/indian-express-bangla/media/media_files/2025/10/22/morning-mistakes-2025-10-22-03-43-55.jpg)
Morning Mistakes: শাস্ত্রমতে সকালে ঘুম থেকে উঠেই কিছু জিনিস দেখা অশুভ!
Morning Mistakes: প্রায় সকলেরই একটা অভ্যাস আছে— সকালে ঘুম থেকে উঠেই আয়নায় নিজের মুখ দেখা। কিন্তু জানেন কি, এই কাজটি শাস্ত্রমতে খুবই অশুভ? অনেক সময় দিনের শুরুতেই আমাদের মন খারাপ হয়ে যায় বা সারাদিন অস্বস্তিতে কাটে। শাস্ত্র বলে, এর পিছনে আমাদের কিছু সকালবেলার ভুল অভ্যাসই দায়ী।
সকালবেলার প্রথম দর্শনেই নির্ধারিত হয় ভাগ্য!
প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, সকালে ঘুম থেকে উঠেই যা দেখি, তাই আমাদের মানসিক ও আধ্যাত্মিক অবস্থাকে প্রভাবিত করে। তাই সকালটা হওয়া উচিত ইতিবাচক চিন্তা ও শুভ দর্শনে ভরা। কিন্তু অনেকেই অজান্তে এমন কিছু জিনিস দেখে ফেলেন যা দিনকে দুর্ভাগ্যময় করে তোলে। চলুন জেনে নেওয়া যাক — সকালে ঘুম থেকে উঠে কোন কোন জিনিস দেখা একেবারেই উচিত নয়।
আরও পড়ুন- বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের কাছে শক্তিপীঠ, দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে যান কল্যাণেশ্বরীর আশ্রয়ে
১) আয়নায় নিজের ছবি দেখা
শাস্ত্রমতে ঘুম থেকে ওঠার পর দাঁত-মুখ না ধুয়ে আয়নায় নিজেকে দেখা অশুভ। বলা হয়, এতে শরীরে জমে থাকা বাসি শক্তি প্রতিফলিত হয়ে নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে সারাদিন মন খারাপ, উদ্বেগ বা অস্থিরতা দেখা দিতে পারে। তাই মুখ ধুয়ে, মন পরিষ্কার করে তারপর আয়নায় নিজেকে দেখা শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন- ভাইফোঁটায় ভাইয়ের পাতে কী দেবেন? দেখুন কলকাতার এই বিশেষ খাবার
২) নোংরা বাসন দেখা
অনেকেই রাতে খাওয়ার পর এঁটো বাসন জমিয়ে রেখে দেন। সকালে উঠে প্রথমেই সেই বাসন দেখা শুধু অগোছালো ভাবই নয়, আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয় বলেই বিশ্বাস। শাস্ত্র অনুযায়ী, নোংরা বাসন মানে জীবনে জটলা ও স্থবিরতা। তাই রাতে সম্ভব হলে বাসন পরিষ্কার করে রাখা শুভ।
আরও পড়ুন- পঞ্জিকায় ২২ না ২৩ অক্টোবর, ভাইফোঁটা কবে? ফোঁটা দেওয়ার শুভ সময়ই বা কখন?
৩) ভাঙা মূর্তি দেখা
বাড়িতে ভাঙা মূর্তি বা দেবতার ছেঁড়া ছবি রাখা উচিত নয়। শাস্ত্র বলে, দেবতার ছেঁড়া ছবি অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায়। সকালে ঘুম থেকে উঠে যদি ভাঙা মূর্তি চোখে পড়ে, তবে সারা দিন অস্বস্তিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই ভাঙা মূর্তি সরিয়ে রাখুন বা সঠিক নিয়মে বিসর্জন দিন।
আরও পড়ুন- কীভাবে শুরু হয়েছিল নৈহাটির বড়মার পুজো, ইতিহাসটা জানেন?
৪) ছায়া দেখা
অন্যের ছায়া দেখা বা নিজের ছায়া সকালে ঘুম থেকে ওঠার পর দেখাও শাস্ত্রমতে অমঙ্গলজনক। এতে চলতি কাজও ব্যর্থ হতে পারে। সৌভাগ্যের ওপর ছায়া পড়ে বলে বিশ্বাস করা হয়। তাই সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গেই ঘরের ছায়া বা প্রতিফলন এড়িয়ে চলাই ভালো।
কী দেখা শুভ?
শাস্ত্র অনুযায়ী, সকালে ঘুম থেকে ওঠার পর দীপ, ফুল, তুলসী গাছ বা দেবতার ছবি দেখা শুভ বলে মনে করা হয়। কারও মুখে হাসি দেখা বা সুন্দর কোনো দৃশ্য দেখাও দিনটিকে ইতিবাচক করে তুলতে পারে। আসলে এই নিয়মগুলির পিছনে আছে মনস্তাত্ত্বিক যুক্তি। সকালে ঘুম থেকে ওঠার পর মস্তিষ্ক সবচেয়ে গ্রহণক্ষম অবস্থায় থাকে। তখন যে ছবি বা ভাবনা দেখি, সেটাই সারা দিন আমাদের মনোভাব নির্ধারণ করে। তাই শাস্ত্রের এসব নিষেধ আসলে মানসিক ভারসাম্য বজায় রাখার উপায় বলেই অনেকের ধারণা। একটা বিষয় পরিষ্কার, প্রতিদিনের জীবনে ছোটখাটো অভ্যাস পরিবর্তন করলেই দিনটা হতে পারে আরও শান্তিপূর্ণ, ইতিবাচক এবং সফল। মনে রাখবেন, 'মর্নিং মিসটেকস (Morning Mistakes)' এড়িয়ে চলাই শুভ সূচনার প্রথম ধাপ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us