Lizard Control: টিকটিকির উপদ্রবে বেশিরভাগ পরিবারই নাজেহাল। এমনিতে টিকটিকি ক্ষতিকারক না হলেও হঠাৎ করে সামনে এসে ভয় ধরিয়ে দিতে ও অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে বেজায় পটু। তবে, অস্বস্তিতে পড়লেও অনেকেই টিকটিকি তাড়াতে রাসায়নিক ব্যবহার করতে চান না। বিশেষ করে যদি ঘরে বাচ্চা বা পোষা প্রাণী থাকে, তবে তো বেশিরভাগ লোকই রাসায়নিক ব্যবহার করাটা এড়িয়ে যেতে চান। এক্ষেত্রে ঘরোয়া জিনিস দিয়ে টিকটিকি যদি দূর করা যায়, তবে কিন্তু, তাঁদের কোনও আপত্তি নেই। আর, এটা করা সম্ভব। কারণ, আপনার রান্নাঘরেই রয়েছে এমন কিছু উপাদান যা টিকটিকিকে দূরে রাখতে পারে। চলুন জেনে নিই গরমকালে টিকটিকি তাড়ানোর কার্যকরী ৮টি ঘরোয়া প্রতিকার কী কী।
১. সমস্ত প্রবেশপথ সিল করুন
টিকটিকি ছোট ফাঁক দিয়ে সহজেই ঘরে ঢুকে পড়ে। জানালা, দরজা, ভেন্ট ও দেয়ালের ফাটলগুলো কক দিয়ে সিল করে ফেলুন। দরজার নিচে ডোর সুইপ ব্যবহার করুন।
আরও পড়ুন- সব ফল আপনার জন্য নয়, জানুন কোনগুলো খাবেন, এড়িয়ে যাবেন!
২. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
পোকামাকড় টিকটিকির খাদ্য। আপনার ঘর পরিষ্কার রাখলে পোকা কমবে, ফলে টিকটিকিও থাকবে না। রাতের বাসন ধুয়ে ফেলুন, মেঝে ঝাড়ু-মোছা করুন, এবং খোলা খাবার ভালোভাবে ঢেকে রাখুন।
আরও পড়ুন- বাবা-মায়ের ডায়াবেটিস আছে? আপনার ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে!
৩. লুকানোর জায়গাগুলি সরান
স্টোররুম, তাক বা আসবাবের পিছনটা নোংরা থাকলে টিকটিকি সেখানে লুকায়। পুরনো খবরের কাগজ, বাক্স, অব্যবহৃত প্যাকেট ফেলে দিন। লুকানোর স্পেস কমালে টিকটিকিও কমবে।
আরও পড়ুন- লেবেল পড়ে খাবারের প্যাকেট কিনছেন তো? না পড়লে কিন্তু ঠকতে পারেন!
৪. পুদিনা তেলের স্প্রে ব্যবহার করুন
পুদিনা তেলের গন্ধ টিকটিকি পছন্দ করে না। তাই এই তেল স্প্রে করুন, টিকটিকি পালাবে।
কীভাবে স্প্রে করবেন?
-
স্প্রে বোতলে ১০-১৫ ফোঁটা পুদিনা তেল ও আধা কাপ জল মিশিয়ে স্প্রে করুন
-
জানালার ধারে, রান্নাঘরের কোণে ও টিকটিকির চলার পথে ওই তেল স্প্রে করুন
-
২ দিনে একবার স্প্রে করুন
আরও পড়ুন- রক্তচাপ ঠিকঠাক মাপছেন তো? এই ১০ ভুলেই বদলে যেতে পারে রিপোর্ট!
৫. রসুন ও পেঁয়াজ ব্যবহার করুন
রান্নাঘরে ব্যবহৃত হওয়া দুটি জিনিস, রসুন এবং পেঁয়াজ টিকটিকিকে তাড়ানোয় সিদ্ধহস্ত।
৬. ডিমের খোসার ব্যবহার
টিকটিকি ডিমের খোসা দেখে ভাবে বড় শিকারি আশপাশে আছে!
৭. কফি ও তামাকের বল
সতর্কতা: এই পদ্ধতি শিশু ও পোষা প্রাণীর থেকে দূরে রাখতে হবে।
৮. আপনার পোষা প্রাণীকে কাজে লাগান
বিড়াল বা কিছু কুকুর স্বাভাবিক শিকারি। তারা টিকটিকির গন্ধ বা গতিবিধি পেলে তাদের লুকোনো জায়গা উন্মোচন করে দেয়। পোষা প্রাণী থাকলে টিকটিকি এমনিই পালিয়ে বেড়ায়।
এভাবে ঘরোয়া কায়দায় টিকটিকিকে তাড়ানোর চেষ্টা করুন। আজ থেকে এই সব কায়দা শুরু করুন, আর ঘরকে করে তুলুন টিকটিকি-মুক্ত।