Advertisment

Vastu Tips: সুখের হবে সংসার, অকস্মাৎ হাতে আসবে টাকা! ঘরে দেওয়াল ঘড়ি ঝোলান এই দিকে

Vastu Tips: বাস্তু শাস্ত্র মেনে অনেকে ঘরের অন্দর কিংবা বাইরের সজ্জা করে থাকেন। যদিও এক্ষেত্রে বৈজ্ঞানিক কোনও ভিত্তি নেই। তবু বিশ্বাসে ভর করেই অনেকে বাস্তু শাস্ত্র অনুযায়ী কাজ করেন থাকেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Vastu Tipsj: বাস্তু টিপস

প্রতীকী ছবি।

Know which side of the house is considered auspicious to hang the clock: বাস্তুশাস্ত্র মেনে অনেকে ঘরের অন্দর-বাইরের সজ্জা করে থাকেন। যদিও এই বিষয়টির বৈজ্ঞানিক কোনও ভিত্তি না থাকলেও বাস্তুবিদ্যা বা বাস্তুশাস্ত্রকে অনেকেই অস্বীকার করতে পারেন না। বাস্তুশাস্ত্র মেনে ঘরে সঠিক দিকে সঠিক জিনিসটি রাখা জরুরি বলে মনে করেন অনেকে। বাস্তু শাস্ত্র মেনে চললে সংসারে অনেক আর্থিক, মানসিক ও শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Advertisment

ঘড়ি ঘরের কোন দিকে রাখা উচিত?

বাস্তু বিশারদরা বলছেন, ঘরের সঠিক দিকে সঠিক জায়গায় ঘড়ি টাঙানো হলে তা আপনার সৌভাগ্য বয়ে আনতে পারে। বাস্তু বিশারদদের একাংশ বলছেন, ঘরের পূর্ব ও উত্তর দিকে ঘড়ি রাখলে শুভ ফল দেয়। এভাবে ঘড়ি চাঙানো হলে জীবনে শৃঙ্খলাপরায়ণতা আসে। সংসারের আর্থিক সমৃদ্ধি হয়। ঘরের পূর্ব ও উত্তর দিকে ঘড়ি টাঙানো হলে সংসারে সার্বিক কল্যাণ হয় বলে মনে করেন অনেক বাস্তু বিশারদ।

ঘরের কোন দিকে ঘড়ি রাখা উচিত নয়?

এক্ষেত্রে বাস্তু বিশারদদের একাংশ বলছেন, ঘরের পশ্চিম দিকে কখনই ঘড়ি টাঙানো উচিত নয়। ঘরের পশ্চিম দিকে ঘড়ি রাখা হলে সংসারে নেতিবাচক প্রবণতা আসে। এছাড়াও ঘরের দক্ষিণ দিকেও ঘড়ি রাখবেন না। এই প্রবণতা আপনার সংসারে কু-প্রভাব আনবে এবং যন্ত্রণাক্লিষ্ট সময় বয়ে আনবে। এমনকী বাড়ির দরজার ওপরেও ঘড়ি রাখবেন না। অনেক হওয়া কাজও হবে না।

আরও পড়ুন- World Diabetes Day: শিশু থেকে বৃদ্ধ, ডায়াবেটিস জব্দের সহজ উপায় বিশিষ্ট ডায়েটেশিয়ানের

আরও পড়ুন- Winter Fruits: শীতে রোজ মেনুতে রাখুন এই খাবারগুলি, তার পর ম্যাজিক দেখুন, শরীর-স্বাস্থ্য চাঙ্গা থাকবে

বন্ধ কিংবা ভাঙা ঘড়ি ঘরে রাখবেন না...

অনেক ক্ষেত্রে দেখা যায় ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যাওয়ার পরেও তা টাঙানো রয়েছে ঘরে। কিংবা ঘড়ির কাচ ভেঙে গেছে, সেটিও সযত্নে ঘরের টাঙানো আছে। বাস্তু বিশারজদরা বলছেন, এই প্রবণতাও সংসারের পক্ষে খুবই অকল্যাণের। তাই ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে দ্রুত তা বদলে ফেলুন। দেওয়াল ঘড়ি বা হাত ঘড়ি বিকল হলে দ্রুত তা সারিয়ে নিন।

আরও পড়ুন- Vastu Tips: শত চেষ্টাতেও হাতে টাকা থাকছে না? শুধু করুন এই কাজটি, ম্যাজিকের মতো ফল পাবেন!

Vastu Tips clock human lifestyle lifestyle
Advertisment