/indian-express-bangla/media/media_files/2025/06/21/mosquito-control-hacks-2025-06-21-16-49-51.jpg)
Mosquito Control Hacks: মশা তাড়ানোর ঘরোয়া উপায়।
Mosquito Control Hacks: বর্ষার দিনে মশা যেন এক আতঙ্কের নাম! বৃষ্টির সঙ্গে জল জমে থাকায় জন্ম নেয় ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া বহনকারী মশা। বাজারচলতি কেমিক্যালযুক্ত কয়েল বা লিকুইডে যেমন ক্ষতি হতে পারে শ্বাসযন্ত্রের, তেমনই শিশুরা বা গর্ভবতীদের জন্যও তা বিপজ্জনক হতে পারে। তাই এই বর্ষায় জেনে নিন কীভাবে ঘরেই তৈরি করতে পারেন আয়ুর্বেদিক মশা তাড়ানোর লিকুইড (Mosquito Repellent)।
প্রয়োজনীয় উপাদান:
উপাদান | পরিমাণ |
---|---|
ভালো মানের তেল (সরষে/নারকেল) | ১ চা চামচ |
লবঙ্গ (গুঁড়ো করা) | ১/৪ চা চামচ |
হলুদ গুঁড়ো | ১/৪ চা চামচ |
প্রস্তুতের কায়দা:
একটি প্যান গরম করে তাতে দিন ১ চা চামচ তেল।
গরম তেলে দিন লবঙ্গ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো।
ভালভাবে মেশালে তেল ফুটে উঠবে। এরপর গ্যাস বন্ধ করুন।
ঠান্ডা হলে এটি একটি কাচের পাত্রে ভরে রাখুন।
আরও পড়ুন- মাত্র ৫ মিনিটে ঢেকে ফেলুন পাকা চুল, ঘরেই তৈরি করুন দীর্ঘস্থায়ী ভেষজ রং
কীভাবে ব্যবহার করবেন:
একটি সুতির কাপড় ছোট ছোট টুকরো করে কেটে নিন।
সেই কাপড় তেলে ডুবিয়ে পলতের চেহারায় আনুন।
রাতে ঘরের কোণায় রেখে জ্বালান।
মশারা গন্ধ সহ্য করতে না পেরে দূরে চলে যাবে।
আরও পড়ুন- বাড়িতেই তৈরি করুন অ্যালোভেরার ভেষজ শ্যাম্পু, চুল হবে ঘন ও ঝলমলে
আরও ঘরোয়া টোটকা:
তুলসী:
তুলসীর রস লার্ভিসাইডাল; জলের সঙ্গে মিশিয়ে জমা জলে ছড়ালে লার্ভা ধ্বংস হবে।
গাছ লাগান:
ল্যাভেন্ডার, লেমনগ্রাস, গাঁদা, তুলসী ও পুদিনা গাছ মশা তাড়াতে সহায়ক।
নিম পাতা ও হলুদ:
নিম পাতা পিষে রস বের করে মশা যেখানে আছে, সেখানে স্প্রে করুন। হলুদ ও নিম শুকিয়ে ধূপের মত পোড়ালে মশা দূর হবে।
লঙ্কা:
গোলমরিচ শুকিয়ে পোড়ালে তা মশা তাড়ানোর ধোঁয়া তৈরি করে।
আরও পড়ুন- ডাক্তাররা যাঁরা নিজেরা রোগী সামলান, তাঁদেরও পছন্দের যোগাসন রয়েছে, জানেন সেগুলো কী?
উপকারিতা:
- ডেঙ্গু-ম্যালেরিয়ার ঝুঁকি কমায়
- শিশু ও বয়স্কদের জন্য নিরাপদ
- কোনও রাসায়নিক নেই
- ঘরের বাতাসে সুগন্ধ ছড়ায়
- মাছি এবং অন্যান্য পোকামাকড়ও দূরে রাখে
আরও পড়ুন- স্নান করেই চুল আঁচড়াচ্ছেন? জানেন নিজের কী মারাত্মক ক্ষতি করছেন? এই ৫ ভুল থেকে বিরত থাকুন!
এই বর্ষায় নিজের ঘরেই তৈরি করে ফেলুন মশা তাড়ানোর লিকুইড (Natural Mosquito Repellent)। রাসায়নিক মুক্ত এই তেল নির্ভর টোটকা শুধু কার্যকরই না। গোটা ঘরের পরিবেশেও এনে দেবে সুগন্ধ ও শান্তি। নিজের এবং পরিবারের সুরক্ষায় তাই আজই মশা তাড়ানোর লিকুইড তৈরির চেষ্টা করুন।