Hair Lifestyle: রান্নার সামগ্রী দিয়েই চুল করুন কুচকুচে কালো, জেনে নিন সহজ পদ্ধতি!

Hair Lifestyle: ঘরে বসে মাত্র দুই চামচ রান্নার সামগ্রী দিয়ে তৈরি করুন চুল কালো করার উপাদান। পাকা চুল উধাও হবে নিমেষে। কীভাবে? জানুন কায়দাটা।

Hair Lifestyle: ঘরে বসে মাত্র দুই চামচ রান্নার সামগ্রী দিয়ে তৈরি করুন চুল কালো করার উপাদান। পাকা চুল উধাও হবে নিমেষে। কীভাবে? জানুন কায়দাটা।

author-image
IE Bangla Web Desk
New Update
Hair Lifestyle: ঘরোয়া উপাদানেই চুলের সৌন্দর্যে বাজিমাত।

Hair Lifestyle: ঘরোয়া উপাদানেই চুলের সৌন্দর্যে বাজিমাত। (প্রতীকী ছবি)

Hair home remedy Lifestyle: চুল পেকে গেলে আমরা অনেক সময়েই পার্লারে গিয়ে বা রাসায়নিক রং ব্যবহার করে সমস্যার সমাধান করতে চাই। কিন্তু এই রাসায়নিক উপাদানগুলো চুলের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। তাই চাইলে আপনি ঘরে বসেই সহজে তৈরি করে নিতে পারেন একদম প্রাকৃতিক উপায়ে তৈরি চুলের রঙ। আর এই রঙ তৈরি করতে আপনার প্রয়োজন হবে রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপাদান।

Advertisment

সেগুলো হল— হলুদ গুঁড়ো, মেহেদি এবং চা গুঁড়ো। কোনটা কত পরিমাণে লাগবে? হলুদ গুঁড়ো– ২ টেবিল চামচ, চা গুঁড়ো– ১ টেবিল চামচ, মেহেন্দি গুঁড়ো– ১ টেবিল চামচ, জল– প্রয়োজন অনুযায়ী। 

আরও পড়ুন- কোন ধরনের জলের বোতল সবচেয়ে ভালো? শুনে নিন চিকিৎসকের মুখেই

তৈরি করার কায়দা

Advertisment
  • প্রথমে একটি লোহার কড়াইতে দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়ে অল্প আঁচে গরম করুন। কালচে হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর আলাদা করে রেখে দিন।
  • অন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে তাতে ১ টেবিল চামচ চা গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন।
  • ফুটন্ত চা-জলে মেহেন্দি গুঁড়ো এবং আগেই গরম করে রাখা হলুদ গুঁড়ো দিন। সব একসঙ্গে মিশিয়ে ভালোভাবে নাড়ুন।
  • যখন এই মিশ্রণটি ঘন হয়ে আসবে, তখন এটি একটি লোহার পাত্রে রেখে ঠান্ডা করুন।
  • ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ২ ঘন্টা রেখে দিন।

আরও পড়ুন- উজ্জ্বল ত্বক পেতে এই ৪টি ভুল এড়িয়ে চলুন, নইলে বিপদ আসবেই!

এবং

আরও পড়ুন- মেঘলা দিনে ঘরে বসে মন ভালো করা ৭টি কাজ, যা আপনার দিনটাকে রাঙিয়ে তুলবে

কীভাবে ব্যবহার করবেন?

  • মিশ্রণটি তৈলাক্ত নয় এমন শুকনো চুলে লাগান।
  • পুরো চুলে সমানভাবে লাগিয়ে নিন।
  • ২০ মিনিট অপেক্ষা করুন।
  • এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন (শ্যাম্পু নয়)।
  • নিয়মিত ব্যবহারে ধূসরতা হালকা হয়ে যাবে এবং চুল পাবে প্রাকৃতিক এক রঙের ঔজ্জ্বল্য।

আরও পড়ুন- পেঁয়াজ কাটলে আর চোখের জল পড়বে না! জেনে নিন এই ঘরোয়া কায়দায় প্রতিকার

হলুদ গুঁড়োর গুণ বিরাট। মাথায় রাখবেন যে, হলুদ একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। এটা অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল। এটা চুলে হলুদ আভা আনতে সাহায্য করে । চুল পড়া রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে। 

hair home remedy lifestyle