Hair Growth Shampoo: বাজারে যত দামি শ্যাম্পুই হোক না কেন, অনেক ক্ষেত্রেই তাতে থাকে ক্ষতিকর রাসায়নিক, যা চুলের ক্ষতি করতে পারে। কিন্তু আপনি চাইলে মাত্র কয়েকটি জিনিস ব্যবহার করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এমন একটি হেয়ার গ্রোথ শ্যাম্পু (Hair Growth Shampoo), যা সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং নিরাপদ।
কী কী লাগবে?
-
অ্যালোভেরা জেল – ৩ টেবিল চামচ
-
ক্যাসটিল সাবান (Liquid) – ২ টেবিল চামচ
-
নারকেল দুধ – ২ টেবিল চামচ
-
জলপাই তেল (Olive Oil) – ১ টেবিল চামচ
-
রোজমেরি এসেনশিয়াল অয়েল – ৫ ফোঁটা
আরও পড়ুন- ডাক্তাররা যাঁরা নিজেরা রোগী সামলান, তাঁদেরও পছন্দের যোগাসন রয়েছে, জানেন সেগুলো কী?
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/21/hair-growth-shampoo-1-2025-06-21-14-31-35.jpg)
কীভাবে তৈরি করবেন?
-
প্রথমে অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন।
-
ভালো করে পিষে একটি পাত্রে নিন।
-
এবার তাতে ক্যাসটিল সাবান, নারকেলের দুধ, জলপাই তেল এবং রোজমেরি এসেনশিয়াল অয়েল মেশান।
-
সব জিনিস ভালোভাবে মিশিয়ে একটি পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রেখে দিন।
-
এটি ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
আরও পড়ুন- স্নান করেই চুল আঁচড়াচ্ছেন? জানেন নিজের কী মারাত্মক ক্ষতি করছেন?
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/21/hair-growth-shampoo-2-2025-06-21-14-33-00.jpg)
কীভাবে ব্যবহার করবেন?
-
প্রথমে চুল ভিজিয়ে নিন।
-
এরপর হাতে প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু নিয়ে মাথার ত্বকে ও চুলে ম্যাসাজ করুন।
-
৫ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন।
-
সপ্তাহে ২ বার ব্যবহার করাই যথেষ্ট। নিয়মিত ব্যবহারে আপনি নিজেই বুঝতে পারবেন পার্থক্য।
আরও পড়ুন- বর্ষায় অতিরিক্ত চুল পড়া থামাতে কাজে লাগান ঘরোয়া টোটকা, কাজ করবে এক সপ্তাহেই!
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/21/hair-growth-shampoo-3-2025-06-21-14-34-12.jpg)
এই শ্যাম্পুর উপকারিতা কী কী?
- চুল পড়া বন্ধ করে
- নতুন চুল গজাতে সাহায্য করে
- মাথার ত্বক (স্ক্যাল্প) পরিষ্কার করে ও ময়লা দূর করে
- খুশকি প্রতিরোধ করে
- চুল মসৃণ, নরম ও ঝলমলে করে তোলে
- কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই, কেননা এটি সম্পূর্ণ প্রাকৃতিক
আরও পড়ুন- রান্নাঘরের মশলাতেই ত্বক করুন ফুলের মত নরম, চামড়ার ভাঁজ হবে উধাও
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/21/hair-growth-shampoo-4-2025-06-21-14-36-24.jpg)
জানুন, কেন এই জিনিসগুলোই ব্যবহার করা হচ্ছে:
-
অ্যালোভেরা জেল: মাথার ত্বক ঠান্ডা রাখে, চুলকে সক্রিয় করে
-
নারকেল দুধ: প্রোটিন সমৃদ্ধ, যা চুলের গোড়া শক্ত করে
-
রোজমেরি তেল: রক্তসঞ্চালন বাড়ায়, নতুন চুল গজাতে সাহায্য করে
-
ক্যাসটিল সাবান: হালকা ফোমিং, মাথার ত্বক পরিষ্কার করে
আপনার চুলের যত্ন তাই শুরু হোক হেয়ার গ্রোথ শ্যাম্পু (Hair Growth Shampoo) দিয়ে — যা আপনি নিজেই বানাতে পারবেন, নিজের উপকারের জন্য। এই শ্যাম্পুর ব্যবহারে রাসায়নিকের ভয় ছাড়াই, চুল পাবে প্রকৃতির নিখাদ উপহার। আজই বানিয়ে ফেলুন এই সম্পূর্ণ আয়ুর্বেদিক শ্যাম্পুটি এবং বলুন, 'No More Hair Fall!'