/indian-express-bangla/media/media_files/2025/06/05/ZkG3wlbmKmpWzvQmVaHe.jpg)
Hair Care Lifestyle: আঙুর বীজের তেলের বিরাট উপকার। শুধু ব্যবহারটা জানা জরুরি। (প্রতীকী ছবি)
Hair Care Lifestyle: আমরা অনেক সময়ই ফল খাওয়ার পর এর বীজ ফেলে দিই। কিন্তু আপনি জানেন কি, ছোট ছোট আঙুরের বীজ আপনার চুলের স্বাস্থ্যের জন্য এক দারুণ প্রাকৃতিক ও কার্যকরী উপাদান হতে পারে? আঙুর বীজ থেকে তৈরি তেলে রয়েছে এমন কিছু পুষ্টিগুণ, যা আপনার চুলের গোড়া মজবুত করতে এবং চুলের বৃদ্ধি করতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক এই আঙুর বীজের তেলের উপকারিতা এবং ব্যবহারের সঠিক পদ্ধতি।
আঙ্গুর বীজের তেলের গুণাগুণ
আঙ্গুর বীজের তেল অত্যন্ত হালকা প্রকৃতির এবং এটি খুব সহজে ত্বকে মিশে যায়। এতে রয়েছে লিনোলিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ক্যারোটিনয়েড এবং পলিফেনল– যেগুলি চুলের জন্য অত্যন্ত উপকারী।
- ভিটামিন ই: চুলের গোড়াকে পরিবেশ দূষণ ও জারণ চাপ থেকে রক্ষা করে।
- লিনোলিক অ্যাসিড: চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা খুশকি প্রতিরোধে সহায়ক।
- অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান: মাথার ত্বকের প্রদাহ কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়।
আরও পড়ুন- সারাদিনই থাকবেন ফ্রেশ! ঘাম ও দুর্গন্ধ দূর করতে মেনে চলুন এই ৪টি ঘরোয়া টিপস
কীভাবে ব্যবহার করবেন?
তেল গরম করে ম্যাসাজ করুন
এক চামচ আঙ্গুর বীজের তেল হালকা গরম করে মাথার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করুন। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াবে।রাতভর রেখে দিন
তেল লাগানোর পর চুলে শাওয়ার ক্যাপ পরে সারারাত রেখে দিতে পারেন। পরদিন সকালে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।উপাদান হিসেবে ব্যবহার
আপনি চাইলে এই তেল নারকেল তেল বা রোজমেরি তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে চুলের বৃদ্ধি আরও দ্রুত হবে।
আরও পড়ুন- কেন দশহরার দিনই মনসা পুজো হয়, জানেন?
কেন এই তেল অন্যদের থেকে আলাদা?
অনেকেই আজকাল রোজমেরি বা ক্যাস্টর অয়েল ব্যবহার করেন, তবে আঙ্গুর বীজের তেল তার হালকা গঠন ও দ্রুত শোষণযোগ্যতার জন্য অন্যরকম। এটি চুলে তেলতেলে ভাব না রেখে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে।
আরও পড়ুন- মাছি চলে আসছে! ভনভনে বিরক্ত? চোখের নিমেষে তাড়ান পুদিনা পাতা দিয়ে, রইল ৫ দুর্দান্ত টিপস
যাদের ব্যবহার করা উচিত:
যাঁদের চুল খুব তাড়াতাড়ি পড়ে যায়
যাঁদের চুল রুক্ষ
যাঁরা অল্পমূল্যে ভালো মানের হেয়ার অয়েল খুঁজছেন
যাঁদের মাথার ত্বকে (স্ক্যাল্পে) তেল জমে ব্রণ হয়
আরও পড়ুন- ফের বাড়ছে করোনা! কী সাবধানবাণী শোনালেন চিকিৎসক অরুণ কুমার? জানুন বিশদে
ফেলার আগে ভাবুন
আগে যেসব আঙুরের বীজ ফেলতেন, এখন থেকে ফেলার আগে ভাবুন দু’বার! আঙুর বীজের তেল আপনার চুলের সৌন্দর্য ফিরিয়ে আনার গোপন কৌশল হয়ে উঠতে পারে। ঘরেই সহজলভ্য এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন এই জিনিসটি আজ থেকেই আপনার চুলেন যত্নে কাজে লাগান। কেমন ফলাফল পেলেন, কমেন্ট বক্সে জানাবেন।