/indian-express-bangla/media/media_files/2025/10/19/nirendranath-chakraborty-2025-10-19-18-54-27.jpg)
Nirendranath Chakraborty: নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
Bengali Poet: বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র— নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আজ তাঁর জন্মদিন। তিনি ছিলেন সেই কবি, যিনি বাঙালির মনের ভেতর 'রোদ্দুর হতে চাওয়া অমলকান্তি'-র মত অনন্ত আলো ছড়িয়ে গিয়েছেন।
১৯২৪ সালের ১৯ অক্টোবর, অবিভক্ত ভারতের ফরিদপুরে তাঁর জন্ম। প্রাথমিক শিক্ষা সেখানে, পরে কলকাতায় এসে পড়াশোনা করেন মিত্র ইনস্টিটিউশন, বঙ্গবাসী এবং সেন্ট পলস কলেজে। ছোটবেলা থেকেই ছড়া, লেখার অভ্যাস ছিল। ১৯৫১ সালে সংবাদমাধ্যমে চাকরি শুরু করেন। দীর্ঘ সময় সম্পাদনা করেছেন জনপ্রিয় শিশু ও কিশোর পত্রিকা। পরবর্তীতে হয়ে ওঠেন আধুনিক বাংলা গদ্য ও কবিতার এক বিশিষ্ট মুখ।
আরও পড়ুন- কালীপুজোর আনন্দে ভাসছেন আপনিও, কিন্তু জানেন কি দেবী কালীর কত রূপ?
প্রথম কাব্যগ্রন্থ 'নীল নির্জন'
১৯৫৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'নীল নির্জন'। তখন তাঁর বয়স মাত্র ৩০। তারপর একে একে প্রকাশিত হয়— 'অন্ধকার বারান্দা', 'নিরক্ত করবী', 'নক্ষত্র জয় করার জন্য', 'আজ সকালে'—র মত বহু কাব্যগ্রন্থ। নীরেন্দ্রনাথ নিজেই বলেছিলেন— 'আমি যা দেখি, যা শুনি, সেই শহুরে অভিজ্ঞতাই আমার কবিতা।' তিনি ছিলেন জীবনানন্দোত্তর প্রজন্মের বাস্তববাদী কবি, যিনি কবিতায় দর্শন নয়, জীবনযাপনকে ফুটিয়ে তুলেছেন।
আরও পড়ুন- ভূত চতুর্দশীতে আমিষ খাওয়া কি শাস্ত্রে বারণ, সত্যিটা কী?
'অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল'— এই কবিতাটি তাঁকে বাঙালির চেতনায় অমর করে তুলেছে। তাঁর কলমে 'রাজা তোর কাপড় কোথায়' যেমন তীক্ষ্ণ বিদ্রূপ, তেমনই 'কলকাতার যিশু'-তে ফুটে উঠেছে এক অকৃত্রিম মানবিক বোধ। পেয়েছেন সাহিত্য অকাদেমি-সহ বহু পুরস্কার। ১৯৯০ সালে বিশ্ব কবি সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হন। তাঁর গল্প, প্রবন্ধ, ছড়া এবং উপন্যাস আজও পাঠকদের মুগ্ধ করে।
আরও পড়ুন- ভূত চতুর্দশীতে কেন খাবেন ১৪ শাক, কেন জ্বালবেন বাতি?
তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সাহিত্যিক রমাপদ চৌধুরী। রমাপদের প্রয়াণের পর নীরেন্দ্রনাথ লিখেছিলেন, 'আমারও আর দেরি নেই, রমাপদকে বেশি দিন একা থাকতে হবে না...।' অবশেষে, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর, ৯৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর পরও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা আজও আমাদের ভাবায়, আলো দেয়, যেন জাগিয়ে রাখে।