Anant Chaturdashi: গণেশ নিরঞ্জনের শুভ মহূর্ত, কখন বিসর্জন দিলে ঘটতে পারে আপনার উন্নতি?

Anant Chaturdashi: গণেশ বিসর্জন অনন্ত চতুর্দশীতে পালিত হচ্ছে। বিসর্জনের শুভ সময় জেনে নিন। সঠিক বিধি আর পদ্ধতি মেনে বিদায় জানান ভগবান গণেশের প্রতিমাকে।

Anant Chaturdashi: গণেশ বিসর্জন অনন্ত চতুর্দশীতে পালিত হচ্ছে। বিসর্জনের শুভ সময় জেনে নিন। সঠিক বিধি আর পদ্ধতি মেনে বিদায় জানান ভগবান গণেশের প্রতিমাকে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Ganesh Visarjan

Ganesh Visarjan: গণেশ বিসর্জনের শোভাযাত্রা।

Anant Chaturdashi: হিন্দু ধর্মে গণেশ উৎসব বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবান গণেশকে গণেশ চতুর্থীতে প্রতিষ্ঠা করার পর অনন্ত চতুর্দশীর দিন তাঁকে বিদায় জানানো হয়। ২০২৫ সালে অনন্ত চতুর্দশী পড়েছে আজ ৬ সেপ্টেম্বর, শনিবার। এদিন দেশজুড়ে শোভাযাত্রা ও ভক্তিভরে গণপতি বিসর্জন হয়।

অনন্ত চতুর্দশী তিথি

Advertisment

অনন্ত চতুর্দশী তিথি শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর, ভোর ৩টে ১২ মিনিটে। তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর, রাত ১টা ৪১ মিনিটে। গণেশ বিসর্জনের ৫টি শুভ সময় (Muhurat) হল- সকাল ০৭টা ৩৬ – সকাল ০৯টা ১০, দুপুর (চর, লাভ, অমৃত) ১২টা ১৯ – বিকেল ৫টা ০২, সন্ধ্যা (সুফল) ৬টা ৩৭ – রাত ৮টা ০২, রাত্রি (শুভ, অমৃত, চর) ৯টা ২৮ – রাত ১টা ৪৫, পরদিন ভোর (সুবিধা) ৭ সেপ্টেম্বর ভোর ৪টা ৩৬ – ভোর ৬টা ০২। এই সময়গুলোয় বিসর্জন দিলে ভগবান গণেশ ভক্তদের সকল ইচ্ছা পূর্ণ করেন বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন- কাক ছাড়া শ্রাদ্ধ কেন অসম্পূর্ণ? কাকের রহস্যময় ভূমিকার কথা জানুন

এবং

Advertisment

আরও পড়ুন- মাত্র ৩০ মিনিটে মাইক্রোওয়েভে বানান চিকেন বিরিয়ানি! সহজ রেসিপিতে মন ভরান বাড়ির লোকেদের

গণেশ বিসর্জনের সঠিক পদ্ধতি (Vidhi) হল- ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। ভগবান গণেশের পূজা করুন, আরতি করুন ও মোদক নিবেদন করুন। বাড়িতে হোম বা যজ্ঞ করলে তা অত্যন্ত শুভ বলে ধরা হয়। প্রতিমাকে লাল বা গোলাপি কাপড়ে সাজিয়ে পূজা শেষে বিদায় জানান। জলভর্তি বড় পাত্র বা নদী/জলাশয়ে প্রতিমা বিসর্জন দিন। বিসর্জনের সময় গণেশের জয়ধ্বনি দিন। প্রতিমা জলে সম্পূর্ণ বিলীন হলে সেই জল দিয়ে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 

আরও পড়ুন- এদিন ভূমিষ্ঠ হয়েছিল মুদ্রিত বাংলা হরফ, সে কাহিনি গায়ে কাঁটা দেবে!

এবং

আরও পড়ুন- পিতৃপক্ষে এই ৫ জিনিস দানে দারিদ্র্য হয় দূর, মেলে পূর্বপুরুষের আশীর্বাদ

এই দিনে ভগবান গণেশকে বিদায় জানিয়ে ভক্তরা প্রার্থনা করেন যেন আগামী বছর তিনি আবার আসেন। মনে করা হয়, সঠিক সময়ে ও সঠিক নিয়মে বিসর্জন দিলে জীবনে সমৃদ্ধি ও শান্তি আসে। হিন্দু শাস্ত্রমতে গণেশ বিসর্জন কেবল একটি আচার নয়, এটি ভক্তি, ভালোবাসা এবং পুনর্মিলনের প্রতীক। অনন্ত চতুর্দশীর শুভ সময় মেনে সঠিক পদ্ধতিতে ভগবান গণেশকে বিদায় জানালে জীবনে শুভ ফল আসে। 

Chaturdashi Anant