Hair oil Lifestyle: আজকাল অনেকেই চুল পড়া ও অকালপক্কতার সমস্যায় ভুগছেন। বাজারের কেমিকেলযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্টের বদলে যদি প্রাকৃতিক উপায়েই সমাধান পাওয়া যায়, তাহলে সেটা সবদিক থেকে উপকারী। তুলসী পাতা, মেথি ফুল বা মেথিবীজ এবং হিবিস্কাস বা জবা ফুল চুলের যত্নে অত্যন্ত কার্যকর প্রাকৃতিক উপাদান। নারকেল তেলের সঙ্গে এই উপাদানগুলো মিশিয়ে বানানো তেল চুল পড়া রোধে ও নতুন চুল গজাতে সাহায্য করে।
-
এক কাপ নারকেল তেল
-
এক মুঠো তাজা তুলসী পাতা
-
এক মুঠো মেথি বীজ
-
২-৩টি জবা ফুল বা কুঁড়ি
আরও পড়ুন- রান্নার সামগ্রী দিয়েই চুল করুন কুচকুচে কালো, জেনে নিন সহজ পদ্ধতি!
কীভাবে বানাবেন?
-
একটি প্যানে এক কাপ নারকেল তেল গরম করুন।
-
তেল হালকা গরম হলে তাতে তুলসী পাতা ও মেথি বীজ দিন।
-
এরপর কিছু জবা ফুল ওর মধ্যে দিন।
-
এগুলো ফুটিয়ে তেলের রং একটু গাঢ় কালো করুন।
-
এরপর ফোটানো বন্ধ করে তেল ঠান্ডা হতে দিন।
-
ঠান্ডা হয়ে গেলে ছেঁকে পরিষ্কার বোতলে ভরে রাখুন।
-
প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।
আরও পড়ুন- পুরুষদের টাইট বেল্ট পরা বন্ধ করতেই হবে! না হলে ভয়াবহ বিপদ, সাবধানবাণী শোনালেন বিশেষজ্ঞরা
ব্যবহারের নিয়ম:
সপ্তাহে ১-২ দিন, এই তেল চুলে এবং মাথায় আলতোভাবে ম্যাসাজ করুন। এরপর ৩০-৪০ মিনিট রেখে কোনও হালকা হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন- চুল ঝরছে? ভিজিয়ে নিন রান্নাঘরের এই জিনিসটি, ফলাফল দেখে অবাক হয়ে যাবেন নিজেই!
এই তেল ব্যবহারের উপকারিতা:
-
চুল পড়া কমে যায়
-
মাথার ত্বক সুস্থ থাকে
-
নতুন চুল গজাতে সাহায্য করে
-
চুল হয় মজবুত ও ঘন
-
অকালপক্কতা (চুল পেকে যাওয়া) রোধ হয়
-
প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে
আরও ভালো ফল পেতে চাইলে, এই ব্যাপারে কোনও আয়ুর্বেদিক চিকিৎসক বা বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন।