Post Meal Workout: সন্ধ্যার টিফিনের পর করবেন কোন ব্যায়াম?
Post Meal Workout: সন্ধ্যায় চায়ের সঙ্গে গরম সিঙ্গারা আর মিষ্টি জিলেবি—এমন কম্বিনেশন যেন বাঙালির মনের মতো খাবার। কিন্তু আপনি কি জানেন, এই দুই খাবার একসঙ্গে খাওয়ার মানেটা কী? স্বাদে মাখা এই সান্ধ্যকালীন খাবার আপনার শরীরে ঢুকিয়ে দেয় প্রচুর ক্যালোরি, যার প্রভাব হয়ত চোখে পড়ে না, কিন্তু শরীরে পড়ে।
Advertisment
কত ক্যালোরি থাকে ২টি সিঙ্গারা ও ১টি জিলেবিতে?
১টি সিঙ্গারায় থাকে প্রায় ১৭০–১৮০ ক্যালোরি
২টি মানে হয়ে গেলো প্রায় ৩৫০–৩৬০ ক্যালোরি
১টি মাঝারি জিলেবিতে থাকে প্রায় ১৫০–১৮০ ক্যালোরি
Advertisment
সব মিলিয়ে সন্ধ্যায় শরীরে ঢুকতে চলেছে প্রায় ৫০০–৫৫০ ক্যালোরি।
মনে রাখবেন, ৫ মিনিটের স্বাদ যেন ৫ কেজি ওজন বৃদ্ধির কারণ না হয়! স্বাদের প্রতি ভালোবাসা স্বাভাবিক। কিন্তু, প্রতিদিন সিঙ্গারা আর জিলেবি খেলে ওজন বাড়বে, এটা নিশ্চিত। তাই মাঝেমধ্যে খান এবং জেনে-বুঝে খান। আর হ্যাঁ, খাবার পরে নিয়মিত হালকা হাঁটুন।