NSDL IPO listing: NSDL শেয়ার তালিকাভুক্তি! IPO‑র দামে ১০% বৃদ্ধি, দাম উঠল ৯২০ টাকা

NSDL IPO listing: NSDL IPO‑র শেয়ারের তালিকাভুক্তিতে সুপারিশ! IPO-র দাম ৮০০ টাকা থেকে ১০% বেড়ে ৮৮০ টাকায় লিস্টিং। পরবর্তীতে দিনের সর্বোচ্চ দাম উঠল ৯২০ টাকা। GMP, সাবস্ক্রিপশন, লগ্নির পরামর্শ বিস্তারিত জেনে নিন।

NSDL IPO listing: NSDL IPO‑র শেয়ারের তালিকাভুক্তিতে সুপারিশ! IPO-র দাম ৮০০ টাকা থেকে ১০% বেড়ে ৮৮০ টাকায় লিস্টিং। পরবর্তীতে দিনের সর্বোচ্চ দাম উঠল ৯২০ টাকা। GMP, সাবস্ক্রিপশন, লগ্নির পরামর্শ বিস্তারিত জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NSDL

NSDL IPO listing: NSDL IPO-র দাম বাড়ল।

NSDL IPO listing: National Securities Depository Ltd (NSDL)-এর IPO বুধবার, ৬ আগস্ট BSE-তে তালিকাভুক্ত হয়েছে। IPO‑এর ইস্যু মূল্য ছিল ৮০০ টাকা। ১০% বেড়ে বাজারে তালিকাভুক্ত হয়েছে ৮৮০ টাকায়। উপরন্তু সকালেই শেয়ার সর্বোচ্চ ৯২০ টাকায় পৌঁছয়। অর্থাৎ, শেয়ারের মূল্য ১৫% বেড়েছে। Grey Market–এ শেয়ার প্রিমিয়াম ছিল ১২৫–১৩৫ টাকা। অর্থাৎ, মূল্য প্রায় ১৫–১৬% বেড়েছে। যার অর্থ বিনিয়োগকারীরা লাভ করতে চলেছেন। 

Advertisment

NSDL–এর IPO

আরও পড়ুন- SBI Clerk Notification 2025: আবেদন শুরু ৬ আগস্ট, ৬,৫৮৯ পদে নিয়োগ, আপনি তৈরি তো?

Advertisment

NSDL–এর IPO ছিল সম্পূর্ণ Offer‑for‑Sale (OFS) ভিত্তিক। কোনও নতুন শেয়ার ইস্যু হয়নি। IPO‑র মোট রেজিস্ট্রেশন সাবস্ক্রাইব হয়েছে ইস্যুর ৪১.০২ গুণ। Anchor investors থেকে মোট ১,২০১ কোটি টাকা উদ্বৃত্ত হয়েছে। যার মাধ্যমে শুরু থেকেই বাজারের আস্থা অর্জন করেছে এই আইপিও।

আরও পড়ুন- আজ হিরোশিমা দিবস, ভয়ংকর ঐতিহাসিক ঘটনায় জড়িত এই কথাগুলো জানতেন?

প্রতিদিন তালিকাভুক্তির পরে NSDL–এর বাজার মূলধন পৌঁছে যায় প্রায় ১৮,০০০ কোটি টাকার এম-ক্যাপে। এই প্রতিষ্ঠান এখন CDSL-এর পর দ্বিতীয় সবচেয়ে বড় ডিপোজিটরি সার্ভিস প্রোভাইডার হিসেবে এক্সচেঞ্জে তালিকাভুক্ত। এপ্রসঙ্গে Swastika Investmart-এর Shivani Nyati বলেছেন, শর্ট‑টার্ম আংশিক লাভ হতে পারে। আবার, Mehta Equities-এর Prashanth Tapse পরামর্শ দিয়ে জানিয়েছেন যে, এই স্টক দীর্ঘদিনের জন্য ধরে রাখলে তা লাভদায়ক হতে পারে।

আরও পড়ুন- বর্ষার দুপুরে খান গরম গরম ডিম ভুনা খিচুড়ি! ঘরে বসেই বানান সুস্বাদু স্পেশাল খাবার

আরও পড়ুন- আবেদন শুরু ৬ আগস্ট, ৬,৫৮৯ পদে নিয়োগ, আপনি তৈরি তো?

NSDL তার CDSL-এর চেয়ে বড় এবং সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা কোম্পানি। তাছাড়া valuation‑এও অ্যাডভান্টেজ রয়েছে। অনে‌ক বিশ্লেষক মনে করেন এর ভবিষ্যৎ উজ্জ্বল। এমনিতে NSDL IPO তালিকাভুক্তির দিনটি সফলতায় কেটেছে। Grey market‑এর উচ্চ GMP ও institutional আগ্রহ দেখে বোঝা যাচ্ছে যে, NSDL-এর প্রতি বিনিয়োগকারীদের ভালো আস্থা রয়েছে। তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবলে, এটি যে দুর্দান্ত অপশন হতে পারে, তাতে সন্দেহ নেই।

IPO NSDL listing