Skin Care: বাড়িতে বসে মাত্র ১ সপ্তাহেই দূর করুন বলিরেখা আর ত্বকের ভাঁজ, চেহারা করে তুলুন ঝকঝকে

Skin Toner: দামি টোনার নয়, এবার গাজর, তিসির বীজ আর অ্যালোভেরা দিয়েই ঘরে বানান আয়ুর্বেদিক স্কিন টোনার। রোজ ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল, সতেজ।

Skin Toner: দামি টোনার নয়, এবার গাজর, তিসির বীজ আর অ্যালোভেরা দিয়েই ঘরে বানান আয়ুর্বেদিক স্কিন টোনার। রোজ ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল, সতেজ।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Skin Care

Skin Care: ত্বকের যত্ন সৌন্দর্য সচেতনতা।

Skin Remedy Lifestyle: ত্বকের পরিচর্যা করতে গিয়ে আমরা প্রায়শই দোকানের দামি স্কিন টোনার ব্যবহার করি, যা রাসায়নিক উপাদানে ভরা এবং দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতি করে। অথচ, আপনার রান্নাঘরে থাকা গাজর দিয়ে আপনি বানাতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিক ও কার্যকর একটি স্কিন টোনার—যা ত্বক উজ্জ্বল করতে, ফাইন লাইন কমাতে এবং প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে।

Advertisment

কেন গাজরের টোনার ব্যবহার করবেন?

গাজর ভিটামিন A (বিটা ক্যারোটিন), C এবং E-এর দুর্দান্ত উৎস। এতে রয়েছে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে হাইড্রেট করে, ব্রণ প্রতিরোধ করে এবং বয়সের ছাপ কমায়।

আরও পড়ুন- মুহূর্তে পাকা চুল হবে ঘন কালো, এই বীজ-চা প্যাকেই মিলবে ম্যাজিক!

Advertisment

উপকরণ

  • গাজর – ১টি (মাঝারি আকারের)

  • জল – ১ কাপ

  • তিসির বীজ – ১ চা চামচ

  • অ্যালোভেরা জেল – ১ চা চামচ

  • গাজর বীজের তেল – ৪ ফোঁটা 

আরও পড়ুন- বগলে কি প্রায়ই ব্রণ হয়? কেন হয়, কী করবেন আর করবেন না জেনে নিন

প্রস্তুত প্রণালী

  1. গাজর খোসা ছাড়িয়ে ছোট করে কুচি করে নিন।

  2. একটি ব্লেন্ডারে আধা কাপ জল দিয়ে গাজর পিষে নিন এবং ছেঁকে রস আলাদা করে নিন।

  3. একটি পাত্রে তিসির বীজ অল্প জল দিয়ে জেল তৈরি করুন (৫-৭ মিনিট সিদ্ধ করে ছেঁকে নিন)।

  4. এই জেলে গাজরের রস, অ্যালোভেরা জেল ও গাজর বীজের তেল মিশিয়ে আবার ব্লেন্ড করুন।

  5. একটি পরিষ্কার, হাওয়া ও আর্দ্রতারোধী কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন।

আরও পড়ুন- ফ্যাটি লিভার! নীরব ঘাতককে চিনুন, জেনে নিন রোগ প্রতিরোধের উপায়

ব্যবহারবিধি

  • প্রতিদিন সকালে ও রাতে ক্লিনজিংয়ের পর একটি তুলো বা স্প্রে বোতলের মাধ্যমে মুখে লাগান।

  • প্রাকৃতিক গন্ধে সতেজতা পাবেন এবং ত্বক উজ্জ্বল দেখাবে।

আরও পড়ুন- ভয়াবহ থাইরয়েডের সমস্যায় ভুগছেন? এই ৭ লক্ষণ দেখলেই হোন সাবধান

কতদিন রাখা যাবে, সতর্কতা

  • ফ্রিজে রাখলে ১০–১৪ দিন পর্যন্ত ভালো থাকে।

  • প্রথমবার ব্যবহার করার আগে স্কিন প্যাচ টেস্ট করে নিন।

উপকারিতা

  • ত্বক উজ্জ্বল ও মসৃণ করে

  • ব্রণ কমায়

  • হাইড্রেট রাখে ও ফাইন লাইন হালকা করে

  • নিয়মিত ব্যবহারে ত্বকে প্রাকৃতিক জেল্লা ফিরে আসে

দোকানের রাসায়নিক স্কিন টোনারের চেয়ে আপনি যদি সামান্য পরিশ্রমে এই স্কিন টোনার বাড়িতেই তৈরি করতে পারেন, অনেক উপকার পাবেন। বাঁচবে, বানাতে শিখে নিলেন, যখন তখন দোকানে দৌড়তে হবে না। আর উপকার কতটা হচ্ছে, ব্যবহার করেই দেখুন না। নিজেই বুঝতে পারবেন।

lifestyle remedy skin