাইগার হিল থেকে সূর্যোদয় আপনাকে মুগ্ধ করবেই।
কী দেখবেন এখানে:
টাইগার হিল সূর্যোদয়
বাতাসিয়া লুপ ও ঘূর্ণায়মান ট্রেন
হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট
দার্জিলিং চা বাগান ঘোরা ও স্থানীয় বাজারে কেনাকাটা
বর্ষাকাল মানেই শুধু ছাতা আর কাদা নয়— বরং এটা প্রকৃতিকে নতুন করে চেনার, অনুভব করার সময়। ভারতের এই গন্তব্যগুলোতে আপনি শুধু ভ্রমণই করবেন না, বরং মনকেও দেবেন বিশ্রাম।
স্মরণীয় ছবি, স্নিগ্ধ বাতাস আর বৃষ্টির গন্ধ মিশিয়ে আপনার পরবর্তী বর্ষাকালীন ছুটি হোক এভাবেই আরও অসাধারণ!