/indian-express-bangla/media/media_files/2025/10/16/gautam-adani-subrata-roy-2025-10-16-19-57-56.jpg)
Gautam Adani-Subrata Roy: গৌতম আদানি ও সুব্রত রায়।
Adani bid for Sahara assets: ভারতের কর্পোরেট দুনিয়া এখন সরগরম এক বড় চুক্তি ঘিরে — Adani Properties Pvt Ltd সাহারা গ্রুপের ৮৮টি সম্পত্তি কেনার প্রস্তাব দিয়েছে। এই ডিল যদি চূড়ান্ত হয়, তাহলে এটি সাহারা গ্রুপের ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায় হতে পারে।
আদানি প্রপার্টিজের লক্ষ্য, ভারতের বিভিন্ন শহরে তাদের রিয়েল এস্টেট ও হসপিটালিটি ব্যবসা আরও শক্তিশালী করা। অন্যদিকে, সাহারা গ্রুপের জন্য এটি হতে পারে বহু বছরের আর্থিক সংকট কাটিয়ে ওঠার শেষ চেষ্টা। এই চুক্তির আওতায় রয়েছে মুম্বইয়ের Sahara Star Hotel, লোনাভালার Aamby Valley township, লখনউয়ের রিয়েল এস্টেট প্রজেক্ট-সহ বিভিন্ন জমি। তবে, এই প্রস্তাব এখনও সুপ্রিম কোর্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন- ভারতীয়-বংশোদ্ভূত স্ট্র্যাটেজিস্ট, কোন ভয়াবহ অভিযোগে গ্রেফতার করল ট্রাম্প প্রশাসন?
২০১০ সালে SEBI সাহারা গ্রুপের বিরুদ্ধে বেআইনি অর্থ সংগ্রহের অভিযোগ তোলে। প্রায় তিন কোটি বিনিয়োগকারীর কাছ থেকে ২৪,০০০ কোটিরও বেশি টাকা সংগ্রহ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সাহারা গ্রুপ ইতিমধ্যে প্রায় ২৫,০০০ কোটি টাকা SEBI-র কাছে জমা দিয়েছে, কিন্তু এখনও সেই অর্থের বড় অংশ ফেরত যায়নি। ২০২৩ সালে আদালত নির্দেশ দেয়, সেই টাকার ৫,০০০ কোটি Sahara Cooperative Society-এর আমানতকারীদের ফেরত দিতে হবে। কিন্তু এখনও অনেক বিনিয়োগকারী রয়েছেন, যাঁরা টাকা পাননি।
আরও পড়ুন- নতুন উদ্ভাবন-চালিত অর্থনৈতিক বৃদ্ধি কেন স্বাভাবিক, বুঝিয়েছেন নোবেল প্রাপকরা!
সাহারার উত্থান ও পতনের গল্প
মাত্র ২,০০০ টাকা মূলধন নিয়ে সুব্রত রায় ১৯৭৮ সালে শুরু করেছিলেন এই সাহারা সাম্রাজ্য। একসময় তাদের এয়ারলাইন্স, ফর্মুলা ওয়ান টিম, লন্ডন ও নিউইয়র্কের পাঁচতারা হোটেল, IPL দল এবং বিশাল রিয়েল এস্টেট নেটওয়ার্ক ছিল। কিন্তু বেআইনি ফান্ড সংগ্রহ, আদালতে মামলার জট এবং আর্থিক অনিশ্চয়তায় ধীরে ধীরে ভেঙে পড়ে সাহারা সাম্রাজ্য।
আরও পড়ুন- পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত! ভারতের ওপর বিরাট প্রভাব পড়তে চলেছে?
বিক্রির মুখে ঐতিহ্যবাহী সম্পত্তি
Aamby Valley City, ১০,৬০০ একরের বিলাসবহুল টাউনশিপ, ২০১৮ সাল থেকে বিক্রির তালিকায় থাকলেও এখনও কোনও ভালো ক্রেতা পায়নি। এছাড়া, Grosvenor House (London), The Plaza Hotel (New York) এবং Dream New York Hotel—সবই সাহারা বিক্রি করেছে দেনা শোধের জন্য। তবু এখনও Sahara Star Hotel তাদের হাতে অন্যতম প্রধান সম্পদ।
আরও পড়ুন- এবার কি কনকনে ঠান্ডায় কাঁপবে ভারত? কী বলছেন আবহাওয়াবিদরা, সত্যিটা জানুন
এই বিক্রি থেকে কারা লাভবান হবে?
সবচেয়ে বড় প্রশ্ন এখন — সাহারার সম্পত্তি বিক্রি থেকে পাওয়া টাকাটা কার হাতে যাবে? সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে যাতে পুরো অর্থ সরাসরি বিনিয়োগকারীদের ফেরত দেওয়া হয়? নাকি সাহারার বাকি দেনা শোধ করতেই খরচ হবে সেই টাকা? আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থের ব্যবহার নিয়ে স্পষ্ট নির্দেশ না এলে ফের বিতর্ক তৈরি হতে পারে।
ভবিষ্যতের সম্ভাবনা
যদি আদালত সবুজ সংকেত দেয়, তাহলে আদানি গ্রুপ ভারতের অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট ও হসপিটালিটি কংগ্লোমারেট হয়ে উঠবে। অন্যদিকে, সাহারা গ্রুপের জন্য এটি হতে পারে ইতিহাসে শেষবারের মত নিজেদের দায় শোধের সুযোগ।