Post Office New Scheme: ভবিষ্যতের জন্য সবাই কিছুটা টাকা জমিয়ে রাখতে চান। এক্ষেত্রে একটা বড় অংশের নাগরিকের অন্যতম প্রধান ভরসার জায়গা Post Office কিংবা ব্যাঙ্ক। এবার ভারতীয় পোস্ট অফিস ধামাকাধার একটি স্কিম নিয়ে হাজির হয়েছে। পোস্ট অফিসের একাধিক সঞ্চয় প্রকল্পগুলি খুবই জনপ্রিয়। এই প্রকল্পটিও তাদেরই একটি। যেখানে আপনি দিনে মাত্র ৩৩৩ টাকা জমা করে এককালীন ১৭ লক্ষ টাকারও বেশি একটি ফান্ড তৈরি করে ফেলতে পারবেন।
৩৩৩ টাকা থেকে কীভাবে ১৭ লক্ষে পৌঁছবেন?
পোস্ট অফিসের সাড়া জাগানো একটি স্কিম চালু হয়েছে। এই স্কিমে দিনে ৩৩৩ টাকা লগ্নি করলে প্রতি মাসে সংখ্যাটা ১০ হাজার টাকা হয়ে যাবে। এক্ষেত্রে প্রতি বছর ১ লক্ষ ২০ হাজার টাকা সাশ্রয় হবে। পাঁচ বছরের মেয়াদ শেষে সেই অঙ্কটা পৌঁছোবে ৫ লক্ষ ৯৯ হাজার ৪০০ টাকায়। ৬.৮% হারে চক্রবৃদ্ধি হারে সুদ মিলবে। আরও ১ লক্ষ ১৫ হাজার ৪২৭ টাকা যোগ হবে। মোট বর্ধিত টাকার পরিমাণ দাঁড়াবে ৭ লক্ষ ১৪ হাজার ৮২৭।
এই টাকাকে আপনি যদি রেকারিং ডিপোজিটে বাড়িয়ে নিয়ে চলেন অর্থাৎ বিনিয়োগকে আরও পাঁচ বছরের বেশি বাড়িয়ে দেন তাহলে এক্ষেত্রে আরও ১০ বছর পর্যন্ত এই সুবিধা পেতে পারবেন। সে ক্ষেত্রে ১০ বছরে আপনার মোট জমা করার টাকার পরিমাণ বেড়ে দাঁড়াবে ১২ লক্ষ। সেই টাকায় সুদের অঙ্ক বেড়ে দাঁড়াবে ৫ লক্ষ ৮,৫৪৬ টাকা। অর্থাৎ ১০ বছর পর মোট ১৭ লক্ষ ৮,৫৪৬ টাকা আপনার হাতে এসে যাবে।
আরও পড়ুন- Youtube ভিডিও-য় ৫০০ ভিউ? কত টাকা আয় হবে জানেন?
আরও পড়ুন- Business Ideas: বাড়িতেই ব্যবসা, সামান্য বিনিয়োগে মোটা টাকা আয়! বেকাররা আগে পড়ুন এই খবর
সুতরাং, নির্ঝঞ্ঝাটভাবে টাকা বাড়ানোর এই সুযোগ যেতে দেবেন না। নিকটবর্তী ভারতীয় পোস্ট অফিসের যে কোনও শাখায় গিয়ে আপনি যোগাযোগ করতেই পারেন। তবে পুরোপুরিভাবে প্রকল্পটির ব্যাপারে ১০০% খুঁটিনাটি জেনে নিন। তারপরেই লগ্নির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।