Skin Care: বর্ষাতেও চান কোরিয়ানদের মত উজ্জ্বলতা? ঘরের জিনিস দিয়েই মুখ করুন দাগমুক্ত

Homemade Facewash: রাসায়নিক নয়, রান্নাঘরের ছোলাই হোক আপনার প্রাকৃতিক ঔষধি। এটি ত্বককে ব্রণ, ট্যান, দাগ এবং তেলতেলে ভাব থেকে মুক্ত করে রেশমি এবং উজ্জ্বল করবে।

Homemade Facewash: রাসায়নিক নয়, রান্নাঘরের ছোলাই হোক আপনার প্রাকৃতিক ঔষধি। এটি ত্বককে ব্রণ, ট্যান, দাগ এবং তেলতেলে ভাব থেকে মুক্ত করে রেশমি এবং উজ্জ্বল করবে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Homemade Facewash

Homemade Facewash: ছোলা দিয়ে ফেসওয়াশ।

Homemade Facewash: ত্বক পরিষ্কার ও সতেজ রাখা আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন বাইরে বের হলে সূর্যের আলো, ধুলোবালি এবং দূষণের কারণে ত্বকে ময়লা জমে যায়। কেবলমাত্র জল দিয়ে মুখ ধুলে এই ময়লা পুরোপুরি দূর হয় না। এজন্য আমরা সাধারণত বাজারে পাওয়া বিভিন্ন ফেসওয়াশ ব্যবহার করি। কিন্তু এগুলিতে থাকা রাসায়নিক উপাদান অনেক সময় ত্বকের ক্ষতি করতে পারে। তাই ঘরোয়া এবং প্রাকৃতিক ফেসওয়াশ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায়।

Advertisment

ছোলা শুধু রান্নায় ব্যবহৃত হয় না, এটি প্রাকৃতিক স্কিন কেয়ারেও বেশ জনপ্রিয়। ছোলায় ভিটামিন, প্রোটিন এবং খনিজ উপাদান রয়েছে যা ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। এটি একটি চমৎকার স্ক্রাবার ও ক্লিনজার হিসেবে কাজ করে। ছোলা ত্বকের ছিদ্রে জমে থাকা তেল, ময়লা ও মৃত কোষ দূর করে। ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে। ত্বকের ট্যান দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। নিয়মিত ব্যবহারে ত্বক হয় রেশমি, নরম এবং মসৃণ। 

আরও পড়ুন- প্রয়াণের এত বছর পরও, আনন্দময়ী মা অসংখ্য ভক্তের অনুপ্রেরণা

ছোলা দিয়ে ফেসওয়াশ তৈরি করতে গেলে 

আরও পড়ুন- এই গণপতি মন্দির জাগ্রত বলে পরিচিত, গণেশ চতুর্থীতে অসংখ্য ভক্ত ভিড় করেন এখানে

Advertisment

১. শুকনো ছোলা বা সবুজ মটরশুটি গুঁড়ো করে একটি কাচের জারে রেখে দিন। 
২. প্রয়োজন অনুযায়ী গুঁড়ো নিয়ে তাতে সামান্য জল বা গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন।
৩. মুখে আলতো করে লাগান এবং ২-৩ মিনিট ঘষে ম্যাসাজ করুন। 
৪. ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। চাইলে ছোলার গুঁড়োতে অ্যালোভেরা জেল, মধু বা দই মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে ফেসওয়াশের কার্যকারিতা আরও বাড়বে।

আরও পড়ুন- বিশ্বের একমাত্র মন্দির, যেখানে গণেশের নরমুণ্ড দেখতে পাওয়া যায়!

সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করলে ত্বক সবসময় ফ্রেশ ও উজ্জ্বল থাকবে। তৈলাক্ত ত্বকের জন্য এটি সবচেয়ে উপকারী, কারণ এটি অতিরিক্ত তেল শোষণ করে। সংবেদনশীল ত্বকেও নিরাপদে ব্যবহার করা যায়। বাজারের রাসায়নিকযুক্ত ফেসওয়াশের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী আর স্বাস্থ্যকর।

আরও পড়ুন- বাল গণপতি থেকে সংকথার্থ, ৩২ রূপে গণেশ, প্রতিটি রূপেরই রহস্য অলৌকিক

সাবধানতা

এই নিবন্ধটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা। যদি আপনার ত্বক খুব সংবেদনশীল হয় বা ত্বকের বিশেষ কোনও সমস্যা থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Facewash homemade