Glycerin Shampoo: গ্লিসারিন দিয়ে বানানো এই শ্যাম্পু এবং স্প্রে, চুল পড়া, খুশকি আর রুক্ষতা দূর করতে জাদুর মতো কাজ করে

Glycerin Shampoo: চুল পড়া, খুশকি ও রুক্ষতা? গ্লিসারিন দিয়ে তৈরি ঘরোয়া শ্যাম্পু ও হেয়ার মাস্ক ব্যবহার করে পেতে পারেন ঝলমলে, সুস্থ চুল। জেনে নিন ৬টি টিপস।

Glycerin Shampoo: চুল পড়া, খুশকি ও রুক্ষতা? গ্লিসারিন দিয়ে তৈরি ঘরোয়া শ্যাম্পু ও হেয়ার মাস্ক ব্যবহার করে পেতে পারেন ঝলমলে, সুস্থ চুল। জেনে নিন ৬টি টিপস।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Glycerin Shampoo Tips

Glycerin Shampoo Tips: গ্লিসারিনের সাহায্যে চুলের যত্ন।

Glycerin Shampoo Tips: চুল পড়া, খুশকি, চুলকানি, রুক্ষতা—এই সমস্যাগুলো আজকাল প্রায় সবারই সমস্যা। বাজারের কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার করেও যদি সমস্যার সমাধান না হয়, তবে এবার একবার ব্যবহার করে দেখুন গ্লিসারিন, যা কয়েক শতাব্দী ধরে চুল ও ত্বক পরিচর্যার আয়ুর্বেদিক বিশ্বস্ত উপাদান।

Advertisment

গ্লিসারিন কী এবং কেন এটি চুলের জন্য ভালো?

গ্লিসারিন একটি বর্ণহীন, গন্ধহীন তরল যা আর্দ্রতা ধরে রাখতে দুর্দান্ত কাজ করে। এটি একটি হিউমেকট্যান্ট, অর্থাৎ এটি বাতাস থেকে আর্দ্রতা টেনে এনে চুল ও মাথার ত্বককে হাইড্রেটেড রাখে। এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই, নিয়মিত ব্যবহারে চুল হয় নরম, চকচকে, স্বাস্থ্যোজ্জ্বল।

Advertisment

আরও পড়ুন- পেটের চর্বি ক্রনিক রোগের গোপন কারণ, মহিলাদের ক্ষেত্রে বিপজ্জনক! সাবধানবাণী চিকিৎসকদের

গ্লিসারিন দিয়ে ঘরোয়া শ্যাম্পু বানানোর উপায়

উপকরণ: ১ চা চামচ গ্লিসারিন, ১ কাপ জল, সাধারণ শ্যাম্পু। তৈরির কায়দা: শ্যাম্পুর মধ্যে গ্লিসারিন মিশিয়ে জলে গুলে নিন। তারপর এটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের রুক্ষতা কমাবে এবং চুলকে ভালো রাখতে সাহায্য করবে।

আরও পড়ুন- ঘরে রাখুন এই ৫ জিনিস, অর্থ ও সৌভাগ্য আসবে ঠিক যেন চুম্বকের মত

গ্লিসারিন (স্প্রে)

উপকরণ:

  • ২ চামচ গ্লিসারিন

  • ২ চামচ গোলাপ জল

  • ২ চামচ সাধারণ জল

ব্যবহার:
চুল ধোয়ার পর বা ভেজা চুলে এই স্প্রে ব্যবহার করুন। এটি চুলের নমনীয়তা বাড়ায় এবং চুলকে প্রাণবন্ত রাখে।

আরও পড়ুন- এই ১০টি বিরল প্রাণী কেবল ভারতেই পাবেন! পুরোটা জানলে আপনিও চাইবেন দেখতে

গ্লিসারিন হেয়ার মাস্ক (ডিপ ট্রিটমেন্ট)

উপকরণ:

  • ২ চামচ গ্লিসারিন

  • ২ চামচ মধু

  • ১ টি ডিম

  • ২ চামচ জলপাই তেল

ব্যবহারবিধি:

সব উপাদান ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন। এটি ক্ষতিগ্রস্ত চুল রিপেয়ার এবং মাথায় খুশকি দূর করার ক্ষেত্রে বেশ কাজের। 

আরও পড়ুন- বৃষ্টিতে কাপড় শুকোচ্ছে না? এই ৫ ঘরোয়া টিপসেই ভেজা জামাকাপড় হবে একদম শুকনো!

গ্লিসারিন এবং অ্যালোভেরা (কন্ডিশনার)

উপকরণ:

  • ২ চামচ অ্যালোভেরা জেল

  • ২ চামচ গ্লিসারিন

ব্যবহার:
শ্যাম্পুর পর এই মিশ্রণটি চুলে লাগিয়ে ২ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি চুলে সিল্কি ভাব ও প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

গ্লিসারিন এবং নারকেল তেল (হেয়ার সিরাম)

উপকরণ:

  • ২ চামচ গ্লিসারিন

  • ২ চামচ নারকেল তেল

ব্যবহার:
রাতে ঘুমানোর আগে এই মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে ম্যাসাজ করুন। সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

গ্লিসারিন-মধু (হেয়ার প্যাক)

উপকরণ:

  • ২ চামচ গ্লিসারিন

  • ২ চামচ মধু

ব্যবহার:
২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন, তারপর গরম হালকা জলে ধুয়ে ফেলুন। এটি চুলের রুক্ষতা কমায় ও চুলে স্বাভাবিক নমনীয়তা ফিরিয়ে আনে।

গ্লিসারিনের ব্যবহার খুবই সহজ, সাশ্রয়ী এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন। চুল পড়া, খুশকি, রুক্ষতা বা শুষ্ক চুলের সমস্যায় গ্লিসারিন হতে পারে আপনার প্রকৃত জাদুকাঠি। আজই এই টিপসগুলো ব্যবহার করে দেখে নিন আপনার চুলে গ্লিসারিনের জাদু! 

tips shampoo Glycerin