Viral Video: সাক্ষাত যমদূত! খেতে চাষ করার সময় ঝাঁপিয়ে পড়ল লেপার্ড, আশঙ্কাজনক কৃষক

Viral Video: কোদাল হাতে জমিতে কাজ করছিলেন এক কৃষক। আচমকা জঙ্গল থেকে ছুটে আসে লেপার্ড। মুহূর্তে শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। সন্তানদের সামনে ঘটল ভয়ংকর দৃশ্য!

Viral Video: কোদাল হাতে জমিতে কাজ করছিলেন এক কৃষক। আচমকা জঙ্গল থেকে ছুটে আসে লেপার্ড। মুহূর্তে শুরু হয় রক্তাক্ত সংঘর্ষ। সন্তানদের সামনে ঘটল ভয়ংকর দৃশ্য!

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Viral Video

Viral Video: সাক্ষাত যমদূতের হামলা!

Viral Video: হাতে কোদাল। জমিতে ফসল পেকে গেছে। কৃষক চাষের জমিটা কোদাল হাতে ঠিকঠাক করছিলেন। কারণ, কিছুদিন পরে এই জমি থেকেই ফসল তুলতে হবে। তাই জমির কাজটা এগিয়ে রাখছিলেন যতটা পারা যায়। তারই সঙ্গে, জমির আগাছা পরিষ্কারের কাজও চলছিল। সঙ্গে ছিল দুই নাবালক সন্তান ও এক আত্মীয়। তারা খেতের একপাশে দাঁড়িয়ে ওই কৃষকের কাজ দেখছিল। নাবালক সন্তানদের ক্ষেত্রে বলা ভালো, তারা ভবিষ্যতের জন্যই জমির কাজ শিখে নিচ্ছিল।

Advertisment

আশপাশের জমিগুলোরও একই অবস্থা। সেসব অন্য কারও। কৃষক নিজের জমি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন। পরপর জমি। আর, তারপর জঙ্গলঘেরা এলাকা। সেখানে বন্যপ্রাণীদের আনাগোনা থাকে। সবকিছু বেশ ভালোই চলছিল। আচমকা কোথা থেকে যেন বিদ্যুতের গতিতে ছুটে আসল লেপার্ড। আর, ঝাঁপিয়ে পড়ল কৃষকের ওপর।

আরও পড়ুন- আদানি কি শেষমেশ সাহারা সাম্রাজ্যের মালিকানা পাবে?

প্রাণঘাতী হামলা

কৃষকের হাত তাতে ক্ষতবিক্ষত হয়ে গেল। একটা হাত লেপার্ডের মুখে। এই অবস্থায় তিনি হাতটি ছাড়ানোর চেষ্টা চালাতে লাগলেন। কিন্তু, লেপার্ডের ভয়ংকর কামড় আর তেজ। ওই কৃষক একবার তার মুখ থেকে হাত ছাড়ালেই পালটা ধেয়ে আসছিল ওই লেপার্ড। তারই মধ্যে ওই কৃষক প্রাণপণে হাতটা টেনে নেওয়ার চেষ্টা চালাতে লাগলেন। ততক্ষণে লেপার্ডের দাঁত, নখ কৃষকের হাতে বসে গিয়েছে। তা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে।

Advertisment

আরও পড়ুন- শুধু নিষিদ্ধ বাজিই নয়, গ্রিন ক্র্যাকারেও ছড়ায় ভয়ংকর দূষণ, চমকে দেবে সত্যিটা!

তবে, এই মৃত্যুর মুখেও কৃষক যেন নিজের প্রাণের চেয়ে নাবালক সন্তানের কথাই ভাবছিলেন। লেপার্ডের সঙ্গে ধস্তাধস্তি করতে করতেই তিনি সন্তানের উদ্দেশ্যে চিৎকার করে যাচ্ছিলেন. 'এদিকে এস না। দূরে চলে যাও। দূরে চলে যাও।' কথা বলতে বলতেই দেহের টাল সামলানোর জন্য পিছন দিকে সরতে শুরু করেছিলেন ওই কৃষক।

আরও পড়ুন- চিড়িয়াখানায় বাঘের খাঁচায় পড়ে গেলেন মহিলা, তারপর যা ঘটল তা শিউরে ওঠার মত!

কৃষকের নাবালক সন্তানরা এসব দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। তার মধ্যে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেছিল। আশপাশের কিছু জমিতেও সেই সব জমির মালিকরা এই কৃষকের মতই জমির কাজ করতে এসেছিলেন। তাঁরা প্রথমে ব্যাপারটা দেখে হতভম্ব হয়ে যান। লেপার্ডের বিরুদ্ধে কীভাবে লড়বেন বুঝে উঠতে পারছিলেন না।

আরও পড়ুন- আদানিই কি শেষমেশ সুব্রত রায়ের সাহারা সাম্রাজ্যের মালিক?

গোটা ঘটনাটি মোবাইলে বন্দি করেছেন স্থানীয় এক বাসিন্দা। সেই ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভয়ংকর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি হয়নি। লেপার্ডটি সম্ভবত পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসেছে, এমনটাই অনুমান করেছেন সকলে। তবে ঘটনাটি কোথাকার তা স্পষ্ট হয়নি। কিন্তু, ওই কৃষকের সন্তান যেহেতু 'পাপা পাপা' চিৎকার করছিল, তা শুনে সকলে অনুমান করেছেন, ওই কৃষক হয়তো ভারতীয়, নতুবা ভারতীয় বংশোদ্ভূত!

Video viral