Advertisment

Vastu Tips: বাড়ির সদর দরজায় জুতো রাখছেন? সত্যিই এটা অশুভ? নাকি এতেই লুকিয়ে সাফল্যের জাদুকাঠি?

Vastu Tips: হিন্দু ধর্মে বাস্তু শাস্ত্রের আলাদা একটি গুরুত্ব আছে। বাড়ি তৈরি থেকে শুরু করে তার অন্দরের সাজসজ্জা, কোন দিকে কোন জিনিসটা থাকবে, এসবই বাস্তু শাস্ত্র মেনেই অনেকেই করেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Lifestyle, Vastu Tips, Vastu Tips for Shoe Stand, Vastu Tips, Vastu experts, nameplate, Vastu tips for shoe racks at home, shoes, vastu experts, main gate idea, ways to bring prosperity at home, বাস্তু টিপস, বাড়ির দরজার সামনে জুতো স্ট্যান্ড,জুতো

প্রতীকী ছবি।

Vastu Tips: অনেকেই বাড়ি কিংবা ফ্ল্যাটের একেবারে সদর দরজার সামনেই জুতোর স্ট্যান্ড রাখেন। যাঁদের বাড়িতে জুতো রাখার স্ট্যান্ড নেই তাঁরাও বাড়ির সদর দরজার সামনেই জুতো খুলে রাখেন। এই অভ্যাস সাংসারিক সমৃদ্ধির ক্ষেত্রে দারুণ অশুভ বলেই মনে করেন অধিকাংশ মানুষজন। বিশেষ এই প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হল। সেই সঙ্গে বাস্তু বিশারদদের এই বিষয়টি নিয়ে মতামতের ব্যাখ্যা মিলবে।

Advertisment

হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের একটি আলাদা রকমের গুরুত্ব রয়েছে। বাড়ি তৈরি থেকে শুরু করে অন্দরের সজ্জা, সবেতেই বাস্তুর উপর ভরা করেন অনেকে। এমনকী বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের কোন দিকে কী রাখা হবে তাও নির্ধারণ করে দেন অনেকে। অনেকেই বাড়ির বাইরে জুতোর স্ট্যান্ড কিংবা জুতো খুলে রাখতে নিষেধ করেন। 

বাস্তু মতে এই প্রবণতা একেবারেই অনুচিত। বাস্তু বিশারদরা মনে করেন বাড়ির বাইরে জুতো স্ট্যান্ড কিংবা জুতো রাখলে তা গোটা পরিবারের প্রতি নেতিবাচক একটা ভূমিকা নেয়। সেই সংসারের সমৃদ্ধির ক্ষেত্রে এই প্রবণতা অত্যন্ত ক্ষতিকর হতে পারে। বাস্তু শাস্ত্র মতে বাড়ির মূল দরজা দিয়ে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে। বাড়ির প্রধান দরজায় জুতেরা স্ট্যান্ড কিংবা জুতো রাখা থাকলে ধন-সম্পদের দেবী রুষ্ট হন। তাই এই প্রবণতা বর্জন করারই পরামর্শ দিয়ে থাকেন বাস্তু বিশারদরা।

আরও পড়ুন- Blue Water Bottle: বাড়ির বাইরে নীল জলের বোতল ঝোলান অনেকে, এর আসল কারণ জানলে চমকে উঠবেন!

আরও পড়ুন- Oil less Poori Recipe: একফোঁটা তেলও লাগবে না, জলেই ভাজুন ফুলকো ফুলকো লুচি! জানুন বাম্পার রেসিপি

আরও পড়ুন- Business Ideas: বাড়িতেই ব্যবসা, সামান্য বিনিয়োগে মোটা টাকা আয়! বেকাররা আগে পড়ুন এই খবর

আরও পড়ুন- Fixed Deposit: ফাটাফাটি রিটার্ন! সরকারি এই ব্যাঙ্কে একসঙ্গে রাখুন ৭ লাখ, ম্যাচিউরিটিতে কত পাবেন জানেন?

বাড়িতে জুতো কোথায় রাখা যেতে পারে?

বাস্তু বিশারদরা বলছেন, বাড়ির বাইরে সদর দরজার মুখে জুতো স্ট্যান্ড বা জুতো না রেখে ওই বাড়ির উত্তর, পশ্চিম কিংবা দক্ষিণ-পশ্চিম কোণে জুতো রাখতে পারেন। এক্ষেত্রে সংসারে কোনও রকম অশুভ শক্তির আঁচ পড়বে না। মোটের উপর বাড়ির বাইরে একেবারে প্রধান দরজার সামনে কখনই জুতো কিংবা জুতোর স্ট্যান্ড রাখবেন না। অন্যরাও যাঁরা এটা করেন তাঁদেরকেও এই প্রবণতা থেকে দূরে থাকতে পরামর্শ দিতে বলছেন বাস্তু বিশারদরা। যদিও বাস্তু বিশারদদের এই ধারণার বৈজ্ঞানিক কোনও ভিত্তি নেই।

lifestyle Vastu Tips shoe racks shoes
Advertisment