Garlic for Skincare: ওষুধ যখন রসুনের গুঁড়ো, ঘরোয়া কায়দায় দূর করুন ব্ল্যাকহেডস, বলিরেখা!

Garlic for Skincare: শুধু রান্নায় নয়, ত্বকের যত্নেও রসুনের গুঁড়োর বড় ভূমিকা। ব্ল্যাকহেডস, বলিরেখা, মুখের দাগ, স্ট্রেচ মার্ক দূর করতে রসুন ও ঘরোয়া জিনিস দিয়েই প্রাকৃতিক প্যাক।

Garlic for Skincare: শুধু রান্নায় নয়, ত্বকের যত্নেও রসুনের গুঁড়োর বড় ভূমিকা। ব্ল্যাকহেডস, বলিরেখা, মুখের দাগ, স্ট্রেচ মার্ক দূর করতে রসুন ও ঘরোয়া জিনিস দিয়েই প্রাকৃতিক প্যাক।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Garlic Skincare Tips

Garlic Skincare Tips: রসুনের গুঁড়ো ব্যবহার করে ব্ল্যাকহেডস দূর।

Garlic Skincare Tips: তরকারিতে রসুনের ব্যবহার নতুন কিছু না। কিন্তু কেবল তরকারিই না, ত্বকের যত্নেও রসুনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ, এটি ব্রণ থেকে শুরু করে স্ট্রেচ মার্ক- সবকিছু থেকেই মুক্তি পেতে সাহায্য করে থাকে। 

Advertisment

ব্রণ

রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলি ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে। এটি ব্রণের সম্ভাবনা দূর করতে পারে বলেই বিশ্বাস আয়ুর্বেদ চিকিৎসকদের। তাই ব্রণ কমাতে রসুন কুচি কুচি করে, এর রস বের করে ব্রণর জায়গায় লাগাতে পারেন। ১৫ মিনিট পর জায়গাটি ধুয়ে ফেলবেন। 

আরও পড়ুন- ভিটামিন বি৬ অতিরিক্ত সেবনে হতে পারে স্নায়ুর ক্ষতি! জানুন ৩টি গুরুত্বপূর্ণ লক্ষণ

Advertisment

ব্ল্যাকহেডস

ত্বকের ছিদ্রগুলি বন্ধ হয়ে গিয়ে ব্ল্যাকহেডস হয়। ত্বকের অনেক জায়গায় এই ব্ল্যাকহেডস দেখা যায়। ত্বকে তৈলাক্ত ভাব বাড়ার সঙ্গে সঙ্গে ব্ল্যাকহেডসও বাড়ে। যা কমাতে, আপনি রসুন এবং টমেটো ভালো করে গুঁড়ো করে, সেই গুঁড়ো ত্বকে লাগাতে পারেন। ১০ মিনিট পর জায়গাটি ধুয়ে ফেলুন। 

আরও পড়ুন- আগামী ৩ মাস প্রতিদিন ঘি দিয়ে কফি খান, কী হবে? জানুন বিশেষজ্ঞের মত

মুখের বলিরেখা 

রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালিসিন বলিরেখা কমাতে সাহায্য করে। এই বলিরেখা অকাল বার্ধক্যের লক্ষণ। ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধির মাধ্যমে এই বলিরেখা কমানো সম্ভব। এক্ষেত্রে আপনি রসুনের একটি কোয়া গুঁড়ো করে মধুর সঙ্গে মেশাতে পারেন। সেই মিশ্রণ আপনার মুখে লাগান এবং ১০ মিনিট পর মুখ হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। 

আরও পড়ুন- রাতে ঘন ঘন প্রস্রাব হচ্ছে? সপ্তাহে ৩ দিন খান এই ৩ সবজি

মুখে দাগ এবং রেখা

আপনি রসুন গুঁড়ো করে রস বের করে অতিরিক্ত দাগযুক্ত জায়গায় লাগাতে পারেন। ১০ মিনিট পর জায়গাটি ধুয়ে ফেলুন। 

আরও পড়ুন- নারকেল তেলের সঙ্গে মেশান এই ৫ ঘরোয়া উপাদান, চুল বাড়বে দ্রুত!

স্ট্রেচ মার্ক্সকে বিদায়

স্ট্রেচ মার্ক দূর করার জন্য রসুনে থাকা সালফার উপকারী। রসুন গুঁড়ো করে তাতে এক টেবিল চামচ বাদাম তেল ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি গরম করুন। তেল হালকা গরম থাকাকালীনই স্ট্রেচ মার্কযুক্ত জায়গায় লাগান। 

এই ব্যাপারটাও মাথায় রাখবেন

নিয়মিত রসুন ব্যবহার করলে আপনার ত্বকে রসুনের গন্ধ লেগে যেতে পারে। সেই গন্ধ যাতে খুব বেশি তীব্র না হয়, তার কিছু উপায় আছে।

গোলাপজল

স্নানের জলের সঙ্গে আপনি সামান্য গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। তুলোর বল ব্যবহার করে শরীরের তীব্র গন্ধযুক্ত জায়গায় গোলাপ জল লাগাতে পারেন। ২০ মিনিট পর জায়গাটা ধুয়ে ফেলুন। 

লেবুর রস

স্নানের জলে লেবুর রস এবং গোলাপ জল ব্যবহার করলে শরীর এবং চুলের দুর্গন্ধ খুব সহজেই দূর হতে পারে।

 

skincare tips garlic