BSNL New Recharge Plan: Jio, Airtel,Vi-এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। তারই জেরে বেশ বেকায়দায় পড়ে গিয়েছেন আমআদমি। গত কয়েক মাসে দেশ জুড়ে কাতারে কাতারে গ্রাহক বেসরকারি টেলিকম সংস্থা ছেড়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-এর সংযোগ নিয়েছেন। এবার সাধারণ মানুষের জন্য দারুণ একটি রিচার্জ প্ল্যান অফার করছে বিএসএনএল।
BSNL-এর সস্তার প্ল্যান
মাত্র ১০৭ টাকা খরচ করলেই এই রিচার্জ প্ল্যানের সুবিধা আপনি পাবেন। ১০৭ টাকা দিয়ে রিচার্জ করলে আপনি ৩৫ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। অর্থাৎ মাত্র ১০৭ টাকা খরচে টানা ৩৫ দিন আপনার সিম অ্যাক্টিভেট থাকবে। এই রিচার্জ প্ল্যানে রয়েছে ২০০ মিনিট ফ্রি কলিং-এর সুবিধা। এই ২০০ মিনিট শেষ হলেই গ্রাহকদের এক টাকা প্রতি মিনিট হিসেবে খরচ করতে হবে। সেই সঙ্গে বিশেষ এই প্ল্যানে গ্রাহকরা ৩ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহারের সুযোগও পাবেন।
আপনি যদি BSNL-এর সস্তার প্ল্যানটি খোঁজেন তাহলে এই ১০৭ টাকার রিচার্জ প্ল্যানটি আপনার জন্য দারুণ একটি সুযোগ। একবার ১০৭ টাকা দিয়ে রিচার্জ করলে আপনি একটানা ৩৫ দিন আপনার সিমকার্ডটি অ্যাক্টিভেট রাখার সুযোগ পাবেন। সুতরাং কম কথা বলতে হলে এবং কম ইন্টারনেটের সুবিধা সঙ্গে রাখতে গেলে BSNL-এর এই ফাটাফাটি প্ল্যানটি আজই রিচার্জ করতে পারেন।
আরও পড়ুন- Money Plant: খবরদার! ভুলেও কখনও এই মানিপ্ল্যান্ট বাড়িতে লাগাবেন না, পরিবার ধ্বংস হয়ে যাবে!
আরও পড়ুন- Post Office: অবিশ্বাস্য! ধামাকাধার স্কিম Post Office-এর! মাত্র ৩০০ টাকা জমিয়ে রিটার্ন ১৭ লক্ষের!
আরও পড়ুন- Durga Puja 2025 Dates: পরের বছর মহালয়া কবে, কবে শুরু হচ্ছে পুজো? বোধনের দিনেই জানুন আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট
আরও পড়ুন- Earn Huge by Minimum Investment: বেকাররা এখবর আগে পড়ুন! বাড়িতেই কারবার, কম লগ্নিতে অল্প দিনেই বিপুল আয়ের সুযোগ