/indian-express-bangla/media/media_files/2025/09/14/shilpa-shetty-2025-09-14-17-26-38.jpg)
Shilpa Shetty: অভিনেত্রী, মডেল শিল্পা শেট্টি।
Shilpa Shetty House: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর ব্যবসায়ী-অভিনেতা স্বামী রাজ কুন্দ্রার বাড়ি নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তাঁদের সমুদ্রপাড়ের এই প্রাসাদ 'কিনারা' (Kinara) একাধিকবার সংবাদ শিরোনামে এসেছে। এবার সেই বাড়ির ভেতরে ঢুকলেন পরিচালক-নৃত্যশিল্পী ফারাহ খান। বিলাসবহুল বাড়ির অন্দরের সাজসজ্জা দেখে তিনি তো অবাক!
শিল্পার বাড়িতে 'মিউজিয়াম'?
ফারাহ নিজের ব্লগে বাড়ির প্রতিটি অংশের ভিডিও শেয়ার করে বিস্ময়ের সঙ্গে বলেছেন, 'আমার মনে হচ্ছে যেন কোনও মিউজিয়ামে চলে এসেছি।' অর্থাৎ, বাড়ির ভেতরে ঢুকলেই মনে হবে যেন একটি রাজকীয় জাদুঘরে প্রবেশ করেছেন।
আরও পড়ুন- এবার দেবী দুর্গার কীসে আগমন, কীসেই বা গমন, জানুন বাহনের শুভাশুভ তাৎপর্য
বাড়ির মূল দরজাই যেন শিল্পকর্মের ভাণ্ডার। কালো আর সোনালি রঙে পদ্মখচিত কাঠের দরজা, আর পাশে পাহারাদারের মত দাঁড়িয়ে থাকা রুপোর হাতি— ফেং শুই অনুযায়ী এগুলো সৌভাগ্য আর সুরক্ষার প্রতীক। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে অ্যান্টিক আয়না, চ্যান্ডেলিয়ার আর কাঠের কারুকাজ।
আরও পড়ুন- পাশ করা হোমিওপ্যাথি চিকিৎসক, বেশি পরিচিতি পেলেন 'অনুকূল ঠাকুর' নামে
বাড়ির মূল বাসস্থান দুটি ভাগে বিভক্ত। একটা অতিথিদের আপ্যায়নের জন্য তৈরি, যেখানে সোনালি দেওয়াল আর কাঠের তৈরি বিশাল ঘোড়ার মূর্তি প্রধান আকর্ষণ। আরেকটা অন্দরমহল, যেটা কমলা রঙের। এই অংশটা আনন্দে হইহই করা পরিবেশে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য। মেঝে থেকে ছাদ পর্যন্ত কাচের জানলা দিয়ে তৈরি। যার ফলে, প্রকৃতির আলো এসে গোটা ঘরটাকে আলোকিত করে তোলে।
আরও পড়ুন- মহালয়া থেকে লক্ষ্মীপুজো, জানুন এবার কোন তিথি কখন শুরু আর শেষ!
মূল বাসস্থানের পাশেই রয়েছে বার এরিয়া, যেখানে বন্ধুবান্ধবদের নিয়ে ছোটখাটো পার্টি করা যায়। আর তার পাশেই রয়েছে কুন্দ্রা দম্পতির ব্যক্তিগত জিম। এখানকার অত্যাধুনিক মেশিনই শিল্পার ফিটনেস ভিডিওতে প্রায়ই দেখা যায়। বাড়িটি দুইতলা। আর তলাগুলো একটি লিফটে যুক্ত।
আরও পড়ুন- বিদেশে যাবেন, মাত্র ৩০ সেকেন্ডে চেকিংয়ের ঝামেলা শেষ, জেনে নিন কায়দা
সবুজ চামড়ার দেওয়ালঘেরা সেই লিফট যেন নিজেই এক আকর্ষণ। ওপরের তলায় পৌঁছতেই মনে হবে কোনও ঐতিহাসিক প্রাসাদে যেন ঢুকে পড়েছি। সাদা সোফা, ইনডোর ফাউন্টেন, রাজকীয় কার্পেট আর কাচের মেঝে এই ফ্লোরের বিশেষত্ব।
শিল্পা ও রাজের বাড়ির রান্নাঘর সবুজ-সাদা রঙের মিশ্রণে তৈরি, যা একেবারেই ব্যতিক্রমী। এখানেই তৈরি হয় তাঁদের পরিবারের প্রতিদিনের খাবার। আরও বিশেষ ব্যাপার হল— রান্নার জন্য ব্যবহার হয় তাঁদের নিজস্ব বাগানের সবজি। ছোট বেগুন থেকে শুরু করে কাঁচা লঙ্কা— সবকিছুই চাষ হয় বাড়ির মধ্যেই। প্রায় ১০০ কোটি টাকার এই সমুদ্রপাড়ের প্রাসাদ শিল্পা-রাজের স্বপ্নের আবাস। প্রতিটি কোণ সাজানো এমনভাবে, যেখানে ঐতিহ্য, বিলাসিতা আর আধুনিকতা মিলেমিশে আছে। সেসব দেখে ফারাহ রীতিমতো চমকে গেছেন। খানিকটা মজা করেই বলেছেন, 'এই বাড়িতে ঢোকার পর মনে হচ্ছে যেন কোনও জাদুঘরে চলে এসেছি।'