/indian-express-bangla/media/media_files/2025/10/01/durga-symbol-2025-10-01-19-53-00.jpg)
Durga Symbol: দেবী দুর্গার এই চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Durga Spider Symbol: আমাদের বাঙালির সর্ববৃহৎ আনন্দের উৎসব দুর্গাপুজো। মণ্ডপে প্রতিমার সামনে দাঁড়িয়ে আমরা সবাই মাতৃরূপ দর্শন করি। কিন্তু কখনও কি খেয়াল করেছেন, মা দুর্গার কপালের নীচে নাকের কাছে একটি বিশেষ চিহ্ন থাকে? ডাকের সাজের প্রতিমায় এই চিহ্নটি সবচেয়ে স্পষ্ট দেখা যায়। তবে, সমস্যা হল বেশিরভাগ ভক্তই ব্যাপারটা দেখেও বুঝতে পারেন না।
রহস্যময় এই চিহ্ন!
আরও পড়ুন- দূর করুন দুর্ভাগ্য, কাজে লাগান আজকের এই দরকারি টিপস
এই রহস্যময় চিহ্নটির নাম উর্ণনাভ—যা দেখতে অনেকটা মাকড়সার মত। সংস্কৃত শব্দ 'ঊর্ণনাভ' অর্থ মাকড়সা। দুর্গা প্রতিমার মুখে এই চিহ্ন দেওয়া হয় মহামায়ার প্রতীক হিসেবে। আসলে এই চিহ্ন দেবীর আধ্যাত্মিক শক্তিকে প্রকাশ করে। আমাদের ঘরে দুর্গাপুজোর সময় হঠাৎ যদি মাকড়সা দেখা যায়, অনেকেই বলেন 'এটি শুভ সংকেত'।
আরও পড়ুন- কতক্ষণ থাকছে দশমী? পঞ্জিকামতে দেবীবরণ চলবে কতক্ষণ, জানুন এখানে
কারণ বিশ্বাস করা হয় যে, দেবীর আগমন ঘটেছে। এর পেছনে গভীর আধ্যাত্মিক ব্যাখ্যাও রয়েছে। মাকড়সা নিজেই নিজের জাল বিস্তার করে, কিন্তু সেই জালে সে নিজে কখনও আবদ্ধ হয় না। একইভাবে মহামায়া (দেবী দুর্গা) সমগ্র বিশ্বজগতকে মায়ার জালে আবদ্ধ করেছেন। কিন্তু, স্বয়ং তিনি মায়ার ঊর্ধ্বে অবস্থান করেন।
আরও পড়ুন- দুর্গাপূজার মহা নবমী! সোশ্যাল মিডিয়ায় কোন বার্তায় করবেন সবার মন জয়?
মহামায়া হলেন স্বয়ং ব্রহ্ম—যিনি মায়া বিস্তার করেছেন, আবার তিনি মায়ার ঊর্ধ্বেও অবস্থান করেন। তাঁর ওপর মায়ার কোনও প্রভাব পড়ে না। দুর্গা প্রতিমার উর্ণনাভ চিহ্ন আসলে এই গভীর দর্শনেরই প্রতীক। প্রতিমার মুখে উর্ণনাভ আঁকা মানে হচ্ছে— দেবী দুর্গা কেবল শক্তির দেবী নন, তিনি মহামায়া। তিনি সৃষ্টির কারিগর, আবার মায়ার জালের বাইরে সর্বশক্তিমান।
আরও পড়ুন- দুর্গাপূজার মহানবমীতে তিনিই আরাধ্যা, কোন গ্রহের সমস্যা দূর করেন দেবী সিদ্ধিদাত্রী?
ভক্তদের মাথায় রাখা উচিত, দেবী শুধু রূপে নয়, আধ্যাত্মিক তত্ত্বেও বিরাজমান। যখন আমরা মণ্ডপে গিয়ে দেবীর প্রতিমার দিকে তাকাই, উর্ণনাভ চিহ্নই আমাদের মনে করিয়ে দেয়— আমরা সবাই মায়ার জালে আবদ্ধ। কিন্তু, যিনি দেবী দুর্গাকে ভক্তিভরে স্মরণ করেন, তিনি মায়ার বন্ধন ছিঁড়ে মুক্তি লাভ করতে পারেন। দেবীর কৃপা অর্জনের জন্য শুধুমাত্র বাহ্যিক পূজা নয়, এই দর্শনের উপলব্ধি করাও জরুরি।