Advertisment

Money Plant: খবরদার! ভুলেও কখনও এই মানিপ্ল্যান্ট বাড়িতে লাগাবেন না, পরিবার ধ্বংস হয়ে যাবে!

Money Plant-Vastu Tips: আর্থিক স্বচ্ছলতা আনতে অনেকেই ঘরে মানিপ্ল্যান্ট লাগান। তবে কোন ধরনের মানিপ্ল্যান্ট ভুলেও কখনও ঘরে রাখতে নেই? জেনে নিন ঝটপট।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
 Money Plant,Vastu Tips,Golden Money Plant Online,lucky money plant,মানিপ্ল্যান্ট, বাস্তু টিপস,গোল্ডেন মানি প্ল্যান্ট,Money Plant price

প্রতীকী ছবি।

Money Plant: সংসারে আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য ফেরাতে অনেকেই ঘরে মানিপ্ল্যান্ট এনে লাগান। বাস্তু বিশারদদের একাংশের মতে, মানিপ্ল্যান্ট ঘরে থাকলে টাকার অভাব হয় না। বরং বাড়িতে সব সময় পজিটিভ একটা এনার্জি থাকে। পরিবারে কখনওই আর্থিক সংকট আসে না। তবে এমনও মানিপ্ল্যান্ট আছে, যা ঘরে এনে রাখলে বিপদের শেষ থাকবে না। সংসারের সুখ-স্বাচ্ছন্দ্য মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে।

Advertisment

মানিপ্ল্যান্ট সম্পদ এবং মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। এমনই মনে করেন বাস্তু বিশারদদের একটা বড় অংশ। তাঁরাই অন্যদের মানিপ্ল্যান্ট (Money Plant) ঘরে এনে লাগানোর পরামর্শ দিয়ে থাকেন। অনেকেই সংসারের শ্রীবৃদ্ধি ঘটাতে ও আর্থিকভাবে সচ্ছলতা আনতে ঘরে মানিপ্ল্যান্ট নিয়ে এসে লাগান। তবে কখনও কখনও এই মানিপ্ল্যান্ট নিয়ে ক্ষণিকের ভুল সিদ্ধান্ত চরম বিপদ নেমে আসতে পারে। আর্থিক স্বচ্ছলতা তো দূর, আপনার মুহূর্তের ভুল সিদ্ধান্তে গোটা পরিবার পথে বসতে পারে। এখনই এব্যাপারে সতর্ক হোন।

কোন ধরনের মানিপ্ল্যান্ট ঘরে লাগাবেন না?

কারও বাড়ি থেকে চুরি করে আনা মানিপ্ল্যান্ট নিজের ঘরে নিয়ে এসে লাগাবেন না। কয়েকজন মনে করেন, অন্যের বাড়ি থেকে চুরি করে এনে মানিপ্ল্যান্ট নিজের বাড়িতে লাগালে ফল আরও ভালো হয়। তাড়াতাড়ি সংসারের শ্রীবৃদ্ধি ঘটে এবং হাতে টাকা-পয়সা আসে। বাস্তু বিশারদরা বলছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং অন্যের বাড়ি থেকে চুরি করে আনা মানিপ্ল্যান্ট নিজের বাড়িতে লাগালে চরম বিপদ নেমে আসতে পারে অচিরেই। ধ্বংস হয়ে যেতে পারে সুখের সংসার। মুহূর্তের মধ্যে আপনার সুখ-শান্তি সব নষ্ট হয়ে যেতে পারে। 

আরও পড়ুন- Post Office: অবিশ্বাস্য! ধামাকাধার স্কিম Post Office-এর! মাত্র ৩০০ টাকা জমিয়ে রিটার্ন ১৭ লক্ষের!

আরও পড়ুন- Youtube ভিডিও-য় ৫০০ ভিউ? কত টাকা আয় হবে জানেন?

আরও পড়ুন- Business Ideas: বাড়িতেই ব্যবসা, সামান্য বিনিয়োগে মোটা টাকা আয়! বেকাররা আগে পড়ুন এই খবর

আরও পড়ুন- Fixed Deposit: ফাটাফাটি রিটার্ন! সরকারি এই ব্যাঙ্কে একসঙ্গে রাখুন ৭ লাখ, ম্যাচিউরিটিতে কত পাবেন জানেন?

তাই গৃহে সুখ-শান্তির পরিবেশ বজায় রাখতে নিজে সংগ্রহ করে আনা কিংবা দোকান থেকে কিনে আনা মানিপ্ল্যান্ট বাড়িতে লাগান।

Vastu Tips lifestyle Money Plant
Advertisment