Instant Hair Color: কোনও নেমন্তন্ন বাড়ি বা অফিস মিটিংয়ে পাকাচুল সব আত্মবিশ্বাসে জল ঢেলে দেয়! বাজার থেকে রঙের প্যাকেট আনার সময় বা সুযোগ সবসময় থাকে না। এই পরিস্থিতিতে আপনি চাইলেই ঘরে চটপট বানিয়ে নিতে পারেন হেয়ার কালার। যা শুধু পাকা চুলকে কালোই করবে না, চুলের গুণগত মানও বাড়াবে।
Advertisment
প্রয়োজনীয় উপাদান:
উপাদান
পরিমাণ
শুকনো আমলকি
৫০ গ্রাম
কালো জিরা
২ টেবিল চামচ
নারকেল তেল
২ টেবিল চামচ
গ্লিসারিন
১ টেবিল চামচ
ভিটামিন ই ক্যাপসুল
১টি
Advertisment
তৈরির কায়দা
একটি লোহার কড়াই গরম করে শুকনো আমলকি ও কালো জিরা আলাদা করে ভাজুন।
ঠান্ডা হলে দুটোই গুঁড়ো করে নিন।
একটি পরিষ্কার কাচের বয়ামে এই গুঁড়ো রেখে দিন — এটিই আপনার ইনস্ট্যান্ট রঙের বেস।
ব্যবহারের আগে এতে ২ টেবিল চামচ নারকেল তেল, ১ চামচ গ্লিসারিন এবং ১টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।