/indian-express-bangla/media/media_files/2025/07/08/rainwater-pest-control-tips-2025-07-08-15-08-15.jpg)
Rainwater Pest Control Tips: শামুক তাড়ানোর টিপস।
Rainwater Pest Control Tips: বৃষ্টি মানেই স্নিগ্ধতা, কিন্তু সেই সঙ্গে বাড়ে কিছু অস্বস্তিও। বর্ষাকালে রাস্তায় জল জমলে কেবল পায়ে কাদা লাগা নয়, বাড়ির ভিতরেও ঢুকে পড়ে কেঁচো, শামুক ও অন্যান্য অপ্রিয় পোকামাকড়। এই সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই কীটনাশক ব্যবহার করেন, কিন্তু আপনি চাইলে খুব সহজে প্রাকৃতিক উপায়েও এই সমস্যার সমাধান করতে পারেন।
কেন বৃষ্টির দিনে কেঁচো ও শামুক ঘরে ঢোকে?
মাটিতে জল জমে গেলে এদের বাসস্থান ভিজে যায়
নিজের জীবন বাঁচাতে শুকনো জায়গা খোঁজে, যেমন ঘরের কোণ
মেঝেতে জল থাকলে সহজেই ভিতরে ঢুকে পড়ে
আরও পড়ুন- চুল পেকে যাচ্ছে? রাসায়নিক ছাড়াই ঘরে তৈরি এই হেয়ার কালার লাগান, রং ফিরবে, ঘন হবে চুলও!
ঘরোয়া সমাধান: কেঁচো ও শামুক তাড়াতে যা করবেন
১. দরজা-জানালার নীচে নুন বা চুন ছিটিয়ে দিন
নুন বা খড়ি (চুন) শামুক ও কেঁচোর জন্য অত্যন্ত বিরক্তিকর। এরা সহজেই সেই পথে আর আসবে না।
২. ডোর সিল এবং জানালার ফাঁক বন্ধ করুন
রাবার বা সিল্যান্ট দিয়ে দরজার নীচের ফাঁক বন্ধ করে দিন, যেন কিছুই ঢুকতে না পারে।
৩. ভিনেগার স্প্রে ব্যবহার করুন
একটি স্প্রে বোতলে জল ও ভিনেগার মিশিয়ে জানালার কোণে ও দরজার পাশে ছিটিয়ে দিন। এটি পোকামাকড় প্রতিরোধে সাহায্য করে।
আরও পড়ুন- বৃষ্টির দিনে গরম মুখরোচক এই ৭টি রান্না ট্রাই করুন, প্রশংসায় ভরাবে পরিবার!
৪. গন্ধযুক্ত গাছের পাতা ব্যবহার করুন (তুলসী, নিম, ইউক্যালিপটাস)
এই গাছগুলির গন্ধ শামুক এবং কেঁচোর জন্য বিরক্তিকর। জানালার পাশে রাখলে উপকার পাবেন।
আরও পড়ুন- বর্ষাকালে ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গায়, মেঘ-বৃষ্টি আর চায়ের মজায় মনে হবে স্বর্গে আছেন
৫. সাবান মেশানো জল ছিটান
একটি বালতিতে সামান্য তরল সাবান ও জল মিশিয়ে কেঁচো বা শামুক দেখামাত্র তাদের গায়ে সেই জল দিন। এরা তৎক্ষণাৎ নড়াচড়া বন্ধ করে দেবে।
আরও পড়ুন- রোগ দূরে রাখতে চান? বর্ষাকালে খালি পেটে খান এই মশলার রাজাকে
সতর্কতা
শিশু বা পোষা প্রাণী থাকলে নুন বা চুন ব্যবহারে সতর্ক থাকুন
ভেজা মেঝে পরিষ্কার ও শুকনো রাখুন
রান্নাঘর বা বাথরুমের জানালা রাতে বন্ধ রাখুন
বর্ষায় ঘরের হাইজিন বজায় রাখতে যা করবেন:
নিয়মিত মেঝে মুছুন (Dettol/Phenyl)
দরজার বাইরে ওয়েলকাম ম্যাট (Welcome Mat) রাখুন
রান্নাঘরের ঝাঁঝরিতে মশারি বা জালি বসান
রাসায়নিক নয়! প্রাকৃতিক প্রতিকারই সেরা
বর্ষাকালে আমরা যতই ঘরের সৌন্দর্য রক্ষা করতে চাই না কেন, ছোট ছোট ব্যবস্থা না নিলে এসব প্রাণী অনায়াসেই ঘরে ঢুকে পড়বে। তাই আজ থেকেই উপযুক্ত ব্যবস্থা নিন। সামগ্রিকভাবে আপনার বর্ষা কাটুক ভয়ডরহীনভাবে।