Hair Color: মাত্র ৫ মিনিটেই পাকা চুল করুন কুচকুচে কালো, ঘরে অল্প সময়েই বানানো যায় এই হেয়ার কালার

Hair Care Tips: পাকা চুল ঢাকতে সেলুনে আর দৌড়তে হবে না। ঘরেই বানিয়ে ফেলুন রাসায়নিকমুক্ত আয়ুর্বেদিক চুলের রং। কয়েক মাস ব্যবহারেই চুলে পাবেন সৌন্দর্য।

Hair Care Tips: পাকা চুল ঢাকতে সেলুনে আর দৌড়তে হবে না। ঘরেই বানিয়ে ফেলুন রাসায়নিকমুক্ত আয়ুর্বেদিক চুলের রং। কয়েক মাস ব্যবহারেই চুলে পাবেন সৌন্দর্য।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Instant Hair Color

Instant Hair Color : আয়ুর্বেদিক হেয়ার কালার।

Instant Hair Color: কোনও নেমন্তন্ন বাড়ি বা অফিস মিটিংয়ে পাকাচুল সব আত্মবিশ্বাসে জল ঢেলে দেয়! বাজার থেকে রঙের প্যাকেট আনার সময় বা সুযোগ সবসময় থাকে না। এই পরিস্থিতিতে আপনি চাইলেই ঘরে চটপট বানিয়ে নিতে পারেন হেয়ার কালার। যা শুধু পাকা চুলকে কালোই করবে না, চুলের গুণগত মানও বাড়াবে।

প্রয়োজনীয় উপাদান:

Advertisment
উপাদানপরিমাণ
শুকনো আমলকি৫০ গ্রাম
কালো জিরা২ টেবিল চামচ
নারকেল তেল২ টেবিল চামচ
গ্লিসারিন১ টেবিল চামচ
ভিটামিন ই ক্যাপসুল১টি

তৈরির কায়দা

  1. একটি লোহার কড়াই গরম করে শুকনো আমলকি ও কালো জিরা আলাদা করে ভাজুন।

  2. ঠান্ডা হলে দুটোই গুঁড়ো করে নিন।

  3. একটি পরিষ্কার কাচের বয়ামে এই গুঁড়ো রেখে দিন — এটিই আপনার ইনস্ট্যান্ট রঙের বেস।

  4. ব্যবহারের আগে এতে ২ টেবিল চামচ নারকেল তেল, ১ চামচ গ্লিসারিন এবং ১টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।

Advertisment

আরও পড়ুন- বাড়িতেই তৈরি করুন অ্যালোভেরার ভেষজ শ্যাম্পু, চুল হবে ঘন ও ঝলমলে

ব্যবহারবিধি:

  • চুল সামান্য ভিজিয়ে নিন।

  • চুলকে ভাগ করে রং হাত বা ব্রাশ দিয়ে লাগান।

  • পুরো মাথায় মাখিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।

  • তারপর ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

  • এটি পার্মানেন্ট রং না, শুধু কয়েক ঘণ্টা বা একদিনের জন্য আপনার চুলের পাকা ভাব ঢেকে ফেলতে পারবে।

আরও পড়ুন- ডাক্তাররা যাঁরা নিজেরা রোগী সামলান, তাঁদেরও পছন্দের যোগাসন রয়েছে, জানেন সেগুলো কী?

চুলের রঙের স্থায়িত্ব:

এই রঙের পাউডারটি পরিষ্কার শুকনো পাত্রে রেখে দিলে ২-৩ মাস পর্যন্ত ভালো থাকে। শুধু ব্যবহারের আগে ভিজিয়ে ব্যবহার করতে হবে।

উপকারিতা:

  • অকালপক্ক চুল ঢাকতে তাৎক্ষণিক সমাধান
  • রাসায়নিক-মুক্ত, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই
  • চুলে ঝলমলে কালো আভা আনে
  • পুষ্টি জোগায় চুলের গোড়ায়
  • উৎসব, অনুষ্ঠান বা জরুরি সময়ের জন্য পারফেক্ট

আরও পড়ুন- স্নান করেই চুল আঁচড়াচ্ছেন? জানেন নিজের কী মারাত্মক ক্ষতি করছেন? এই ৫ ভুল থেকে বিরত থাকুন!

বিশেষ পরামর্শ:

  • শুকনো চুলে নয়, বরং ভেজা চুলে লাগালে রঙ বসে ভালো।

  • প্রয়োজনে ব্যবহার করার আগে একটু উষ্ণ জল দিয়ে নারকেল তেল গরম করে নিতে পারেন।

  • প্রতিবার ব্যবহারের সময় ফ্রেশ করে মিশ্রণ তৈরি করুন, এতে কার্যকারিতা বজায় থাকবে।

আরও পড়ুন- বর্ষায় অতিরিক্ত চুল পড়া থামাতে কাজে লাগান ঘরোয়া টোটকা, কাজ করবে এক সপ্তাহেই!

ইনস্ট্যান্ট হেয়ার কালার (Instant Hair Color) এখন আপনার হাতের মুঠোয়। পাকা চুল ঢাকতে, চুলে ঝলমলে রং আনতে কিংবা চুল মজবুত রাখতে এই মিশ্রণটি বাড়ির মেকআপ কিটে রাখুন। এই রঙের গন্ধ এবং ফলাফল আয়ুর্বেদিক। যা আপনাকে রীতিমতো অবাক করে দেবে!

hair Color Instant