/indian-express-bangla/media/media_files/2025/08/13/indias-independence-day-2025-08-13-14-17-17.jpg)
India’s Independence Day: ২০২৫ সালের স্বাধীনতা দিবসের আগে স্কুলের বাচ্চারা ভারতের জাতীয় পতাকা ওড়াচ্ছে। (ছবি- সংস্কৃতি মন্ত্রক @X )
India’s Independence Day 2025: ১৫ আগস্ট, ভারতের ইতিহাসের একটি সোনালি দিন। ১৯৪৭ সালের এই দিনেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীনতা লাভ করেছিল। জন্ম হয়েছিল একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের। প্রতিবছর এই দিনে দেশজুড়ে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। হয় পতাকা উত্তোলন। সাংস্কৃতিক কর্মসূচি এবং দেশপ্রেমের আবেগে ভরপুর থাকে নানা অনুষ্ঠান।
তবে ২০২৫ সালের স্বাধীনতা দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে এক প্রশ্ন ঘোরাফেরা করছে। সেই প্রশ্ন হল, এ বছর কি ভারত তার ৭৮তম স্বাধীনতা দিবস পালন করবে, নাকি ৭৯তম? যদি কেউ ২০২৫ সাল থেকে ১৯৪৭ সাল বিয়োগ করেন, তবে পাওয়া যাবে ৭৮ বছর।
আরও পড়ুন- পাঙ্গাস মাছ, আলু-পটল দিয়ে ঘরোয়া রান্না, খাবেন আর হাত চাটবেন!
এই সংখ্যা আসলে নির্দেশ করে যে, স্বাধীনতার পর কত বছর অতিবাহিত হয়েছে। কিন্তু উদযাপনের সংখ্যা একবছর বেশি হবে। কারণ প্রথম স্বাধীনতা দিবস ছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট। তাই ২০২৫ সালে উদযাপন হবে ৭৯তম স্বাধীনতা দিবসের। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে জন্মদিনের হিসাব। আপনার জন্মের দিনই আপনার প্রথম জন্মদিন হিসেবে ধরা হয়। যদিও বয়স তখন ০ বছর। একইভাবে, স্বাধীনতার প্রথম বছরেই প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল।
আরও পড়ুন- বর্ষায় জল জমে, যাত্রীদের জন্য অভিনব সমাধান টোটোচালকের! ভিডিও ভাইরাল
সরকারি নিশ্চিতকরণ
প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) নিশ্চিত করেছে যে, ২০২৫ সালে ভারত তার ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। একটি সরকারি চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'ভারত যখন তার ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল নাগরিককে লাল কেল্লার ভাষণের আগে তাঁদের মতামত শেয়ার করার আমন্ত্রণ জানিয়েছেন।'
আরও পড়ুন- স্বাধীনতা দিবস ২০২৫! ১৫ আগস্টে শিশুদের কেমন ছবি আঁকা উচিত?
উদযাপনের মূল আকর্ষণ
প্রতিবছরই স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন, জাতীয় সংগীত পরিবেশিত হয়, এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও, ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রদর্শনী হয় এই দিন। তুলে ধরা হয়, দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য। ওই দিন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরাও নিজ নিজ স্থানে পতাকা উত্তোলন করেন। স্কুল, কলেজ, অফিস, কমিউনিটি সেন্টার এমনকী বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসেও দিনটি উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়।
আরও পড়ুন- কোন তারিখে, কখন, কীভাবে পালন করবেন মনসা পূজা? জেনে নিন বিস্তারিত
বিশ্বব্যাপী উদযাপন
বিদেশে বসবাসরত ভারতীয়রাও সমান উদ্যমে স্বাধীনতা দিবস পালন করেন। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক সংগীত, নাচ, খাবার এবং প্রদর্শনীর মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হয় আন্তর্জাতিক অঙ্গনে।
As we approach this year's Independence Day, I look forward to hearing from my fellow Indians!
— Narendra Modi (@narendramodi) August 1, 2025
What themes or ideas would you like to see reflected in this year’s Independence Day speech?
Share your thoughts on the Open Forums on MyGov and the NaMo App...…
এ বছরের তাৎপর্য
২০২৫ সালের স্বাধীনতা দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি ভারতের ৭৯তম উদযাপন। স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আগে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে, সবাই যেন এই উদযাপনকে আরও স্মরণীয় করে তুলতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।