Summer Heat: গরমে জল না দিলে শুকিয়ে যাচ্ছে গাছ? এই উপায়ে রাখুন তরতাজা

To Save Your Plants from Drying in Scorching Summer Heat: প্রচণ্ড রোদে গরমের সময় ভুলে একদিন জল দিতে না পারলেই টবের গাছ শুকিয়ে যায়। অনেক সময় শুকিয়ে যাওয়া গাছগুলোকে বাঁচানো কঠিন হয়ে ওঠে।

To Save Your Plants from Drying in Scorching Summer Heat: প্রচণ্ড রোদে গরমের সময় ভুলে একদিন জল দিতে না পারলেই টবের গাছ শুকিয়ে যায়। অনেক সময় শুকিয়ে যাওয়া গাছগুলোকে বাঁচানো কঠিন হয়ে ওঠে।

author-image
IE Bangla Web Desk
New Update
Summer Tree: গরমে শুকিয়ে যাচ্ছে গাছ

Summer Tree: গরমে শুকিয়ে যাচ্ছে গাছ। (ছবি- প্রতীকী)

Essential Summer Plant Care Tips to Keep Your Garden Thriving: প্রচণ্ড গরমে প্রতিদিন জল না দিলে গাছ একদিনেই শুকিয়ে যাচ্ছে? গরমকালে এই সমস্যায় পড়ছেন অনেকেই। সূর্যের প্রচণ্ড তাপ আর শুকনো বাতাসে মাটির আর্দ্রতা দ্রুত হারিয়ে যায়। যার ফলে গাছগুলোর প্রাণবায়ুও শুকিয়ে যায়। তবে কিছু সহজ নিয়ম মানলেই গরমেও গাছকে টিকিয়ে রাখা সম্ভব হতে পারে।

Advertisment

১. সকাল বা সন্ধ্যাবেলায় জল দিন:
দুপুরে রোদ যখন চরমে, তখন জল দিলে মাটি আর তা ধরে রাখতে পারে না। তাই সকাল ৬-৮টার মধ্যে বা সন্ধ্যার পর গাছে জল দিন। এতে জল মাটিতে বেশি সময় ধরে থাকে।

২. মালচিং করুন:
গাছের গোড়া খড়, শুকনো পাতা বা নারকেলের ছোবড়া দিয়ে ঢেকে দিন। এতে মাটির আর্দ্রতা বজায় থাকবে।

৩. ছায়া তৈরি করুন:
গাছের ওপর ছাউনি দিন বা ছায়া জালের (shade net) ব্যবহার করুন। এটি বিশেষভাবে দরকার ছোট টবের গাছের জন্য।

Advertisment

৪. পাতায় জল স্প্রে করুন:
প্রচণ্ড গরমে গাছের পাতাগুলোর ওপর হালকা করে জল স্প্রে করলে গাছ একটু সতেজ থাকে।

৫. রুটিন ফলো করুন:
নিয়ম করে প্রতিদিন একই সময় জল দিন। এতে গাছ নির্দিষ্ট সময়ে জল পেতে অভ্যস্ত হয়ে যায় এবং ভালোভাবে বেড়ে ওঠে।

গরমে গাছ বাঁচাতে এই বিধিগুলো মানলেই আপনার বাগান থাকবে সবুজ এবং প্রাণবন্ত। কিন্তু, যদি কোনও একদিন জল দিতে ভুলে যান, তখন কী হবে?

সেক্ষেত্রে, সতর্কতামূলক হিসেবে কিছু বিষয় মনে রাখুন:

১) বোতলে ফুটো করে নিন: একটা প্লাস্টিকের বোতল নিন আর তার ঢাকনায় ছোট্ট ছিদ্র করুন। বোতলে জল ভরে ঢাকনাটি নীচের দিক করে টবে কঞ্চি আটকে তার সঙ্গে বোতলটিকে বেঁধে দিন। এতে সারাদিন বোতল থেকে মাটিতে জলের ফোঁটা পড়বে। আর, মাটিও ভিজে থাকবে। 

আরও পড়ুন- ডেস্কে বসে বসে বাড়ছে ওজন? এই ৫ উপায়ে কমান ঝড়ের বেগে

২) মাটি না শুকোলে জল দেবেন না: মাটি না শুকোলে টবে জল দেবেন না। কারণ, বেশি জলে গাছের গোড়া পচে যায়। তাই গরমকাল হলেও আগে দেখুন, মাটি শুকিয়ে গিয়েছে কি না। গরমকালে বা শীতকালে, গাছের গোড়ায় জল দেওয়ার চেয়েও পাতায় জল স্প্রে করাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ, এতে গাছের পাতা সতেজ থাকে। জল দেওয়ার সময় এই ব্যাপারটাও মাথায় রাখুন।

tree heat summer