FT Immigration: বিদেশে যাবেন? মাত্র ৩০ সেকেন্ডে কাটান চেকিংয়ের গেরো, জানুন কায়দা!

FT Immigration: আপাতত দেশের ১৩টি বিমানবন্দরে এই ব্যবস্থা চালু করা হয়েছে। জানুন এই সুযোগ পেতে গেলে আপনাকে কী করতে হবে। এতে হয়রানি অনেকটাই কমবে।

FT Immigration: আপাতত দেশের ১৩টি বিমানবন্দরে এই ব্যবস্থা চালু করা হয়েছে। জানুন এই সুযোগ পেতে গেলে আপনাকে কী করতে হবে। এতে হয়রানি অনেকটাই কমবে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Saudia Airlines flight with 250 Hajj pilgrims faces landing gear snag at Lucknow Airport

Fast Track Immigration: বিদেশযাত্রীদের জন্য সরকারের বিশেষ উপহার।

India and Immigration: ভারত সরকার আন্তর্জাতিক ভ্রমণকে আরও সহজ করতে ধাপে ধাপে Fast Track Immigration – Trusted Traveller Program (FTI-TTP) চালু করেছে। এখন পর্যন্ত দেশের ১৩টি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে এই সুবিধা পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিন, আহমেদাবাদ, লখনউ, তিরুবনন্তপুরম, ত্রিচি, কোঝিকোড় এবং অমৃতসর।  

Advertisment

আগে ভ্রমণকারীদের দীর্ঘ লাইন, ম্যানুয়াল চেকিং এবং সময় ব্যয় করার কারণে আন্তর্জাতিক ভ্রমণে বিরক্তি বোধ হত। কিন্তু FTI-TTP ব্যবস্থায় এখন ইমিগ্রেশন প্রক্রিয়া মাত্র ৩০ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই সুবিধা পাচ্ছেন ভারতীয় নাগরিক, ওসিআই (OCI) কার্ডধারী বিদেশি নাগরিকরা। তাঁরা একবার রেজিস্টার করে সদস্যপদ পেলে ৫ বছর বা পাসপোর্টের মেয়াদ (যেটি আগে শেষ হবে) পর্যন্ত এই সুবিধা পাবেন। 

আরও পড়ুন- বর্তমানে বিশ্বের সেরা ধনী কে? দেখুন, ভারতীয় শিল্পপতিরা তালিকায় কত নম্বরে

Advertisment

রেজিস্ট্রেশনের কায়দা

আরও পড়ুন- শনিবার ভুলেও করবেন না যে ৫ কাজ! পড়তে পারেন শনিদেবের রোষানলে

এই জন্য রেজিস্ট্রেশন করতে হলে অফিসিয়াল পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। মোবাইল OTP ও ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। বায়োমেট্রিক্স (আঙুলের ছাপ ও মুখের ছবি) FRRO অফিস বা বিমানবন্দরে সংগ্রহ করা হবে। সফল যাচাইয়ের পর এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে। সেটা করা হলে- ভ্রমণকারী প্রথমে ই-গেটে বোর্ডিং পাস ও পাসপোর্ট স্ক্যান করাবেন। এরপর বায়োমেট্রিক যাচাই হবে। সফল হলে গেট নিজের থেকেই খুলে যাবে এবং ভ্রমণকারীকে যেতে দেওয়া হবে। 

আরও পড়ুন- চাউমিন তো অনেক খেয়েছেন, কখনও এভাবে ট্রাই করেছেন? মুখে লেগে থাকবে!

ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ ভ্রমণকারী এই প্রোগ্রামে নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ২.৬৫ লক্ষ ভ্রমণকারী ভ্রমণের সময় এই সুবিধা ব্যবহারও করেছেন। বর্তমানে বছরে প্রায় ৬ কোটির বেশি ভারতীয় বিদেশ ভ্রমণ করছেন। ২০২৪-এর তুলনায় এই সংখ্যা ৭৩% বেশি। শিগগিরই নবি মুম্বাই ও জেওয়ার বিমানবন্দরেও এই সুবিধা চালু হবে। তবে, এই সুবিধা পেলেও ভ্রমণকারীদের মাথায় রাখতে হবে যে, OCI কার্ডকে দ্বৈত নাগরিকত্ব হিসেবে ধরা যাবে না। OCI সদস্যরা রাজনৈতিক অধিকার পাবেন না। তবে এই প্রোগ্রামে অংশ নিলে ভ্রমণ হবে আরও দ্রুত, নিরাপদ, ঝামেলাহীন।

আরও পড়ুন- এই ভারতীয় খাবারগুলো স্বাস্থ্যকর! আপনিও খেতে পারেন, দেখুন সেগুলো কী কী

OCI কার্ডধারী ও ভারতীয় ভ্রমণকারীদের জন্য Fast Track Immigration – Trusted Traveller Program আন্তর্জাতিক ভ্রমণকে আরও সহজ করে তুলেছে। মাত্র ৩০ সেকেন্ডেই ইমিগ্রেশন ছাড়পত্র পাওয়ার সুবিধা ইতিমধ্যেই কয়েক লক্ষ যাত্রী নিয়েছেন। আগামী দিনে দেশের প্রায় সব আন্তর্জাতিক বিমানবন্দরেই এই সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

India Immigration