Natural Room Freshener: যদি আপনার ঘরে এই জিনিসগুলো থাকে, ঘর ভরবে সুবাসে!

Natural Room Freshener: দারুচিনি, ল্যাভেন্ডার, বেকিং সোডা, ভিনেগার– ঘরের দুর্গন্ধ দূর করে প্রাকৃতিকভাবেই সুবাসিত রাখুন আপনার পরিবেশ। ঘরে ফিরলেই সতেজ ঘ্রাণে মন যাবে ভরে!

Natural Room Freshener: দারুচিনি, ল্যাভেন্ডার, বেকিং সোডা, ভিনেগার– ঘরের দুর্গন্ধ দূর করে প্রাকৃতিকভাবেই সুবাসিত রাখুন আপনার পরিবেশ। ঘরে ফিরলেই সতেজ ঘ্রাণে মন যাবে ভরে!

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Natural Room Freshener

Natural Room Freshener: ঘরের দুর্গন্ধ দূর করার উপায়।

Natural Room Freshener: আমরা সকলেই কাজ শেষে ঘরে ফিরে একটু স্বস্তির নিশ্বাস নিতে চাই। কিন্তু যদি ঘরে ঢুকেই নাক গন্ধে কুঁচকে যায়? সেই সময় দুর্গন্ধের কারণে ঘরের পরিবেশ বিরক্তিকর হয়ে ওঠে। পাশাপাশি অতিথিদের সামনেও অপ্রস্তুত হতে হয়। তাই ঘরকে সবসময় সতেজ ও সুবাসিত রাখতে হবে প্রাকৃতিক উপায়ে। ঘরের সুবাস শুধু পরিবেশই ভালো রাখে না, মানসিক স্বাস্থ্যের ওপরও এর ইতিবাচক প্রভাব রয়েছে। 

Advertisment

এখানে কিছু সহজ, ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত উপায় তুলে ধরা হল, যা আপনার ঘরের গন্ধই পাল্টে দেবে।

আরও পড়ুন- শুধু এই ১টি কায়দা, একমুহূর্তে আপনার পাকা চুল, দাড়ি হয়ে যাবে কালো!

Advertisment

১. দরজা‑জানালা খোলা রাখুন

ঘর সবসময় বন্ধ রাখলে ভিতরের বাতাস ভারী হয়ে দুর্গন্ধ তৈরি করতে পারে। দিনে অন্তত ১৫-২০ মিনিট জানালা ও দরজা খুলে রাখুন। এতে প্রাকৃতিক হাওয়া ভিতরে ঢুকবে এবং বাতাস চলাচল করবে।

আরও পড়ুন- ফেসিয়ালের পরেও ত্বক উজ্জ্বল হচ্ছে না? প্রতিদিন ফলো করুন এই টিপসগুলো

২. বেকিং সোডা

বেকিং সোডা স্বাভাবিকভাবেই গন্ধ শুষে নিতে পারে। ছোট ছোট পাত্রে কিছু বেকিং সোডা নিয়ে ঘরের বিভিন্ন কোণে রেখে দিন—বিশেষত রান্নাঘর ও বাথরুমে। প্রতি সপ্তাহে তা পরিবর্তন করুন।

আরও পড়ুন- জানুন এই ৮ টিপস! আপনার ঘরের ত্রিসীমানাতেও আসবে না টিকটিকি

৩. মশলা দিয়ে ঘরের সুগন্ধ:

একটি পাত্রে জল নিয়ে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং কমলার খোসা দিন। কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে নিন। প্রতিদিন ঘরের কোণায় স্প্রে করুন।

আরও পড়ুন- সব ফল আপনার জন্য নয়, জানুন কোনগুলো খাবেন, এড়িয়ে যাবেন!

৪. শুকনো ফুল ও ল্যাভেন্ডার

রোদে শুকানো গোলাপ, চন্দ্রমল্লিকা বা অন্য যে কোনও ফুলের পাপড়ি সংগ্রহ করুন। এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা রোজমেরি তেল মিশিয়ে একটি বাটিতে রাখুন। এটি ঘরে একটি ন্যাচারাল সুগন্ধি হিসেবে কাজ করবে।

৫. সুগন্ধি গাছপালা:

বাড়িতে তুলসী, লেমন গ্রাস, পুদিনা, রোজমেরি কিংবা ল্যাভেন্ডারের মতো গাছ লাগান। এগুলো শুধু ঘরের বাতাস শুদ্ধ করে না, বরং দারুণ এক প্রাকৃতিক গন্ধও ছড়ায়।

৬. ল্যাভেন্ডার ও ক্যামোমাইল স্প্রে:

একটি ছোট স্প্রে বোতলে ১৫ ফোঁটা ল্যাভেন্ডার তেল, ১৫ ফোঁটা ক্যামোমাইল তেল, এক চা চামচ ভ্যানিলা নির্যাস এবং কিছু জল মিশিয়ে নিন। ঘরের পরদা, বিছানার চাদর বা সোফায় এটি স্প্রে করতে পারেন।

৭. ভিনেগার বাটি:

ভিনেগার চমৎকার একটি গন্ধ শোষক। একটি ছোট কাচের বাটিতে সামান্য সাদা ভিনেগার নিয়ে ঘরের মাঝখানে রাখুন। এটি বাথরুম, রান্নাঘর বা বেসমেন্টের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে।

৮. দারুচিনি পরিষ্কারের জল:

এক বাটি জলে দারুচিনি দিয়ে ফুটিয়ে নিন। ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে নিন এবং ঘর পরিষ্কারের সময় এটি ব্যবহার করুন। ঘর ঝকঝকে হবে এবং একদম ঝাঁঝালো মিষ্টি গন্ধে ঘর ভরে যাবে।

দামি রুম ফ্রেশনার নয়—আপনার রান্নাঘরের জিনিসপত্রেই লুকিয়ে আছে ঘরের পরিবেশ সতেজ রাখার গোপন রহস্য। শুধু নিয়মিতভাবে কিছু ছোট পদক্ষেপ নিলেই দুর্গন্ধ আর থাকবে না, বরং আপনি এবং আপনার অতিথিরা ঘরে ঢুকেই বলবেন — 'কি সুন্দর গন্ধ!'

natural Room Freshener