/indian-express-bangla/media/media_files/2025/09/18/govardhan-puja-2025-2025-09-18-13-30-14.jpg)
Govardhan Puja 2025: ভগবান কৃষ্ণ মানুষকে গোবর্ধন পাহাড়ের পূজা করতে উৎসাহিত করেছিলেন। (ছবি- এক্সপ্রেস ফাইল)
Govardhan Puja 2025: গোবর্ধন পূজাকে অন্নকূট উৎসবও বলা হয়। এই পুজো শারদীয়া উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের প্রথম চন্দ্র তিথিতে এই উৎসব পালিত হয়। ২০২৫ সালে গোবর্ধন পূজা পালিত হবে ২২ অক্টোবর, বুধবার।
পূজার দিনক্ষণ
পূজার সময় সকাল ০৬টা ১১ থেকে সকাল ০৮টা ৩১ মিনিট পর্যন্ত। বিকেলে পূজার সময় ০৩টা ৩০ থেকে বিকেল ০৫টা ৫০ মিনিট পর্যন্ত। এই সময়কে অত্যন্ত শুভ ধরা হয়, কারণ এই সময় ভগবান শ্রীকৃষ্ণকে অন্নকূট নিবেদন করলে পরিবারে সমৃদ্ধি আসে এবং ভক্তরা তাঁর আশীর্বাদ প্রাপ্ত হন।
আরও পড়ুন- বাঁশের এই ৮টি আশ্চর্যজনক তথ্য জানতেন? শুনলে চমকে যান অনেকেই
ভাগবত পুরাণ অনুসারে, বৃন্দাবনের মানুষ প্রতিবছর ইন্দ্রদেবকে খুশি করতে বলিদান ও পূজা করতেন। ভগবান কৃষ্ণ তাঁদের বুঝিয়েছিলেন যে, প্রকৃতি ও ভূমিকে সম্মান করাই শ্রেষ্ঠ উপাসনা। এতে ইন্দ্রের রোষানলে প্রচণ্ড বৃষ্টি নেমে এসেছিল। সেই সময় ভগবান কৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলে বিশাল গোবর্ধন পর্বত তুলে ধরে গ্রামবাসী ও গবাদি পশুদের রক্ষা করেছিলেন। এই অলৌকিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর গোবর্ধন পূজা পালিত হয়।
আরও পড়ুন- দুর্ভাগ্য কমাতে, এই টিপসে সামলান দিন!
গোবর্ধন পূজার অপর নাম অন্নকূট। এই দিনে ভক্তরা নানা রকম ভাত, শাকসবজি, ফল, মিষ্টি দিয়ে একটি টিলা তৈরি করেন যা গোবর্ধন পর্বতের প্রতীক। পরে সেই অন্ন ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়। এই উৎসবের মূল শিক্ষা হল— প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানো, ঐক্য ও সাম্প্রদায়িক বন্ধন দৃঢ় করা, অপচয় না করে খাদ্যের সঠিক ব্যবহার, অপচয় না করে খাদ্যের সঠিক ব্যবহার। গোবর্ধন পূজা পরিবারে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। ভক্তদের জীবনে সুরক্ষা ও সুখ প্রদান করে।
আরও পড়ুন- পুজোয় ঘুরতে যাবেন? এই ৬ জায়গায় না ঘুরলে আপনার বেড়ানোটাই বৃথা!
কৃষক সমাজ ও প্রকৃতিপ্রেমীদের কাছে এই পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এই পুজো প্রকৃতি এবং দেবশক্তির একাত্মতা শেখায়। ভক্তরা এই দিনে ভগবান কৃষ্ণকে আহ্বান করার জন্য বিশেষ মন্ত্র জপ করেন। এই মন্ত্র জপ করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুন- পুজোর উপহার! পাশে গুগল, ইচ্ছেমতো বানান ছবি
গোবর্ধন পূজা কেবল পূজা-পার্বণের একটি অংশ নয়, এটি প্রকৃতির প্রতি ভক্তি, ঐক্য ও সহমর্মিতার প্রতীক। ২০২৫ সালের ২২ অক্টোবর গোবর্ধন পূজার শুভ সময়ে পরিবার-সহ পূজা করলে ভগবান কৃষ্ণের কৃপা লাভ হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us