/indian-express-bangla/media/media_files/2025/10/20/happy-diwali-2025-wishes-2025-10-20-17-09-46.jpg)
Happy Diwali 2025 Best Wishes, Messages and Quotes: শুভ দীপাবলি ২০২৫।
Happy Diwali Wishes 2025: আলোর উৎসব দীপাবলি বা কালীপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আনন্দ, শুভ শক্তি এবং ভালোবাসার প্রতীক। ২০২৫ সালের দীপাবলিতে আপনার প্রিয়জনকে পাঠান মিষ্টি শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদের বার্তা। নিচে দেওয়া হলো সেরা Happy Diwali Wishes 2025 যা আপনি WhatsApp, Facebook বা Instagram-এ নিশ্চিন্তে শেয়ার করতে পারবেন।
Best Happy Diwali 2025 Wishes in Bengali
১) শুভ দীপাবলি! আলো ও আনন্দে ভরে উঠুক তোমার জীবন।
২) অন্ধকারকে দূর করে আসুক সুখের আলো— এই কামনাই করি দীপাবলির দিনে।
৩) আলোয় আলোকিত হোক তোমার জীবনপথ, মুছে যাক সব দুঃখ-কষ্ট।
৪) শুভ দীপাবলি ২০২৫! পরিবারে আসুক আনন্দ, ঘরে আসুক সমৃদ্ধি।
৫) জ্বলে উঠুক হৃদয়ের প্রদীপ, ছড়িয়ে পড়ুক ভালোবাসা ও আলো।
আরও পড়ুন- সাক্ষাত যমদূত! খেতে চাষ করার সময় ঝাঁপিয়ে পড়ল লেপার্ড, আশঙ্কাজনক কৃষক
Happy Diwali 2025 English Messages
১) May this Diwali light up your life with happiness and success!
২) Wishing you and your family a sparkling Diwali filled with joy and prosperity.
৩) Let’s celebrate the festival of lights with positivity and love.
৪) Happy Diwali 2025! Stay blessed and keep smiling.
৫) May the divine light of Diwali bring peace and happiness to your heart.
আরও পড়ুন- কীভাবে শুরু হয়েছিল নৈহাটির বড়মার পুজো, ইতিহাসটা জানেন?
Diwali 2025 Quotes
'Light a lamp of love, blast a chain of sorrow, shoot a rocket of prosperity, and fire a flowerpot of happiness.'
'Let’s celebrate the victory of light over darkness and knowledge over ignorance.'
'দীপাবলির আলো যেন মুছে দেয় জীবনের সব অন্ধকার।'
আরও পড়ুন- বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের কাছে শক্তিপীঠ, দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে যান কল্যাণেশ্বরীর আশ্রয়ে
Facebook & WhatsApp Status for Diwali 2025
'আলোর দীপে আলোকিত হোক জীবন—শুভ দীপাবলি!'
'Spread light, love and laughter. Happy Diwali 2025!'
'নতুন সূচনা, নতুন আলো— শুভ দীপাবলি!'
আরও পড়ুন- দীপাবলিতে কেন পরে কাজল, শাস্ত্রমতে কী উপকার তাতে?
দীপাবলি মানে শুধু পুজো নয়, এটি ঘর সাজানো, প্রদীপ জ্বালানো, মিষ্টি খাওয়া, আতসবাজি, ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর উৎসব। অনেকে এই সময়ে নতুন কেনাকাটা করেন, আবার কেউ কেউ দরিদ্রদের মধ্যে খাবার বা পোশাক বিলিয়ে দেন। এ বছর আপনার পরিবার ও বন্ধুদের অনলাইনে এই সব শুভেচ্ছাও পাঠাতে পারেন। মোট কথা, Happy Diwali 2025 Messages GIFs, এবং স্টিকার দিয়ে উৎসবের আমেজ ঘনিষ্ঠদের মধ্যে ছড়িয়ে দিন। এই দীপাবলিতে নিজের ও প্রিয়জনের জীবনে আনুন আনন্দের আলো। Happy Diwali 2025!
শুভ হোক জীবন, আলোয় ভরে উঠুক চারপাশ।