Advertisment

Bird poop: ভাবতেও পারবেন না! পাখির মল গায়ে পড়লে এসব যে হতে পারে আগে জানতেন!

Bird poop: প্রতিদিন নানা ধরনের পাখি আমরা দেখি। এককথায় মানব জীবনের সঙ্গেই যেন জড়িয়ে রয়েছে পাখির দল। সাতসকালে পাখির কিচির মিচির শব্দ গোটা পরিবেশে যেন অদ্ভুত এক মাদকতা এনে দেয়।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
bird poop,birds,good luck,lifestyle, পাখির মল, সৌভাগ্য

প্রতীকী ছবি।

Bird poop: আমাদের চারপাশে নানা রকমের পাখি আমরা রোজ দেখতে পাই। শালিক, বাবুই, পায়রা, চড়াই, টিয়া, কাক সহ নানা রকমের পাখির সঙ্গে নিত্যদিন আমাদের দেখা হয়। কখনও গাছের ডালে বসে থাকতে দেখা যায় পাখি। কখনও বা বাড়ির জানলায় এসে বসে পাখি। অনেকে আবার বাড়িতেই পাখি পোষেন। তবে পাখির মল গায়ে পড়লে এসব যে হতে পারে তা আগে জানতেন?

Advertisment

পাখির মল গায়ে পড়লে কী হয়?

যদিও এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে অনেকেই বলেন পাখির মল গায়ে পড়লে নাকি অর্থ প্রাপ্তি হয়। অর্থাৎ আকস্মিক আপনার হাতে মোটা টাকা এসে যেতে পারে। হঠাৎ করেই আপনার জীবনে বদল আসতে পারে। এককথায় পাখির মল গায়ে এসে পড়ার বিষয়টি শুভ ইঙ্গিত করে বলেই মনে করেন অনেকে। তাই এবার থেকে পাখির মল গায়ে পড়লে তা নিয়ে বিশেষ উদ্বেগের কারণ নেই। বরং বিষয়টি আপনার জীবনে কিছু ভালো দিকের ইঙ্গিত করতে পারে।

অনেকেই বলেন পাখির মল গায়ে পড়লে নাকি অর্থ প্রাপ্তি হয়। অর্থাৎ আকস্মিক আপনার হাতে মোটা টাকা এসে যেতে পারে। অনেকে আবার বলেন পাখির মল গায়ে পড়লে নাকি অশুভ ইঙ্গিত করে। এ কথা সত্যি নয়, বলছেন অনেকে। বরং অনেকের ধারণা পাখির মল গায়ে পড়লে হঠাৎ করে জীবনে ধনরাশি প্রাপ্ত হতে পারে। যদিও এই সব তথ্যের বৈজ্ঞানিক কোনও ভিত্তি নেই। শুধুমাত্র লোকমুখে প্রচলিত কয়েকটি মিথ থেকে এই জাতীয় ধারণার উদ্ভব।

আরও পড়ুন- GK: উত্তরটা জানলে চমকে উঠবেন! পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম বলতে অনেকেই ভিরমি খাবেন!

আরও পড়ুন- General Knowledge: বিশ্বের কোন ৩ জনের পাসপোর্ট লাগে না জানেন? উত্তরটা জানলে তাজ্জব হবেন!

আরও পড়ুন- Vastu Tips: বাড়ির সদর দরজায় জুতো রাখছেন? সত্যিই এটা অশুভ? নাকি এতেই লুকিয়ে সাফল্যের জাদুকাঠি?

lifestyle good luck Bird poop Birds
Advertisment