Top 10: পরমাণু অস্ত্রের পিছনে কারা করছে বেশি খরচ, চলছে লবিবাজিও! তালিকায় ক'নম্বরে ভারত?

Top 10: ২০২৪ সালে বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের মাত্র এক বছরের ব্যয় রাষ্ট্রসংঘের মোট বার্ষিক বাজেটের প্রায় ২৮ গুণ বেশি। তালিকার শীর্ষে আছে কারা? জানলে রীতিমতো চমকে উঠবেন।

Top 10: ২০২৪ সালে বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের মাত্র এক বছরের ব্যয় রাষ্ট্রসংঘের মোট বার্ষিক বাজেটের প্রায় ২৮ গুণ বেশি। তালিকার শীর্ষে আছে কারা? জানলে রীতিমতো চমকে উঠবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
modi trump, US import tariff on India, additional tariff by Trump, India Russia oil trade, Trump tariff decision 2025, India US trade tensions, Rahul Gandhi on US tariff, Modi government oil policy, US India diplomatic relations, Indian economy 2025, international politics trade war

Global Nuclear Spending: পাশে থেকেও যেন পাশে নেই।

Top 10 Country: ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন্স (ICAN) এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের পেছনে ব্যয় ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এই পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ১১% বেশি এবং গড়ে প্রতি মিনিটে খরচ হয়েছে প্রায় ১,৯০,১৫১ ডলার।

খরচা দেখলে কপালে হাত পড়বে!

Advertisment

শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যারা একাই ব্যয় করেছে ৫৬.৮ বিলিয়ন ডলার। এটি শুধু অন্য সব পরমাণু শক্তিধর দেশের সম্মিলিত ব্যয়ের চেয়ে বেশিই নয়, বরং ২০২৩ সালের তুলনায় ৫.৩ বিলিয়ন ডলার বেশি। চীন ১২.৫ বিলিয়ন ডলার ব্যয়ে দ্বিতীয় এবং যুক্তরাজ্য ১০.৪ বিলিয়ন ডলার ব্যয়ে তৃতীয় স্থানে রয়েছে।

আরও পড়ুন- জানুন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার রহস্য! জীবন বদলে যাবে এই এক অভ্যাসে

এবং

Advertisment

আরও পড়ুন- ১২ আগস্ট, আন্তর্জাতিক হস্তী দিবস! কেন হাতি বাঁচানোর এত তোড়জোড়, আসল কারণটা জানুন

যদিও ব্যয়ের পরিমাণে যুক্তরাজ্য তৃতীয়, কিন্তু শতাংশ বৃদ্ধিতে তারা সবার আগে— গত বছরের তুলনায় তাদের ব্যয় বেড়েছে ২৬%। এর পরেই রয়েছে পাকিস্তান (১৮%) এবং ফ্রান্স (১৩%)। ICAN-এর রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, শুধু সরকার নয়, বেসরকারি প্রতিরক্ষা ঠিকাদাররাও পরমাণু অস্ত্র থেকে বিপুল আয় করছে। ২০২৪ সালে অন্তত ২৬টি কোম্পানি এই খাতে ৪৩.৫ বিলিয়ন ডলার আয় করেছে, এবং তাদের চলতি চুক্তির মূল্য প্রায় ৪৬৩ বিলিয়ন ডলার। শুধু অস্ত্র তৈরিই নয়, তারা তদবির ও লবিংয়েও সক্রিয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে ১২৮ মিলিয়ন ডলার ব্যয়ে লবিং করেছে এবং যুক্তরাজ্যের কর্তাদের সঙ্গে ১৯৬টি উচ্চ-স্তরের বৈঠক করেছে।

আরও পড়ুন- স্বাধীনতা দিবস সম্পর্কে শিশুদের কী শেখাবেন, কী বলবেন তাঁদের? জানুন এখানে

শীর্ষ ৯ পারমাণবিক শক্তিধর দেশের তালিকা (২০২৪)

মর্যাদাক্রমদেশবার্ষিক ব্যয় (মার্কিন ডলার)পরিবর্তন (%)
যুক্তরাষ্ট্র৫৬.৮ বিলিয়ন১০%
চীন১২.৫ বিলিয়ন৮%
যুক্তরাজ্য১০.৪ বিলিয়ন২৬%
রাশিয়া৮.১ বিলিয়ন৬%
ফ্রান্স৬.৯ বিলিয়ন১৩%
ভারত২.৬ বিলিয়ন৩%
ইস্রায়েল১.১ বিলিয়ন২%
পাকিস্তান১.১ বিলিয়ন১৮%
উত্তর কোরিয়া৬৩০ মিলিয়ন৭%

আরও পড়ুন- দ্রুত গলবে পেটের চর্বি, এই যোগাসন দিনে মাত্র ১০ মিনিট, তাতেই দেখবেন কামাল

ICAN উল্লেখ করেছে, মাত্র এক বছরের পারমাণবিক অস্ত্রের ব্যয় রাষ্ট্রসংঘের মোট বার্ষিক বাজেটের প্রায় ২৮ গুণ বেশি। ভারতের কাছে প্রায় ১৭২টি পরমাণু অস্ত্র রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যা স্থল, আকাশ এবং সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য। ২০২৪ সালে ভারত পরমাণু অস্ত্রের জন্য প্রায় ২.৬ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা দেশের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় ৩%। গড়ে এটি প্রতি মিনিটে ৪,৯৭৬ ডলার বা প্রতি নাগরিকের জন্য ব্যয় হওয়া ২ ডলারের সমান। এই ব্যয়ের বড় অংশ হয়েছে DRDO, ভারত ডায়নামিক্স লিমিটেড এবং ওয়ালচাঁদনগর ইন্ডাস্ট্রিজ-এর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে।

Top 10 Country