Monsoon Hair Fall Remedy: বর্ষাকাল মানে শুধু মন ভালো করা বৃষ্টি না। বরং অনেকের কাছেই বর্ষাকাল মানে চুল পড়ার দুঃস্বপ্ন। অতিরিক্ত আর্দ্রতা, ঘাম, ধুলোবালি আর ছত্রাক সংক্রমণের জন্য এই সময়ে চুল দুর্বল হয়ে যায়, সহজেই পড়ে যায়। সঠিক যত্ন না নিলে অকালে টাকও পড়তে পারে।
ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধের ৫ টোটকা
১. পেঁয়াজের ম্যাজিক
পেঁয়াজের রসে আছে সালফার, যা চুলের ফলিকল মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
ব্যবহারবিধি:
– একটি পেঁয়াজ ঘষে রস বের করুন
– তুলো দিয়ে মাথার ত্বক বা স্ক্যাল্পে লাগান
– ২০ মিনিট রেখে মাথায় শ্যাম্পু করুন
সপ্তাহে ২-৩ বার ব্যবহারেই ফল পাবেন।
আরও পড়ুন- এক চিমটি হলুদেই ফুলের মত নরম হবে ত্বক, রোদে পোড়া ট্যান হবে উধাও!
২. মেথি এবং নারকেল তেলের হেয়ার মাস্ক
মেথিতে থাকা লেসিথিন চুল পড়া রোধ করে এবং চুল মসৃণ করে তোলে।
উপকরণ:
– ২ চামচ মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখুন
– মিহি করে পেস্ট বানিয়ে হালকা গরম নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান
– ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন
আরও পড়ুন- এক চামচ নারকেল তেলেই দুর্দান্ত ফলাফল! ভেষজে আটকান চুল পড়া, দূর করুন খুশকি
৩. আমলকী ও তুলসির হেয়ার টনিক
আমলকী ভিটামিন C সমৃদ্ধ, যা মাথার ত্বক বা স্ক্যাল্পকে সুস্থ রাখে।
তৈরির পদ্ধতি:
– ১ চামচ শুকনো আমলকি গুঁড়ো
– ৫-৬টি তুলসি পাতা বেটে তাতে মিশিয়ে নিন
– অল্প জল মিশিয়ে মাথার ত্বক বা স্ক্যাল্পে লাগান
– ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন
আরও পড়ুন- একমুঠো কারিপাতায় কালো করুন পাকা চুল, নতুন চুলও গজাবে কালো হয়েই
৪. ক্যাস্টর অয়েল ও ভিটামিন E ক্যাপসুল
চুল ঘন করতে ও চুলের গোড়া শক্তিশালী করতে ক্যাস্টর অয়েল অত্যন্ত কার্যকরী।
ব্যবহারবিধি:
– ১ চামচ ক্যাস্টর অয়েল আর ২ চামচ নারকেল তেল মিশিয়ে নিন
– ১টি ভিটামিন ই (E) ক্যাপসুল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন
– রাতে লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলুন
আরও পড়ুন- বর্ষাকালে কাপড় শুকানোর দুর্দান্ত কৌশল, রুমাল বা চাদর থেকে দূর করুন গন্ধ!
৫. হেয়ার স্টিমিং এবং মাথার পরিষ্কার ত্বক
বর্ষাকালে মাথায় অতিরিক্ত তেল এবং ধুলো জমে যায়। তাই সপ্তাহে অন্তত একদিন হালকা গরম জল দিয়ে ভাপ নিন এবং মিল্ড হার্বাল শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করুন।
অতিরিক্ত চুল পড়া ঠেকাতে কী করবেন?
– রোজ মোট ৮ গ্লাস জল পান করুন
– চুল ভিজে থাকলে তা আঁচড়াবেন না
– সিন্থেটিক হেয়ার প্রোডাক্ট কম ব্যবহার করুন
– ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, ডি (A, C, D ও B-কমপ্লেক্স) সমৃদ্ধ খাবার নিয়মিত খান
বর্ষাকালে চুল পড়া একটি সাধারণ সমস্যা হলেও ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে আপনি তা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। উপরের টিপসগুলো এক সপ্তাহ নিয়মিত মেনে চললেই ফল পেতে শুরু করবেন। মনে রাখবেন যে, কেমিক্যাল ফ্রি (Chemical-free) চুলের যত্নই এই বর্ষাকালে আপনার চুলের সেরা সমাধান।